২০২৩ সালে বিশ্বে ৬ ও এর বেশি মাত্রার ভূমিকম্প ১২৯টি: চীনা ভূমিকম্প নেটওয়ার্ক
2024-01-04 16:05:28

জানুয়ারি ৪: ২০২৩ সালে বিশ্বে ৬ ও এর বেশি মাত্রার মোট ১২৯টি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে ৭ ও এর বেশি মাত্রার ১৯টি ভূমিকম্প ঘটেছে। সবচেয়ে বড় হল তুরস্কে ঘটা দুটি ৭.৮ মাত্রার ভূমিকম্প। চীনা ভূমিকম্প নেটওয়ার্ক গতকাল (বুধবার) এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ২০২৩ সালে পৃথিবীতে ৮ ও এর বেশি মাত্রার কোনো ভূমিকম্প ঘটেনি। সাম্প্রতিকতমটি ছিল ২০২১ সালে ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের আলাস্কার দক্ষিণে সমুদ্রে  ৮.১ মাত্রার ভূমিকম্প। ২০২৩ সালে ৭ ও এর বেশি মাত্রার ভূমিকম্পের মধ্যে ৯৫ শতাংশের ভূমিকম্প ইউরেশিয়ান সিসমিক জোন ও অস্ট্রেলিয়ান প্লেটের উত্তর-পূর্ব সীমানায় ঘটে, আর ৭৩.৭ ভূমিকম্প গত বছরের প্রথমার্ধে ঘটে। ভূমিকম্পের অবস্থান ও সময়কাল তুলনামূলকভাবে কাছাকাছি।

(তুহিনা/হাশিম/রুবি)