নতুন বছরের জন্য চীনের কূটনৈতিক নীতিমালা
2024-01-02 19:37:48

জানুয়ারি ২: আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন নতুন বছরের জন্য চীনের কূটনৈতিক নীতিমালা ব্যাখ্যা করেন।

 

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং নববর্ষের শুভেচ্ছাবার্তায় ২০২৩ সালে চীনের অর্জিত অসাধারণ সাফল্য তুলে ধরেন এবং নতুন বছরে চীনা জনগণের স্বপ্নের দিকে ছুঁটে যাওয়ার সুন্দর ভবিষ্যতের ওপর দৃষ্টিপাত করেন। ২০২৩ সালে আন্তর্জাতিক সমাজ দেখেছে যে, বড় রাষ্ট্র হিসেবে চীন পরিবর্তনশীল ও বিশৃঙ্খল বিশ্বের জন্য স্থিতিশীলতা ও নিশ্চয়তার প্রতীক। বিভিন্ন পক্ষ খুব স্পষ্ট দেখতে পারছে যে, চীন কেবল নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত নয়, বরং বিশ্বের জন্য কল্যাণ সৃষ্টি করে চলেছে।

 

মুখপাত্র বলেন, ২০২৪ সাল হবে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। নতুন যাত্রায় আমরা নতুন যুগে সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারা, বিশেষ করে তার কূটনৈতিক চিন্তাধারাকে নির্দেশনা হিসেবে নিয়ে, আস্থাশীল, স্বাধীন, উন্মুক্ত, সহনশীল, ন্যায়সংগত ও সহযোগিতার নীতিতে অবিচল থাকব, আরো সক্রিয় ঐতিহাসিক দায়িত্ববোধ দিয়ে বড় রাষ্ট্রের কূটনীতির নতুন পরিস্থিতি সৃষ্টি করব এবং বিশ্বের শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করব।

(লিলি/আলিম)