চীনে জায়ান্ট পান্ডা সংরক্ষণব্যবস্থা
2023-12-22 20:18:51

জায়েন্ট পান্ডাকে চীনের জাতীয় সম্পদ হিসেবে আখ্যায়িত করা হয়। চীন সবসময় পান্ডার সংরক্ষণকাজের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং পান্ডা চীন ও বিদেশের মৈত্রীর বিশেষ দূত হিসেবও বড় ভূমিকা পালন করে। চীনের পান্ডা সংরক্ষণের কাজের অসাধারণ ৬০টি বছর পার হয়ে গেছে। পান্ডা ইতোমধ্যে বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকা থেকে বের হয়েছে। চীনের পান্ডা সংরক্ষণের অভিজ্ঞতা বিশ্বের জীববৈচিত্র্য সংরক্ষণকাজের সফল উদাহরণও বটে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বর্তমানে চীনের পান্ডা সংরক্ষনব্যবস্থা।

 

সিছুয়ান প্রদেশ, দক্ষিণ-পশ্চিম চীনের জায়ান্ট পান্ডার আদি নিবাস। জায়ান্ট পান্ডা প্রজননের ছেংতু গবেষণা বেস অনুসারে, ২০১২ সাল থেকে মোট ১১টি বন্দী পান্ডাকে বনে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে ৯টি বেঁচে আছে। ছেংতুতে চীনের ন্যাশনাল জায়ান্ট পান্ডা কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ২০১২ সালের অক্টোবরে সিছুয়ানে প্রথম বন্দী পান্ডা, দুই বছর বয়সী তাও তাওকে ছেড়ে দেয়।

 

ছেংতু ঘাঁটির প্রাণী সুরক্ষা ও গবেষণা বিভাগের সহকারী গবেষক মা রুই বলেন: "এখন চীনের ৭০ শতাংশেরও বেশি জায়ান্ট পান্ডা ছোট আঞ্চলিক জনসংখ্যা সৃষ্টি করেছে। এই জনসংখ্যার প্রায় ৩৩টি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। আমরা এই আঞ্চলিক জনসংখ্যার স্বল্পতার সমস্যা সমাধানে বন্দিদশায় জন্ম নেওয়া জায়ান্ট পান্ডাদের পুনরায় প্রজনন ঘটাই, যাতে জেনেটিক বৈচিত্র্য অর্জন করা যায় এবং এই জনসংখ্যা বাড়ানো যায়।”

 

বন্য পান্ডার সংখ্যা পুনরুদ্ধার করা জায়ান্ট পান্ডা সংরক্ষণের চূড়ান্ত লক্ষ্য। চীনে এই মূল্যবান প্রাণী প্রজাতির বন্য জনসংখ্যা ১১১৪টি  থেকে বেড়ে এখন ১৮৬৪-এ দাঁড়িয়েছে।

 

ঝাং মিংছুন, ন্যাশনাল জায়ান্ট পান্ডা কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের ফিল্ড ইকোলজি স্টাডিজের প্রধান বলেন: "আমাদের পরবর্তী কাজের পরিকল্পনা হল, এই পান্ডাদের সন্তানসন্ততি আছে কিনা এবং পুনঃপ্রবর্তন প্রোগ্রাম স্থানীয় পান্ডা জনসংখ্যার সম্প্রসারণকে ঠেলে দিয়েছে কিনা, তা যাচাই করার জন্য অ-ধ্বংসাত্মক পদ্ধতির মাধ্যমে রিলিজ সাইটগুলোতে প্রচুর পরিমাণে ডিএনএ নমুনা সংগ্রহ করা।"

 

দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশ মূল্যবান প্রাণীটিকে আরও ভালোভাবে রক্ষা করার জন্য গত দুই বছরে জায়ান্ট পান্ডাগুলোর আবাসস্থলগুলোকে প্রসারিত করার চেষ্টা করছে।

 

প্রজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজার্ভ হিসাবে, সিছুয়ান দুই বছর আগে চীনের জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্কের ২৭১৩৪ বর্গ-কিলোমিটারের মোট এলাকার ৮০ শতাংশ দাবি করে। সিছুয়ান, শায়ানসি এবং কানসু এই তিনটি প্রদেশে বিস্তৃত এই পার্কটি চীনের প্রথম জাতীয় উদ্যানগুলোর মধ্যে একটি, যা একটি একক প্রাণীর প্রজাতিতে মনোনিবেশ করেছে।

 

তবুও জরিপগুলো থেকে দেখা যায় যে, খণ্ডিত ও বিচ্ছিন্ন জায়ান্ট পান্ডার বাসস্থানগুলো সিছুয়ানের জায়ান্ট পান্ডাকে ৩৩টি স্থানীয় জনগোষ্ঠীতে বিভক্ত করেছে, যার মধ্যে ২৫টি স্বল্প জনসংখ্যার কারণে বিলুপ্তির ঝুঁকিতে ছিল। তাই এই বাসস্থানগুলোকে সংযুক্ত করা খুব গুরুত্বপূর্ণ।

 

প্রাদেশিক রাজধানী ছেংতুর লংছুয়ানই এলাকায়, স্থানীয় কর্তৃপক্ষ জায়ান্ট পান্ডা পার্কের উন্নয়নকাজকে জাতীয বন উদ্যানের সাথে একত্রিত করেছে এবং বনায়নের মাধ্যমে বিরল ও মূল্যবান বন্যপ্রাণীর সংযুক্ত আবাসস্থল পুনরুদ্ধার করেছে; গত পাঁচ বছরে প্রায় ৪০০০ হেক্টর গাছ লাগানো হয়েছে। .

