নববর্ষে চীনা প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তা
2023-12-31 20:17:47

ডিসেম্বর ৩১: নতুন বছর ২০২৪-এর প্রাক্কালে, সিএমজি এবং ইন্টারনেটের মাধ্যমে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। শুভেচ্ছাবার্তায় তিনি ২০২৩ সালে চীনের অসাধারণ অভিজ্ঞতা ও অর্জিত সাফল্যের কথা উল্লেখ করেন এবং ২০২৪ সালে দেশ ও বিশ্বের সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।

বার্তায় সি বলেন, উষ্ণ ও ব্যস্ত সুন্দর জীবনের প্রতি মানুষের আগ্রহের প্রতিফলন আমরা দেখেছি; একটি প্রাণবন্ত চীন ফুটে উঠেছে সবার চোখের সামনে। চীনের অর্থনীতি স্থিতিশীলভাবে বৃদ্ধি পেয়েছে এবং গুণগত মানসম্পন্ন উন্নয়ন-প্রক্রিয়াও বেগবান হয়েছে; আধুনিকায়নের প্রক্রিয়া হয়েছে আরও সুবিন্যস্ত। এ সময় বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের স্মার্ট ও সবুজ  শিল্পের জন্ম হয়েছে। চীনে খাদ্য উত্পাদন টানা বিশ বছর ধরে বাড়ছে। পরিষ্কার পানি ও সবুজ পাহাড়ের জন্য আমাদের প্রচেষ্টা ছিল আগের যে-কোনো সময়ের চেয়ে ভালো। গ্রামীণ পুনরুজ্জীবনের কাজে নতুন নতুন সাফল্য অর্জিত হয়েছে। সি-৯১৯ বিমানের বাণিজ্যিক ফ্লাইট চালু হয়েছে। দেশে তৈরি বড় আকারের প্রমোদতরী পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে। শেন চৌ মহাকাশযান পরিবার মহাকাশ রিলেতে ব্যস্ত আছে। ‘পরিশ্রম’ নামের গবেষণা-জাহাজ গভীর সমুদ্রে অভিযান সম্পন্ন করেছে। চীন আত্মনির্ভরশীলতার পাহাড়ে আরোহণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, অনেককিছু হালনাগাদ ও উদ্ভাবন করেছে।

সি চিন পিং বলেন, আমরা সাফল্যের সঙ্গে চীন-মধ্য এশিয়া শীর্ষসম্মেলন, তৃতীয় ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরাম আয়োজন করেছি। আমাদের ধারাবাহিক কূটনৈতিক মিশন বিশ্বের বিভিন্ন দেশের বন্ধুদের ভূয়সী প্রশংসা পেয়েছে।

সি আরও বলেন, ২০২৪ সাল হবে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। আমাদের উচিত দৃঢ়ভাবে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বেগবান করতে এবং সম্পূর্ণ, সঠিক ও সার্বিকভাবে নতুন উন্নয়নের চেতনা বাস্তবায়ন করতে অবিচল থাকার পাশাপাশি, নতুন উন্নয়নের কাঠামো দ্রুত গড়ে তোলা, গুণগত মানসম্পন্ন উন্নয়ন বেগবান এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয় সাধন করা।

চীনা প্রেসিডেন্ট বলেন, বিশ্বে যত পরিবর্তনই আসুক না কেন, শান্তিপূর্ণ উন্নয়ন সবসময়ই বিশ্বের মূল সুর। সহযোগিতার মাধ্যমে পারস্পরিক কল্যাণ অর্জন করতে হবে। এ মুহূর্তে রাতের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এবং হাজার হাজার পরিবারে বাতি জ্বলছে। আমরা সবাই একসাথে দেশের সমৃদ্ধি এবং বিশ্বের স্থিতিশীলতা কামনা করি। আমি আশা করি, সবাই সব মৌসুমে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।

(লিলি/আলিম)