মেধাস্বত্ব বিষয়ক বড় দেশ হয়েছে চীন: মুখপাত্র
2024-01-03 19:58:52

জানুয়ারি ৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন, মেধাস্বত্ব সহযোগিতা চুক্তি-পিটিসিতে যোগ দেয়ার পর গেল ৩০ বছরে চীন পিসিটিসহ আন্তর্জাতিক নিয়মের সংশোধন ও উন্নয়নে অংশগ্রহণ করে এবং দেশের মেধাস্বত্ব আইন ব্যবস্থা সুসম্পন্ন করে। পিটিসিতে চীনের যোগদানের ৩০তম বার্ষিকী উপলক্ষ্যে আজ (বুধবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওয়াং বলেন, দীর্ঘ এ সময়ে চীন বিশ্ব মেধাস্বত্ব সংস্থার সঙ্গে কার্যকর সহযোগিতা করে আসছে। পিসিটির মাধ্যমে চীনা মানুষের আন্তর্জাতিক মেধাস্বত্ব আবেদন টানা চার বছরে বিশ্বে সবচেয়ে বেশি। চীন মেধাস্বত্ব বিষয়ক বড় একটি দেশ এবং বিশ্ব নবায়নের গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী।

ওয়াং আরও বলেছেন, চীন মেধাস্বত্ব সংরক্ষণ, নবায়ন ও উন্নয়নকে গুরুত্বপূর্ণ সমর্থন দেয়। বর্তমানে চীন সোলার ব্যাটারির মোট ১ লাখ ২৬ হাজর ৪০০টি মেধাস্বত্ব আয়ত্ত করে তা বিশ্বে সবচেয়ে বেশি। চীনের নতুন জ্বালানি চালিত গাড়ির প্রধান ১০টি কোম্পানির আছে ১ লাখের বেশি আন্তর্জাতিক মেধাস্বত্ব- যা সবুজ, নিম্নকাবর্ন শিল্প ও বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের জন্য অনুকুল।

(শিশির/হাশিম/লিলি)