ছোট গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জামের বড় ব্যবসা-সাম্রাজ্য
2024-01-03 14:39:16

“আমাকে জিজ্ঞেস করবেন না আমাদের কী আছে। জিজ্ঞেস করতে পারেন আমাদের কাছে কী নেই।” চীনের চেচিয়াং প্রদেশের ছিসি গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জাম নগরে ব্যবসায়ীরা সব সময় আত্মবিশ্বাসের সঙ্গে এটি বলেন। আত্মবিশ্বাস দক্ষতার উপর নির্ভর করে। ছিসি পূর্ব সাগরের পাশে হাং চৌ বের দক্ষিণ তীরে অবস্থিত। এটি চীনের বৃহত্তম ছোট গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জামের উত্পাদন এলাকা এবং এ খাতের আকার ১০০ বিলিয়ান ইউয়ানের মতো। চে চিয়াং প্রদেশের জেলাগুলোর মধ্যে ছিসির অর্থনীতি শীর্ষ স্থানে রয়েছে।

ভালো ব্যবসায়িক পরিবেশ এবং শক্তিশালী শিল্প চেইনের সমর্থনে এখানে গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জামের কোম্পানি নিয়ে একটি শিল্প ক্লাস্টার প্রতিষ্ঠিত হয়েছে। জল সরবরাহ যন্ত্র, বৈদ্যুতিক ইস্ত্রি, হিটারসহ নানা বৈদ্যুতিক সরঞ্জামের উত্পাদনে এ জায়গা চীনের প্রথম স্থান রয়েছে।

এয়ার ফ্রায়ার, জুসার, হেয়ার ড্রায়ারসহ নানা ছোট বৈদ্যুতিক সরঞ্জাম চীনে জনপ্রিয় হয়ে উঠেছে। এগুলোর দাম বেশি না, তবে জীবনযাপনে অনেক সুবিধা বয়ে আনে বলে মানুষ এগুলো অনেক পছন্দ করে। আর বৈদ্যুতিক সরঞ্জামেরগুলো মূলত ছিসিতে উত্পাদিত হয়।

ইউয়ে লি একটি ব্যক্তিগত যত্নের ছোট বৈদ্যুতিক সরঞ্জামের কোম্পানি। এ কারখানায় কর্মীরা কয়েক মিনিটের মধ্যে ১০-১২টি অংশ নিয়ে একটি হেয়ার ড্রায়ার সংযোজন করতে পারেন। বিশ্বের বৃহত্তম হেয়ার ড্রায়ার কারখানা ইউয়ে লি ২০২১ সালে মোট ১ কোটি ৯ লাখ ২০ হাজার হেয়ার ড্রায়ার বিক্রি করে। ২০২২ সালে তাদের বিক্রি বেড়ে ১ কোটি ৩১ লাখ ৪০ হাজারে পৌঁছায়, যা ২০২১ সালের তুলনায় ২০ শতাংশ বেশি। ২০২৩ সালের প্রথম তিন প্রান্তিকেই ১ কোটি ১৩ লাখ ২০টি বিক্রি হয়ে গেছে।

আরেকটি ড্রায়ার কোম্পানি চুও লি দেখতে যাই আমরা। বৈদ্যুতিক ইস্ত্রি, গার্মেন্ট স্টিমার আয়রন, ব্রেকফাস্ট মেশিন, এয়ার ফ্রায়ারসহ নানা বৈদ্যুতিক সরঞ্জাম ‍উৎপাদিত হয় এখানে। এর মধ্যে বৈদ্যুতিক ইস্ত্রি সবচেয়ে বেশি বিক্রি হয়। প্রতি বছর তারা ২ কোটি বৈদ্যুতিক ইস্ত্রি বিক্রি করে, যা সারা বিশ্বে সবচেয়ে বেশি।  

বৈদ্যুতিক পাখা ও হিটার প্রস্তুতকারী নিং তা কোম্পানিও ছিসিতে অবস্থিত। কোম্পানির মহাব্যবস্থাপক ইউয়ু হুই বলেন, আমাদের কোম্পানি উষ্ণায়ন ও শীতায়ন দু ধরনের পণ্যই তৈরি করে। তারা ইউরোপ ক্রেতাদের সঙ্গে সহযোগিতা করে তাদের চাহিদা অনুযায়ী হিটার তৈরি করে এবং ইউরোপে তাদের অংশিদারী কোম্পানি বাজার ও ব্র্যান্ডের ব্যবস্থাপনা করে।

