ঔপনিবেশিক মানসিকতা পরিত্যাগ করতে চীনের তাগিদ
2024-01-02 19:44:10

জানুয়ারি ২: আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বলেন, কোনো কোনো দেশ তথাকথিত “মিডিয়ার স্বাধীন জোটের” ব্যানারে হংকংয়ের মিডিয়ার স্বাধীনতার মুখে যে কালি লেপন করেছে, চীন তা নিয়ে অসন্তোষ প্রকাশ করছে এবং এর বিরোধিতা করছে।

 

মুখপাত্র বলেন, "অ্যাসাঞ্জ" ও "স্নোডেন"সহ অনেক মামলা বিশ্ববাসীকে দেখিয়েছে যে, তথাকথিত  “মিডিয়ার স্বাধীনতা” কেবল অন্য দেশের মুখে কালি লেপন করতে কোনো কোনো দেশের হাতিয়ার। তাদের স্বার্থের বিরুদ্ধে গেলেই “মিডিয়ার স্বাধীনতা” হাওয়ায় মিলিয়ে যায়। তারা “মিডিয়ার স্বাধীনতার” শ্লোগান দিয়ে, হংকং বিষয়ে যে বাজে কথা বলছে, এর উদ্দেশ্য হলো হংকংয়ে তাদের আগের বিশেষ ক্ষমতা ও প্রভাব চালিয়ে যেতে চাওয়া। তবে, তাদের অপচেষ্টা নিঃসন্দেহে ব্যর্থ হবে।

 

মুখপাত্র বলেন, হংকং একটি আইনি সমাজ। জাতীয় নিরাপত্তা আইন জারি করার পর থেকে, হংকং সমাজ স্থিতিশীল আছে, সমৃদ্ধ হচ্ছে। হংকংবাসীর মতামত প্রকাশের স্বাধীনতাসহ নানান অধিকার নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর উচিৎ ঔপনিবেশিক মানসিকতা পরিত্যাগ করা।

(লিলি/আলিম)