ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে হামলার নিন্দায় ডব্লিউএইচও মহাপরিচালক
2024-01-03 18:37:06

জানুয়ারি ৩: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) মহাপরিচালক তেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস গাজার খান ইউনিসে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) সামাজিক গণমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে তিনি এ দুঃখ জানান।

তিনি বলেন, ডব্লিওএইচও এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সমন্বয় দপ্তরের কর্মীরা ইতোমধ্যেই হামলার ক্ষয়ক্ষতির খোঁজ খবর নিতে সেখানে গিয়েছেন। এ হামলা অযৌক্তিক বলে তিনি মনে করেন। তিনি বলেন, গাজার স্বাস্থ্য ব্যবস্থা অচলাবস্থায় পড়েছে এবং তার কারণে স্বাস্থ্যকর্মীসহ উদ্ধারকারীরা হতাহতদের জীবন রক্ষার কাজে বাধার সম্মুখীন হচ্ছেন।

লিলি/হাশিম।