বিদেশি সংস্থা ও ব্যক্তির চোখে চীনের অর্থনীতির আগামী বছর
2023-12-25 11:00:28

অনেকগুলো বিদেশি সংস্থা ও ব্যক্তি ২০২৪ সালের চীনের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে তাদের মূল্যায়ন প্রকাশ করেছে। বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান মনে করে, নাগরিকদের আয় বৃদ্ধি, পণ্যভোগ, প্রতিষ্ঠানের আয় এবং অর্থনৈতিক রূপান্তর এগিয়ে যাওয়াসহ কতগুলো সূচকে ইতিবাচক ইঙ্গিত রয়েছে এবং আগামী বছর চীনের অর্থনীতির পুনরুদ্ধার অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যের জেড/ইয়েন পরামর্শ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক ওয়াডেল বলেন, মধ্যপ্রাচ্যের বিনিয়োগ চীনে যাচ্ছে। উপসাগরীয় দেশগুলো মনে করে, চীনের সঙ্গে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা করা তাদের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ। চীন একটি বিরাট অর্থনৈতিক গোষ্ঠী।

সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদপত্রের এক খবর থেকে জানা যায়, সম্প্রতি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)’র প্রেসিডেন্ট উইলি ওয়ালশ জেনেভার সদরদপ্তরে বলেন, তাদের অনুমান, আগামী বছর চীনের বিদেশগামী পর্যটনের চাহিদা অধিকতরভাবে পুনরুদ্ধার হবে। চলতি বছরের শুরুতে চীনের বিদেশগামী পর্যটন আবার শুরু করার পর থেকে খুবই শক্তিশালী পুনরুদ্ধার পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা ভবিষ্যতের ব্যাপারে আমাদের আশাবাদ পোষণ করার কারণ।

ব্রিটেনের ‘ফিনান্সিয়াল নিউজ’ পত্রিকার খবরে জানা গেছে, বিশ্ব খনি শিল্পপ্রতিষ্ঠান রিও টিন্টো গ্রুপ চীনা নির্মাণ শিল্পের পুনরুদ্ধারের সম্ভাবনার প্রতি আস্থাশীল। গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাকব স্টসহোম বলেন, চীনের অবকাঠামো ও গাড়িশিল্প ‘খুবই সমৃদ্ধ’ এবং চাহিদাও শক্তিশালী। তিনি বলেন, বাজার থেকে সেটা বোঝা যায়। তিনি বিশ্বাস করেন, এটা স্বল্পমেয়াদী বিষয় নয়।

যুক্তরাষ্ট্রের ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকার এক খবর থেকে জানা যায়, জার্মানির ভক্সওয়াগেন এজি চীনে তাদের ব্যবসা সম্প্রসারণ করছে। চীন বিশ্বের বৃহত্তম গাড়িবাজার। পাশাপাশি ওই কোম্পানিরও বৃহত্তম বাজার। তাদের লক্ষ্য চীনা ইলেক্ট্রিক গাড়ি নির্মাতাদের গতির সঙ্গে তাল মিলিয়ে চলা।

যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান জেমস ও'ম্যাককিনসের চীন অঞ্চলের চেয়ারম্যান জোসেফ নাগাই জানান, দীর্ঘকাল ধরে প্রত্যক্ষ করার পর তার মধ্যে এ আস্থা তৈরি হয়েছে যে, চীনের অর্থনীতি স্থিতিশীল ও উচ্চমানের বৃদ্ধি বজায় রাখবে। চীনের অর্থনৈতিক পরিবেশ এবং বাজারের সুযোগের ব্যাপারেও আস্থাশীল তিনি।

বহুজাতিক সেবা কোম্পানি প্রাইসওয়াটারহাউস কুপার্স-পিডব্লিউসি’র জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাও কুয়াংবিন মনে করেন, সরকারের বেশ কিছু নীতি ও ব্যবস্থা কার্যকর হওয়া এবং বেসরকারি ও বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় ২০২৪ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি বছরের হারকে অতিক্রম করবে বলে আশা করা যায়।

জেপি মরগান চেজ অ্যান্ড কোম্পানির বিশ্লেষকের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সিএনবিসি নিউজ চ্যানেল জানায়, চীনের অর্থনীতি আগামী বছর পুনরুদ্ধার বজায় রাখবে।

বর্তমানে চীন সরকারের বেশ কিছু নীতি প্রাথমিকভাবে কার্যকর হচ্ছে। বিনিয়োগকারীদের জন্য আগামী বছর আরো বেশি বিনিয়োগ সুযোগ তৈরি হবে। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ফিডেলিটি ইন্টারন্যাশনালের ম্যাক্রো ও কৌশলগত সম্পদ বরাদ্দ বিভাগের প্রধান সালমান আহমেদ এমন কথা বলেন।

একই সময় ইউবিএস সম্পদ ব্যবস্থাপনার হংকং সম্পদ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা হেইডেন ব্রিস্কো বলেন, ইউবিএস চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জ্বালানি খাতের শেয়ারে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে এবং সেখান থেকে লাভের প্রত্যাশা করছে। (প্রেমা/রহমান)