গাজার অভিবাসী গ্রহণের বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে ইসরায়েলের গোপন আলোচনা
2024-01-04 16:04:54

জানুয়ারি ৪: ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রকের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি সরকার অভিবাসী গ্রহণের বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে গোপনে আলোচনা করছে। ইসরায়েল টাইমস গতকাল (বুধবার) এ খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এর আগে লিকুদ পার্টির একটি সভায় বলেন, তিনি গাজার মানুষকে ‘স্বেচ্ছায় অন্য দেশে অভিবাসন করার’ চেষ্টা করছেন। সমস্যা হল তাদের গ্রহণ করতে আগ্রহী দেশ খুঁজে পাওয়া।

খবরে আরো বলা হয়, ইসরায়েল পার্লামন্ট ২ তারিখে যুদ্ধের পর গাজার ব্যবস্থা নিয়ে একটি সম্মেলন আয়োজন করেছে। সম্মেলনে ইসরায়েলের গোয়েন্দামন্ত্রী গিলা গামলিয়েল বলেন, যুদ্ধ শেষের পর হামাস ভেঙে পড়বে, গাজায় কোনো সরকার বা প্রশাসন নেই, বেসামরিক মানুষ সম্পূর্ণভাবে মানবিক সহায়তার উপর নির্ভর করবে, ৬০ শতাংশের কৃষি জমি নিরাপত্তা বাফার জোনে পরিণত হবে, কাজের সুযোগও থাকবে না। স্বেচ্ছায় পুনর্বাসন হল সবচেয়ে ভালো ও বাস্তবসম্মত পরিকল্পনা।

ইসরায়েলের অর্থমন্ত্রী ও জাতীয় নিরাপত্তামন্ত্রীও অনেকবার প্রকাশে অভিবাসন পরিকল্পনা সমর্থন করে বক্তব্য দেন। তাদের বক্তব্যের নিন্দা করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

(তুহিনা/হাশিম/রুবি)