লিয়াং বো
2024-01-03 14:43:11

লিয়াং বো ১৯৯১ সালের ২৫ মার্চ চীনের চিলিন প্রদেশের ছাংছুন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন গায়ক ও সঙ্গীত প্রযোজক। তিনি  জিলিন ইউনিভার্সিটি অব আর্টসের স্নাতকোত্তর।


২০০৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করার সময় তিনি গিটারে মুগ্ধ হতে শুরু করেন। পরের বছর তিনি একটি গিটার প্রশিক্ষণকেন্দ্রে প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষা লাভ করেন। মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় তিনি গানের কথা রচনা করতে এবং সুর দিতে শুরু করেন। মাঝেমাঝে ক্লাসে বা পার্টিতে গান গাইতেন তিনি। ২০০৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন এবং তখন রক সঙ্গীত তাঁর জীবনে প্রবেশ করে। ২০১১ সালের ২৯ এপ্রিলে তিনি একটি জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠানে নিজের রচিত গান ‘অধ্যবসায়’ ও ‘রাগ করা নাকি হাসা উচিত’ গান। 

২০১৪ সালের ২৪ এপ্রিল লিয়াং বো নিজের নামে প্রথম গায়ক-গীতিকার অ্যালবাম ‘লিয়াং বো’ প্রকাশ করেন। অ্যালবামের গানগুলো তাঁর নিজ থেকে রেকর্ডিং শিল্পে আগের ‘ডিপ্যাটার্নিং’ অ্যালবাম। গানের কথা লেখা, সুর দেওয়া, গাওয়া ও তৈরি করা — সবই লিয়াং বো’র অন্তরের অন্তঃস্থল থেকে আসা। অ্যালবামে রাখা ‘আমরা’, ‘তোমাকে মিস করি’ এবং ‘ব্রুস লী’র মতো গানগুলোতে সূক্ষ্ণ ও উষ্ণ মানবিক আবেদন অনভূতি ফুটে উঠেছে। 


 ‘দ্য সোল সিঙ্গার’ হলো ২০১৬ সালের ১৭ ডিসেম্বর লিয়াং বো প্রকাশিত একটি গান। গানের কথা, সুর ও ব্যবস্থাপনা সবই তাঁর সৃষ্টি। ২০১৭ সালের ১৮ মার্চ তিনি যখন হুনান টিভির সঙ্গীতানুষ্ঠান ‘সিঙ্গার’-এ অংশ নেন, তিনি এ গানটি পরিবেশন করেন। ‘যে মুহূর্তে একজন আত্মার গায়ক গান গাইতে শুরু করে, হাজার হাজার হৃদয় ভেঙে দিতে পারে। সে মুহূর্তের নয়, বরং অনন্তকালের। যে গানগুলো নিজেকে আন্দোলিত করে, সেগুলো তার সেরা প্রমাণ’। খুব ভালো লেখা, তাইনা? 

 ‘লুকোচুরি’ লিয়াং বো’র ২০১৫ সালের ২ নভেম্বর প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম। এতে মোট আটটি গান অন্তর্ভূক্ত করা হয়। তিনি নিজেই অ্যালবামের প্রযোজক। অ্যালবামে এমন একটি গান রাখা হয়, যেটাতে যুক্তরাষ্ট্রে তার সংগ্রামী জীবন তুলে ধরা হয়। গানটির নাম একটি জায়গার নাম। জায়গাটি সঙ্গীত অনুরাগীদের হৃদয়ে সঙ্গীতস্বর্গ। পাশাপাশি যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় এটি তার প্রেরণা অন্বেষণ করার জায়গা। তাঁর জন্য বিশেষ তাত্পর্যপূর্ণ একটি গান। গানের নাম ‘সূর্যাস্ত বীথিকা’। 


২০১৯ সালের ১২ এপ্রিল লিয়াং বো রচিত গান ‘বক্তব্য প্রকাশ করে’ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। ১৯ ও ২৬ এপ্রিল তিনি পরপর দু’টো নতুন মূল গান প্রকাশ করেন। মে মাসেও তিনি দু’টো গান প্রকাশ করেন। ২১ জুন তিনি ছাংছুন শিল্প উত্সবে দর্শকদের জন্য বিশেষ সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন। কিন্তু এখন আমি আপনাদেরকে শোনাবো ২৮ জুন প্রকাশিত লিয়াং বো’র ‘আমি জানি না’ গানটি। এ গানটি কথাও তিনি রচনা করেন, সুর দেন এবং ব্যবস্থাপনা করেন। ২০২০ সালের ১ ডিসেম্বর গানটিকে একটি টিভি নাটকের থিমসং হিসাবে গ্রহণ করা হয়। 


বন্ধুরা, কথা বলতে বলতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে লিয়াং বো’র ‘বক্তব্য প্রকাশ করে’ গানের মাধ্যমে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। (প্রেমা/রহমান)