নতুন সূচনায় দাঁড়িয়ে আরও সুন্দর বিশ্ব গড়তে চায় চীন
2024-01-01 18:58:42

জানুয়ারি ১: আজ (সোমবার) নিজস্ব প্রযুক্তিতে তৈরি চীনের প্রথম বড় ক্রুজ জাহাজ “Adora Magic City” তার প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করে সাংহাই থেকে।

 

এই বৃহৎ ক্রুজ জাহাজটিকে, যা আট বছরের বৈজ্ঞানিক গবেষণা এবং পাঁচ বছরের নকশা ও নির্মাণকাজের ফল, বিদেশী মিডিয়া “চীনের জাহাজ নির্মাণ শিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক” বলে অভিহিত করেছে।

 

চীনের প্রেসিডেন্ট সি চি পিং ২০২৪ সালের নববর্ষের অভিনন্দনবার্তায়  বলেন, চীনের উদ্ভাবনশক্তি এবং উন্নয়নের প্রাণশক্তি বৃদ্ধি পাচ্ছে। এ জাহাজ যেন সে কথার বহিঃপ্রকাশ।

 

সবেমাত্র শেষ হওয়া বছরে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের তিন বছর পর চীনের অর্থনীতি পুনরায় উন্নয়নের ধারায় ফিরেছে। অনেক সমস্যার সম্মুখীন হলেও, প্রত্যেক চীনা পরিশ্রম করেছেন এবং অসাধারণ অবদান রেখেছেন। অনেক সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও, প্রতিটি চীনা সংগ্রাম করছেন এবং অসাধারণ অবদান রেখেছেন। চীনের অর্থনীতি পুনরায় বিকাশ হতে শুরু করেছে, শস্য উৎপাদন টানা ২০ বছর ধরে বেড়েছে।

 

২০২৩ সালে চীনা জনগণ “খুব শক্তভাবে” পথ চলেছে; ছিল “খুব শক্তিশালী", “খুব উদ্যমী” ও “খুব আত্মবিশ্বাসী”।

 

নববর্ষের ঘন্টা বেজে ওঠার সময় বিশ্ব তেমন একটা শান্তিপূর্ণ নয়। ইউক্রেনের সংকট শেষ হয়নি এবং ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধও চলছে। এতে চীন দুঃখ পায়। বিশ্ববাসীর আরো সুন্দর জীবন নিশ্চিত করতে প্রথমে শান্তিপূর্ণ এক পরিবেশের প্রয়োজন। বৈশ্বিক শান্তি বাস্তবায়নে চীনের নানা প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূয়সী প্রশংসা পেয়েছে।

উন্নয়নই সব সমস্যা সমাধানের চাবিকাঠি। বিগত বছরে বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি মন্থর ছিল এবং খাদ্য সংকট, জ্বালানি সংকট, ক্রমবর্ধমান দাম, ইত্যাদি অনেক দেশের মানুষকে প্রচণ্ড চাপে ফেলেছে। বিশ্বের প্রধান অর্থনৈতিক সত্তার মধ্যে, চীনের অর্থনীতি ২০২৩ সালের প্রথম তিন প্রান্তিকে গত বছরের অনুরূপ সময়ের চেয়ে ৫.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীন এখনো বিশ্ব অর্থনীতির বৃহত্তম ইঞ্জিন। ক্যান্টন ফেয়ার, সার্ভিস ট্রেড ফেয়ার এবং চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো... চীন বিশ্বজুড়ে সহযোগিতার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে।

নতুন সূচনায় দাঁড়িয়ে চীন শুধু নিজের কথা নয়, ভাবছে বিশ্ব নিয়েও। ২০২৪ সালে চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে হাতে হাত রেখে চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং অভিন্ন সমৃদ্ধির জন্য কাজ করে যেতে  ইচ্ছুক। (লিলি/আলিম)