সি-বাইডেন শুভেচ্ছাবার্তা বিনিময়
2024-01-01 15:50:45

জানুয়ারি ১: আজ (সোমবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী উপলক্ষ্যে পরস্পরকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছাবার্তায় সি চিন পিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা দু'দেশের সম্পর্কের ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসের বড় ঘটনা। গেল ৪৫ বছরে, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক ঝড়ঝাপটার মধ্যেও  সামনে এগিয়ে যায়, যাতে দু'দেশের মানুষ কল্যাণপ্রাপ্ত হয়েছে এবং যা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। ইতিহাস প্রমাণ করেছে যে, পারস্পরিক সম্মান, সহাবস্থান, সহযোগিতা ও জয়-জয় নীতি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের জন্য অনুকূল। নতুন যুগে দু'পক্ষের উচিত্ এ পথ অনুসরণ করে সামনে এগিয়ে যাওয়া।

সি চিন পিং আরও বলেন, সানফ্রান্সিসকোতে তার সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের সাক্ষাত ভবিষ্যত-মুখী “সানফ্রান্সিসকো ভিশন” উন্মোচন  করে এবং চীন-মার্কিন সম্পর্কের দিক নির্দেশনা দেয়। দু'পক্ষের উচিত্ দু'দেশে নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করা এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সুষ্ঠু, স্থিতিশীল ও টেকসই উন্নয়নে কাজ করা। 

সি চিন পিং জোর দিয়ে বলেন, তিনি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে, চীন-মার্কিন সম্পর্ক এগিয়ে নিতে, দু'দেশ ও দু'দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে একযোগে কাজ করে যেতে ইচ্ছুক।

বাইডেন তার শুভেচ্ছাবার্তায় বলেন, ১৯৭৯ সালে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দু'দেশের মধ্যে যোগাযোগ যুক্তরাষ্ট্র, চীন ও বিশ্বের জন্য সবৃদ্ধি ও সুযোগ বয়ে এনেছে। গুরুত্বপূর্ণ এ সম্পর্ক যথাযথভাবে ব্যবস্থাপনা করতে প্রচেষ্টা চালাব এবং ইতোমধ্যে অর্জিত অগ্রগতির ভিত্তিতে, মার্কিন-চীন সম্পর্ককে সামনেভ এগিয়ে নিয়ে যাব।(শিশির/আলিম/রুবি)