ইসরায়েলি সুপ্রিম কোর্ট তার ক্ষমতা খর্ব সংক্রান্ত পার্লামেন্টের বিল নাকচ করেছে
2024-01-02 15:03:58

জানুয়ারি ২: ইসরায়েলের সুপ্রিম কোর্ট দেশটির পার্লামেন্টে গৃহীত সর্বোচ্চ আদালতের ক্ষমতা খর্ব সংক্রান্ত একটি বিল অকার্যকর ঘোষণা করেছে।

দেশটির হারেৎজ পত্রিকার খবর অনুসারে, সুপ্রিম কোর্টের ১৫ জন বিচারকের মধ্যে ৮ জন পার্লামেন্টে গৃহীত বিলটি অকার্যকর বলে রায় দেন।

গত বছর ২৪ জুলাই ইসরায়েলের পার্লামেন্টে পাস হওয়া বিতর্কিত আইনে সরকার কিংবা মন্ত্রণালয়ের কাজের বিষয়ে উচ্চ আদালতের প্রশ্ন তোলার এখতিয়ার খর্ব করা হয়। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ক্ষমতাসীন হবার পর আইন সংস্কার পরিকল্পনার কেন্দ্রীয় বিষয়গুলোর অন্যতম হিসাবে আইনটি পাস দেশজুড়ে ব্যাপক মতবিরোধ সৃষ্টি করে।  

ইসরায়েলি আইনমন্ত্রী ইয়ারিভ লেভিন এক বিবৃতিতে সুপ্রিম কোর্টের এ রুলিং মানতে অস্বীকৃতি জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, দেশটি যুদ্ধাবস্থায় থাকার কারণে ‘দমন ও দায়িত্বশীল অভিযান’ চালিয়ে যাবে।

 (প্রেমা/হাশিম/ছাই)