‘বড় স্বপ্ন’
2023-12-27 14:26:16

ছেন লি, ১৯৯০ সালের ২৬ জুলাই চীনের কুই চৌ প্রদেশের কুই ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন গীতিকার ও সুরকার। ২০১২ সালে তিনি তাঁর সংগীত ব্যান্ড "দ্য ড্রিমার্স" জিপ্পো হট রক প্রতিযোগিতার শাংহাই ডিভিশন চ্যাম্পিয়ন হন।

২০১৫ সালে ছেন লি’র প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘এভাবে’ প্রকাশিত হয়। সেই বছর তাঁর ব্যক্তিগত একক গান ‘দূরের তারা’ বাজারে আসে। ২০১৬ সালের জানুয়ারি মাসে ছেন লি সে বছরের সবচেয়ে জনপ্রিয় লোকগানের কণ্ঠশিল্পীর মর্যাদা জয় করেন।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন লি’র কণ্ঠে ‘বড় স্বপ্ন’। গানের কথাগুলো এমন: আকাশ-জমিন ম্লান আর আমি তার মাঝে। ঘূর্ণায়মান ধুলোবালি সূর্য ও আকাশকে ঢেকে দেয়। আমার বাম চোখে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে। লাভার জলপ্রপাত। ডান চোখে নীহারিকা মিটমিট করছে। এক মুহূর্তের মধ্যে মহাবিশ্বের জন্ম হয়েছিল। নিমিষেই ধ্বংস হয়ে যায় সে মহাবিশ্ব। গর্জন নদীকে দু’হাতে ধরে রেখেছে। কোথা থেকে আসবে জানি না। দৃষ্টির কোন সীমা নেই।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন লি’র কণ্ঠে ‘আলো’। গানের কথাগুলো এমন: আলো তোমার মুখে পড়ে। বরাবরের মতো মিষ্টি। তোমার ইঞ্চি ইঞ্চি ইচ্ছা পূরণ হয়। শহরটা একটু নোংরা। পথচারীরা তাড়াহুড়া করছে একাকী, ভঙ্গুর, অস্বস্তিকর। এটাই স্বাভাবিক।

তুমি তোমার মাথা নত করো এবং একটি শব্দও উচ্চারণ করবে না। তুমি ধূসর দিকে চলে যাও।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন ছেন লি’র গান ‘খালি’। গানের কথায় বলা হয়, বয়স্ক হওয়া, তোমার আর আমার মধ্যে ব্যবধান। দমকা হাওয়া লাগছে কেন? এখানে পথে এটা আমার স্বপ্ন। এটা আমার জন্য রাখো, সম্পূর্ণ বিশ্রামের স্মৃতি শূন্যতা তৈরি করে, ইচ্ছাগুলো একটি গর্ত তৈরি করে। যেন অসহায় বর্ণনা।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো ছেন লি’র আরেকটি গান, গানের নাম ‘ঘাস’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।