ইসরায়েলী বাহিনীর বিমান হামলায় হামাস নেতার মৃত্যু
2024-01-03 14:39:19

জানুয়ারি ৩: লেবাননের তথ্য মাধ্যমের খবর অনুযায়ী, গতকাল (মঙ্গলবার) ইসরায়েলের চালকবিহীন বিমান রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে অবস্থিত হামাসের কার্যালয়ে আঘাত হানে। হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর ভাইস-চেয়ারম্যান শেখ সালেহ আল-আরউরীসহ ৬ জন মারা যান।

এনএনএ’র খবরে জানা গেছে, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এ দিন হামলার নিন্দা জানানোর পাশাপাশি ‘ইসরায়েলের আগ্রাসী আচরণ’ থামানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

হামাস সামাজিক তথ্য-মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলছে, আরউরীকে হত্যা করা তাদের ‘প্রতিরোধ শক্তি’ দুর্বল করবে না।

ইসরায়েল সরকার ও সামরিক পক্ষ বিমান হামলা নিয়ে সরাসরি মন্তব্য করেনি। কিন্তু সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল অব্যাহতভাবে হামাসকে দমন করবে এবং যে কোন পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।

(প্রেমা/হাশিম/ছাই)