সি-কিম শুভেচ্ছাবার্তা বিনিময়
2024-01-01 18:55:17

জানুয়ারি ১: আজ (সোমবার) চীনা কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিনপিং এবং উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও স্টেট কাউন্সিলের চেয়ারম্যান কিম জং-উন নববর্ষের শুভেচ্ছাবার্তা বিনিময় করেন।

 

শুভেচ্ছাবার্তায় তারা ২০২৪ সালকে  “চীন-ডিপিআরকে ফ্রেন্ডশিপ ইয়ার” হিসেবে নির্ধারণ করার ঘোষণা দেন।

 

বার্তায় সি বলেন, চীন ও উত্তর কোরিয়া পাহাড় ও নদী দ্বারা সংযুক্ত বন্ধু ও সুপ্রতিবেশী। চীন ও উত্তর কোরিয়ার বন্ধুত্ব দুই পার্টি এবং দুই দেশের প্রবীণ প্রজন্মের নেতাদের উদ্যোগে সৃষ্টি হয়েছিল। সমাজতন্ত্র নির্মাণের প্রক্রিয়ায় তা গভীরতর হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে উভয় পক্ষের যৌথ প্রচেষ্টা ও যোগাযোগের মাধ্যমে, চীন এবং উত্তর কোরিয়ার ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক একটি নতুন ঐতিহাসিক যুগে প্রবেশ করেছে। উভয় পক্ষ ঘনিষ্ঠ কৌশলগত যোগাযোগ বজায় রেখেছে, বাস্তব সহযোগিতা গভীরতর করেছে, আন্তর্জাতিক বহুপাক্ষিক বিষয়ে সমন্বয় ও সহযোগিতা জোরদার করেছে, দুই দেশের সাধারণ স্বার্থ রক্ষা করেছে, এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখেছে।

 

সি চিন পিং জোর দিয়ে বলেন, নতুন সময় ও পরিস্থিতিতে চীনের পার্টি ও সরকার বরাবরই কৌশলগত উচ্চতা ও দীর্ঘকালীন দিক থেকে, চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ককে দেখছে। চীন ও উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা, সুসংহত করা এবং বিকাশ করা বেইজিংয়ের অটল নীতি। চীন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীকে কাজে লাগিয়ে, ঐতিহ্যগত মৈত্রী লালন করতে, পারস্পরিক আস্থা গভীরতর করতে, বিনিময় ও সহযোগিতা বাড়াতে ইচ্ছুক, যাতে আরো ভালোভাবে দু’দেশের জনগণের কল্যাণ করা যায় এবং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে নতুন অবদান রাখা সম্ভব হিয়।

(লিলি/আলিম)