বিশ্বের জন্য ঐক্য সবচে প্রয়োজন: চীনা মুখপাত্র
2024-01-03 19:49:50

জানুয়ারি ৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, মানবজাতির একটিমাত্র পৃথিবী আছে এবং অভিন্ন ভবিষ্যতও রয়েছে। বর্তমান সংকটের মোকাবেলা বা সুন্দর ভবিষ্যত সৃষ্টি করার যৌথ প্রয়াস, যাই হোক, আন্তর্জাতিক সমাজের একই নৌকায় নদী পার হওয়া এবং হাতে হা রেখে সহযোগিতা করা উচিত্।

বিশ্বের জন্য ঐক্য সবচে প্রয়োজন এবং বিচ্ছিন্নতার প্রতিরোধ করা উচিত্ মন্তব্য করে মুখপাত্র বলেন, বাণিজ্যিক যুদ্ধ বা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত যুদ্ধ, যাই হোক না কেন, এর প্রকৃত হলো আর্থ-বাণিজ্যিক ইস্যু’র রাজনীতিকরণ, এবং সামরিককরণ করে তোলা, এর উদ্দেশ্য হলো নিজের উন্নয়নে আধিপত্য বজায় রাখা, ব্যাপক নবোদিত বাজার ও উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে বাধা দেওয়া এবং ৭ বিলিয়ন বিশ্ববাসীকে সুখী জীবনের অধিকার থেকে বঞ্চিত করা। এটা অনৈতিক এবং এতে আন্তর্জাতিক সমাজের সামগ্রিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।

মুখপাত্র বলেন, চীন বিভিন্ন পক্ষের সঙ্গে অভিন্ন কল্যাণকর ও সহনশীল অর্থনীতির বিশ্বায়নের জন্য একসঙ্গে কাজ করতে চায়, যে  কোনো ধরণের একতরফাবাদ ও সংরক্ষণবাদের বিরোধিতা করে। চীন বিভিন্ন দেশের সঙ্গে সমান উন্নয়নের অধিকার নিশ্চিত করতে এবং অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধিকে বেগবান করতে ইচ্ছুক বলে মুখপাত্র উল্লেখ করেন।

লিলি/হাশিম।