‘প্রেস ফ্রিডমের’ অজুহাতে হংকংয়ের বিষয়ে হস্তক্ষেপ করার অপচেষ্টা ব্যর্থ হবে: মুখপাত্র
2024-01-03 16:53:36

জানুয়ারি ৩: সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ ‘মিডিয়া ফ্রিডম অ্যালায়েন্স’ নামে প্রকাশিত বিবৃতিতে চীনা কেন্দ্রীয় সরকার ও হংকং সরকার হংকং জাতীয় নিরাপত্তা আইন ব্যবহার করে সংবাদ শিল্প দমন করছে মর্মে অপপ্রচার চালায়। এ নিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বলেন, ‘প্রেস ফ্রিডমের’ অজুহাতে হংকংয়ের বিষয়ে হস্তক্ষেপ করার অপচেষ্টা ব্যর্থ হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গতকাল (মঙ্গলবার) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মুখপাত্র বলেন, কিছু দেশ তথাকথিত ‘মিডিয়া ফ্রিডম অ্যালায়েন্স’ নামে হংকংয়ের গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে অপবাদ দিয়েছে, হংকং সরকারের বৈধ আইন প্রয়োগকে আক্রমণ করেছে, লি চি ইংসহ অনেক চীন-বিরোধীদেরকে সমর্থন করেছে। এ নিয়ে চীন তীব্র অসন্তুষ্ট ও দৃঢ় বিরোধিতা করে বলে জানান মুখপাত্র।

অ্যাসাঞ্জ, স্নোডেন ও অন্যান্য মামলাগুলো ইতোমধ্যে স্পষ্টভাবে বিশ্বকে দেখিয়েছে তথাকথিত ‘প্রেস ফ্রিডম’ মাত্র কিছু দেশ অন্য দেশকে আক্রমণ ও অপবাদ দেওয়ার হাতিয়ার, যখন তাদের নিজের স্বার্থের কথা আসে, তখন সেসব দেশ ‘প্রেস ফ্রিডম’কে কিছুই সম্মান দেয় না বলেও মন্তব্য করেন ওয়াং।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা আইন চালু হওয়ার পর থেকে হংকংয়ের সমাজ পুনরায় সুশৃঙ্খল ও সমৃদ্ধ হয়েছে, হংকংয়ের নাগরিকদের গণমাধ্যমের স্বাধীনতা, বিভিন্ন বৈধ অধিকার ও নিরাপত্তা স্থিতিশীল পরিবেশে ভালোভাবে রক্ষা করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বহু দেশ জাতিসংঘ অধিবেশনসহ অনেক বহুপাক্ষিক মানবাধিকার সম্মেলনে বিভিন্ন উপায়ে হংকং সম্পর্কিত ইস্যুতে চীন সমর্থন করে বলেও  জানান ওয়াং।  

(তুহিনা/হাশিম/রুবি)