এটি বলা যায়,আপনার কল্পনাতীত ও অকল্পনীয় সব ছোট গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জাম ছিসিতে পাওয়া যায়। স্থানীয় সরকার এ শিল্পের উন্নয়নে আর্থিক ও নীতিগত সমর্থন দেয় এবং পরিষেবা প্রদান করে। বর্তমানে ছিসিতে গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জাম কোম্পানির সংখ্যা ২ হাজারের বেশি এবং এগুলোর সঙ্গে সম্পৃক্ত কোম্পানির সংখ্যা ১০ হাজারের বেশি। পরিসংখ্যান অনুযায়ী, ছিসিতে হাজারের বেশি ধরনের গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জাম উত্পাদন করা হয় এবং এর মধ্যে জল সরবরাহকারী, বৈদ্যুতিক ইস্ত্রি, হিটার উৎপাদনে চীনের শীর্ষ স্থানে রয়েছে ছিসি।

ছিসি অর্থনীতি ও তথ্যায়ন বিভাগের উপ প্রধান সু চাং জানান, ছিসির নতুন উৎপাদন শিল্পব্যবস্থায় গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জাম বৃহত্তম ব্যবসা। এখানে এ শিল্পের আকার ১০০ বিলিয়ান ইউয়ানের বেশি। ছিসির বিভিন্ন জেলা ও এলাকায় রয়েছে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম কোম্পানি। তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় না; বরং নিজ নিজ বৈশিষ্ট্যের জন্ম হয়।

ছিসিতে যে কোনও ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করতে চাইলে এক ঘন্টার মধ্যে সব খুচরা যন্ত্রাংশ পাওয়া যায়। তাছাড়া,একই খুচরা যন্ত্রাংশের একাধিক সরবরাহকারী কোম্পানি আছে। উত্পাদনকারী কোম্পানি তাদের মধ্য থেকে যে কোনটিকে বেছে নিতে পারে।

বৈদ্যুতিক সরঞ্জামের জন্য মোটর হৃদয়ের মতো গুরুত্বপূর্ণ। নিং ডো চিও লিং কোম্পানি ৩০ বছরের মতো মোটর নিয়ে গবেষণা ও উত্পাদন করে আসছে। কোম্পানি সিইও চিন পেং ওয়ে মনে করেন, কোম্পানির উচিত নতুন ধারার সঙ্গে তাল মিলিয়ে চলা। কোম্পানি ব্যাপকভাবে উন্নত প্রযুক্তি ও দক্ষ ব্যক্তি নিয়োগ করেছে এবং প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগ করার মাধ্যমে উন্নত উত্পাদন লাইন ও পরীক্ষা সরঞ্জাম ক্রয় করেছে। বৈদ্যুতিক সরঞ্জামের আপগ্রেডের সঙ্গে সঙ্গে স্মার্টনেস তার গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্যে পরিণত হয়। ছিসির বৈদ্যুতিক সরঞ্জামে খাতের প্রবৃদ্ধির জন্য ইউন থু নামে একটি চিপ কোম্পানি প্রতিষ্ঠিত হয়। কোম্পানি বিশেষভাবে ছোট বৈদ্যুতিক সরঞ্জামের জন্য চিপ তৈরি করে। চিপের নকশা, অ্যালগরিদম, সফ্টওয়্যার সব এ কোম্পানি নিজস্ব গবেষণার ফল। কোম্পানির মহাব্যবস্থাপক কুং থাও মনে করেন, উৎপাদন কোম্পানি উৎপাদনের ওপর ফোকাস করে এবং চিপ কোম্পানির সাহায্যে উৎপাদন আজ আরও দ্রুত ও সহজ হয়েছে।

একটি বৈদ্যুতিক সরঞ্জামের জন্য মোটর, চিপ ও কাঠামো সবই গুরুত্বপূর্ণ। সুন্দর, প্রযুক্তিগত ও গুণগতমানের পণ্য পছন্দ করে ভোক্তারা।

তা ইয়ে নামে একটি শিল্প নকশা কোম্পানির মহাব্যবস্থাপক লি কুং ছুয়ান মনে করেন, বর্তমানে একটি বৈদ্যুতিক সরঞ্জামের প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নানা বিষয়ের ওপর নির্ভর করে, যেমন ফাংশনের সংখ্যা, সৌন্দর্য ও বিশেষ বৈশিষ্ট্য থাকতে হয়। আর পণ্যের সংযোজন মূল্য বাড়ানো তাদের মতো শিল্প-নকশা কোম্পানি মূল কাজ।

ছিসিতে ১৮ বারের মতো অনুষ্ঠিত হয়েছে চীনা ছিসি আন্তর্জাতিক গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জাম মেলা। বিদেশের ক্রেতা ও ভোক্তাদের আকর্ষণ করে এ মেলা। ছিসির ছোট বৈদ্যুতিক সরঞ্জাম এ মেলার মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরা হয় এবং নতুন পণ্যের প্রকাশ এবং বাণিজ্য বিনিময়ও হয় এ মেলায়।

গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জাম শিল্প উন্নয়ন করতে স্থানীয় সরকার প্রণয়ন করে ছিসি —বিশ্ব স্মার্ট গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জাম নবায়ন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা ২০২৩-২০২৫ ‘। নবায়ন দক্ষতা উন্নয়ন, ব্র্যান্ডের মান উন্নয়ন, পাবলিক পরিষেবা দক্ষতা উন্নয়ন, ব্যবসার চ্যানেল প্রসার, নতুন ই-কমার্স কোম্পানিসহ নানা বিষয় নিয়ে এ পরিকল্পনা তৈরি করা হয়।

অবশ্য ছিসি ছোট বৈদ্যুতিক সরঞ্জাম শিল্প চ্যালেঞ্জের মুখে রয়েছে। শিল্পের দ্রুত রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, বৈদেশিক চাহিদা হ্রাস পাওয়াসহ নানা উপায়ে ছিসির বৈদ্যুতিক সরঞ্জাম কোম্পানিগুলোর সে চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

ইউয়ে লি কোম্পানির অধীনে সিয়াও সি নামে একটি ব্র্যান্ড আছে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এ ব্র্যান্ডের বিক্রির পরিমাণ যথাক্রমে ৫০ লাখ ইউয়ান, ১০ কোটি ইউয়ান, ২০ কোটি ইউয়ান ও ৩০ কোটি ইউয়ান। এ উপাত্তের মাধ্যমে ব্যক্তিগত যত্ন পণ্যের ভোক্তাবাজারের বিশাল সম্ভাবনা উপলব্ধি করা যায় আর ইউয়ে লি কোম্পানির নিজের ব্র্যান্ড তৈরির আস্থাও বাড়ে। নিজের ব্র্যান্ড থাকলে স্বাধীনতা, কথা বলার অধিকার ও দাম নির্ধাণের অধিকার থাকে। এটিও একটি কোম্পানির মূল প্রতিদ্বিন্দ্বিতা দক্ষতা। ২০২২ সালে কোম্পানিটির ২৫ শতাংশ পণ্য দেশের মধ্যে বিক্রি হয় এবং ২০২৩ সালে তা ৩০ শতাংশে পৌঁছায়। ভবিষ্যতে দেশ ও বিদেশের বাজার যথাক্রমে ৫০ ও ৫০ শতাংশ হবে।

আগে ছোট গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা ছিল মূলত বিদেশকেন্দ্রিক। কোম্পানিগুলো কেবল সেগুলো তৈরি করতো। তাই যখন তারা নিজেদের ব্র্যান্ড তৈরি করে তাদের জন্য কঠিন ব্যাপার হয় তাদের পেশাদার দল না থাকা, কোন চ্যানেল ও পণ্য ভাল তা না জানা ইত্যাদি। এ প্রসঙ্গে নিং পো সিং তিয়ান ইন্টারনেট প্রযুক্তি কোম্পানির জেনারেল ম্যানেজার, গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জাম ইকোসিস্টেমের উদ্যোক্তা ইউয়ু সুয়ে হুই বলেন, কোম্পানিগুলোর উচিত ভোক্তাদের চাহিদা বোঝার দক্ষতা জোরদার করা, পেশাদার ই-কমার্স দলের সঙ্গে সহযোগিতা করা, পণ্যের আপগ্রেড দ্রুত শেষ করা।

গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জাম শিল্পের নবায়ন ও ব্র্যান্ড করতে চাইলে কোম্পানির ব্যবস্থাপককে শুধু মুনাফার ওপর দৃষ্টি রাখলে হবে না। বরং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে কোম্পানির উন্নয়ন বাস্তবায়ন করতে হবে।

বিখ্যাত ব্র্যান্ড তৈরি করতে স্থানীয় সরকারও কাজ করছে। বড় কোম্পানিগুলো যাতে নিজেদের ব্র্যান্ডের সুবিধা কাজে লাগিয়ে সম্পূর্ণ পণ্য লাইন গড়ে তোলে এবং আকার প্রসারিত করে সে ব্যাপারে উত্সাহ দেয়। 

ভবিষ্যতের মুখে, ছিসি ছোট গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জাম শিল্প স্মার্ট, সবুজ, ফ্যাশন ও ব্র্যান্ডের পথ অসুরণ করে এগিয়ে যাবে এবং আধূনিক শিল্পব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে স্থানীয় অর্থনীতির উচ্চ মানের উন্নয়নে চালিকাশক্তি যোগাবে।(শিশির/রহমান/রুবি)