জমজ মেয়ে দল ‘বিওয়াই টু’
2023-12-27 14:27:02

‘বিওয়াই টু’ বড় বোন সুন হান বা মিকো এবং ছোট বোন সুন ইয়ু বা ইউমি’কে নিয়ে গড়ে উঠেছে। জমজদের আসল নাম ছিল বাই ওয়েফেন ও বাই ওয়েলিং। ২০০৭ সালে সুন হান ও সুন ইয়ু মালয়েশিয়ায় অনুষ্ঠিত এক প্রতিভা প্রতিযোগিতায় রানার্স-আপ হন। পরে তারা “Ocean Butterflies Music”-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। ২০০৮ সালের জুলাই ‘বিওয়াই টু’ তাদের প্রথম অ্যালবাম “১৬ বছরের অপ্রাপ্তবয়স্ক” প্রকাশ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন। অ্যালবামে Love ya love ya ‘ভালোবাসি তো ভালোবাসি’সহ মোট ১১টি গান অন্তর্ভূক্ত করা হয়।

২০০৯ সালের ১০ এপ্রিল ‘বিওয়াই টু’ তাদের দ্বিতীয় অ্যালবাম ‘TWINS’ প্রকাশ করেন। এতে মোট ১১টি গান অন্তর্ভূক্ত করা হয়। তাদের জমজ মর্যাদার কারণে অ্যালবামটির নাম এমনভাবে রাখা হয়। রেকর্ড কোম্পানি মনে করে, তরুণ মেয়েদের অনুভূতি ভিন্ন হয়। গান বাছাইয়ের সময় সেটা মনে রাখা হয়। অ্যালবামে ‘সাহস’ নামের গানটি বিওয়াইটু’র দৈনন্দিন জীবন পর্যবেক্ষণ করার পর গীতিকার লিন ইয়ুচৌং রচনা করেন। গানটি চীনা স্টাইলের ও এতে ক্লাসিক্যাল স্বাদ রয়েছে। ‘সাহস’ ছাড়া অ্যালবামে ‘আমি জানি’ গানটিও চীনা ভাষার ঐতিহ্যবাহী ধীর গান। 

 

২০১০ সালের ৯ এপ্রিল বিওয়াইটু তৃতীয় অ্যালবাম coming-of-age ceremony ‘আগমনী অনুষ্ঠান’ প্রকাশ করে। এতে ‘এটাকে ভালোবাসা বলে’সহ মোট ১০টি গান রাখা হয়। ৫ জুন তারা চীনের তাইওয়ানে ‘মজা যোগদান মিনি কনসার্ট’ নামে প্রথম সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। অ্যালবামের মাধ্যমে বিওয়াইটু অল্পবয়সী মেয়ে থেকে ১৮ বছরের অপরিণত তরুণীতে পরিণত হন। সুতরাং অ্যালবামটিকে ‘আগমনী অনুষ্ঠান’ নাম রাখেন। অ্যালবামটিতে বেশ কয়েকজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ অবদান রাখেন। বিশেষ করে ‘মজা যোগদান’ গানটি জেজে লিন চুনচিয়ে তাদের জন্য বিশেষভাবে রচনা করেন। জেজে গানটির র‍্যাপও করেন। 

তৃতীয় অ্যালবাম ‘আগমনী অনুষ্ঠান’ প্রকাশ করার পর শ্রোতাদের প্রস্তাব ও সমালোচনায় বিওয়াইটু আতঙ্কিত ও অসহায় বোধ করে। তারা ব্যাংকক ও ওসাকায় গিয়ে ভ্রমণ করার মাধ্যমে নিজেদের জ্ঞান বাড়ান। পর্যটনে তাদের অনুভূতি তাদের চতুর্থ অ্যালবামে অন্তর্ভূক্ত করেন। অ্যালবামের নাম ’৯০ নাউ’। ৯০ মানে ৯০-এর দশক। তারা সঙ্গীতের মাধ্যমে ৯০-এর দশকে জন্মগ্রহণকারীদের আশাবাদী ও কৌতুকপূর্ণ আত্মা প্রকাশ করতে চান। নাউ মানে এখন। ১৯৯০ সালের পর জন্মগ্রহণ গায়িকা হিসেবে বিওয়াইটু মনে করে, যুগের দায়িত্ব পালন করতে হবে তাদের। 

 

‘এমওয়াই বিনোদন পার্ক’ হলো বিওয়াইটু’র পঞ্চম ম্যান্ডারিন ভাষার অ্যালবাম। এটি ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর প্রকাশিত হয়। আসলে এটি মিকো ও ইউমি’র নামে আদ্যাক্ষর নিয়ে নামটি করা হয়। অ্যালবামে তারা ২১ বয়সী মেয়ের সৌন্দর্য ও আকাঙ্খা প্রদর্শন করেন এবং তাদের বৈশিষ্ট্যময় গায়কীর মাধ্যমে ভালোবাসায় আহত বন্ধুদের সান্ত্বনা দেন। 

গানটি কেমন লেগেছে আপনাদের? নিশ্চয়ই ভাল লেগেছে। প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ আসরের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরেকটি গান শোনাতে চাই। গানের শিরোনাম ‘পিচ ফুল ছিপাও’।  (প্রেমা/রহমান)