ব্রিকসে যোগদান ইরানের জন্য কল্যাণকর হবে: তেহরান
2024-01-02 18:43:59

জানুয়ারি ২: স্থানীয় সময় গতকাল (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি তার দেশের ব্রিকসের সদস্য হওয়া এবং চীন-ইরান সম্পর্ক বিষয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, নতুন সদস্য যোগ করায় ব্রিকস সহযোগিতা ব্যবস্থার গুরুত্ব আরও বাড়বে এবং নতুন সদস্য হিসাবে ইরানও সুবিধা পাবে।

 

তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্য হওয়া মানে ইরানের আন্তর্জাতিক মর্যাদার উন্নতি ঘটা। এই সহযোগিতাব্যবস্থায় যোগদানের মাধ্যমে ইরান আরো ভালোভাবে নিজের স্বার্থ রক্ষা করতে পারবে এবং আন্তর্জাতিক বহুপক্ষীয় ব্যবস্থায় গঠনমূলক ভূমিকা বাড়াতে সক্ষম হবে।

 

তিনি আরও বলেন, চীন ও ইরানের সম্পর্ক ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে। নতুন বছরে চীন-ইরান সম্পর্ক পারস্পরিক সমতা ও কল্যাণের ভিত্তিতে এগিয়ে যাবে বলে আশা করা যায়। 

(লিলি/আলিম)