 

লংছুয়ানই এলাকার বন ব্যবস্থাপনা কমিটির ব্যবসায়িক বিভাগের প্রধান লান চেং ইয়ুং বলেন, "আমরা আঞ্চলিক পরিবেশগত গাছপালা কভারেজ ১০ শতাংশ বৃদ্ধি করেছি, একটি জীববৈচিত্র্য সুরক্ষা নেটওয়ার্ক তৈরি করেছি, এইভাবে আবাসস্থলগুলোর সম্পূর্ণ সংযোগের নিশ্চয়তা প্রদান করেছি।"

 

এদিকে সিছুয়ানের মিয়ানইয়াং শহরে, যেখানে বন্য জায়ান্ট পান্ডা জাতীয় মোট সংখ্যার প্রায় এক চতুর্থাংশ, ২৬.৫৬ বর্গকিলোমিটার এলাকাজুড়ে একটি জায়ান্ট পান্ডা বাসস্থান বিভিন্ন পরিবেশগত করিডোরসহ পুনরুদ্ধার করা হয়েছে।

 

আরেকটি খুশির ব্যাপার হল, চীনের ন্যাশনাল জায়ান্ট পান্ডা সংরক্ষণ ও গবেষণাকেন্দ্র সম্প্রতি উদ্বোধন করা হয়েছে, যার লক্ষ্য গবেষণা, সহযোগিতা ও মূল্যবান প্রজাতির বিনিময়ের জন্য একটি বিশ্ব-মানের প্ল্যাটফর্ম তৈরি করা।

 

কেন্দ্রটি চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ফর দা জায়ান্ট পান্ডা (CCRGP) এবং ছেংতু রিসার্চ বেস অফ জায়ান্ট পান্ডা ব্রিডিং (CRBGPB) এর সংস্থানগুলোকে একত্রিত করে, সারা দেশ থেকে অসামান্য জায়ান্ট পান্ডা গবেষণাদলগুলোকে একত্রিত করে এটি প্রতিষ্ঠিত হয়।

 

কর্মকর্তারা বলছেন, এটি আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় এবং বৈজ্ঞানিক সহযোগিতা প্রচারের জন্য অন্যান্য ইভেন্টের সাথে প্রতি দুই বছরে একটি বিশাল পান্ডা সুরক্ষা ফোরামও আয়োজন করবে।

 

প্রাণী সুরক্ষা গবেষণা বিভাগের গবেষক লিউ ইয়ু লিয়াং বলেন,  "জাতীয় জায়ান্ট পান্ডা সংরক্ষণ ও গবেষণাকেন্দ্র একটি বিশ্বমানের প্ল্যাটফর্মে পরিণত হতে চলেছে, যা দেশীয় ও আন্তর্জাতিকভাবে বৈজ্ঞানিক প্রচেষ্টায় সহযোগিতা বৃদ্ধি করবে।  এটি জায়ান্ট পান্ডা প্রজনন এবং বন্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে।

 

ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের মতে, সামনের দিকে তাকিয়ে, কেন্দ্রটি একটি মূল জায়ান্ট পান্ডা পরীক্ষাগার তৈরি করবে এবং অন্যান্য বিপন্ন প্রাণীদের জন্য অনুরূপ পরীক্ষাগার স্থাপনের প্রচার করবে বলে আশা করা হচ্ছে।

 

লিউ বলেন, "সম্মিলিত প্রচেষ্টায় এখন বৈজ্ঞানিক গবেষণার মূল বিষয়গুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে, উল্লেখযোগ্য অগ্রগতি আরও বিস্তৃতভাবে প্রয়োগ করা হচ্ছে, যার মধ্যে জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্ক ও অন্যান্য পান্ডা সংরক্ষণ প্রতিষ্ঠান রয়েছে।"

 

স্থানীয় ও জাতীয় কর্তৃপক্ষের কাছ থেকে ১১০ মিলিয়ন ইউয়ান মূলধন দিয়ে শুরু করে, কেন্দ্রটি আরও গবেষণার লক্ষ্য অনুসরণ করার জন্য পর্যাপ্ত সংস্থানগুলোতে অ্যাক্সেস পাবে। ইতিমধ্যেই, বন্য জায়ান্ট পান্ডার সংখ্যা ও জাতীয় উদ্যানগুলোতে আবাসস্থল রক্ষা এবং জেনেটিক বৈচিত্র্যের উন্নতির জন্য দুটি বড় প্রকল্প কেন্দ্রের আওতায় শুরু হয়েছে। (শুয়েই/আলিম)