লাই বিন'র আখক্ষেত
গত ১৯ ও ২০ ডিসেম্বর চীনের কেন্দ্রীয় গ্রাম কর্সসভা বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসভার আগে চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির অধিবেশন কর্মসভাটি সুন্দরভাবে আয়োজন এবং ‘কৃষি, কৃষক ও গ্রাম’ সম্পর্কিত কাজের সুষ্ঠু ব্যবস্থাপনার নির্দেশনা দেয়।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দল ও দেশের উন্নয়ন কৌশলের দিক থেকে ‘কৃষি, কৃষক ও গ্রাম’ সম্পর্কিত কাজের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে বলেন, “চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বেগবান করতে চাইলে নিরলসভাবে কৃষি-ভিত্তি জোরদার করার মাধ্যমে সার্বিকভাবে গ্রামীণ পুনরুজ্জীবনকে বেগবান করতে হবে।”
চীনে প্রায় ২০ কোটি মানুষ কৃষির সঙ্গে জড়িত আর গ্রামে বাস করে প্রায় ৫০ কোটি মানুষ। ‘কৃষি, কৃষক ও গ্রাম’ সম্পর্কিত কাজ রাষ্ট্রীয় প্রশাসন ও গণজীবিকার সঙ্গে যুক্ত মূল বিষয়।
চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের যাত্রায় গ্রামীণ আধুনিকায়ন কীভাবে বেগবান করা যায়?
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, “সার্বিক গ্রামীণ পুনরুজ্জীবনকে নতুন যুগ ও নতুন যাত্রায় ‘কৃষি, কৃষক ও গ্রাম’ সম্পর্কিত কাজের প্রধান বিষয় হিসেবে গণ্য করতে হবে। সহস্রাধিক প্রকল্পের অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা নেওয়া উচিত। অঞ্চলভেদে ভিন্ন নীতি প্রবর্তন করা উচিত। জনগণের জন্য কল্যাণ সৃষ্টিকারী বেশ কিছু প্রকল্প চালু করার জন্য শক্তি প্রয়োগ করতে হবে।”
সহস্রাধিক প্রকল্প মানে হাজারেরও বেশি গ্রামকে দৃষ্টান্ত বানানো এবং ১০ হাজারের বেশি গ্রামকে সংস্কার করা। এটি ২০০৩ সালে চে চিয়াং প্রদেশে কর্মরত থাকাকালে সি চিন পিংয়ের নিজের তৈরি করা একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়নের ২০ বছরে গ্রামাঞ্চলে থাকার পরিবেশ সংস্কার, সার্বিকভাবে গ্রামীণ পুনরুজ্জীন এবং সুন্দর চীন গঠনের জন্য একটি বৈজ্ঞানিক পথ অনুসন্ধান করা হয়েছে। এ প্রকল্পের চেতনায় সারা চীনে চে চিয়াংয়ের মতো কাজ চালানো হয় এমন নয়; বরং স্থানীয় অবস্থা অনুযায়ী আঞ্চলিক সুবিধাকে উন্নয়নের সুবিধায় রূপান্তরিত করে শিল্পের সমৃদ্ধির পাশাপাশি জনগণের সমৃদ্ধি অর্জনের চেষ্টা করা হয়।
কুয়াং সি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লাই বিন শহরের সিং বিন অঞ্চলের ফেং হুয়াং উপজেলায় বিশাল আখক্ষেতে সীমানা দেখা যায় না। এটি লাই বিন শহরের জাতীয় পর্যায়ের একটি আধুনিক শিল্পউদ্যোন, যার আয়তন ৮৬৭ হেক্টর। গত ১৪ ডিসেম্বর কুয়াং সি অঞ্চল পরির্দশনের সময় সি চিন পিং এখানে এসে খোঁজ-খবর নেন। এ কৃষিক্ষেত্রে ব্যবহৃত আখ সংগ্রহের সরঞ্জাম দিনে ১৮০ টন থেকে ২০০টন আখ তুলতে সক্ষম, যা ১৮০ শ্রমিকের কর্মদক্ষতার সমান। প্রেসিডেন্ট সি তাঁর ভূয়সী প্রশংসা করেন।
ফেং হুয়াং উপজেলার একটি চিনি প্রক্রিয়াকরণ শিল্পে সি চিন পিং চিনি তৈরি করার নানান কৌশল ও প্রক্রিয়া সম্পর্কে জানেন।
কুয়াং সি অঞ্চলে আখ চাষের উপযোগী ভৌগলিক পরিবেশ ও আবহাওয়া রয়েছে। আখ চাষের আওতাধীন জমির পরিমাণ এবং চিনি উত্পাদনের পরিমাণের দিক থেকে টানা ৩২টি আখ মৌসুমে সারা চীনের শীর্ষে রয়েছে কুয়াং সি। এটি চীনের চিনি নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ।
প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, “আমি বিভিন্ন স্থান পরিদর্শন করার সময় সেখানকার প্রতীকী পণ্য দেখতে চাই। লাই বিন শহরে আখ প্রতীকময়। এখানে আখ চাষের আওতাধীন জমির পরিমাণ এবং উন্নয়ন অবকাঠামো দেখে আমি খুব সন্তুষ্ট ও আস্থাবান।”
তিনি আরও বলেন, “উন্নয়ন ও নিরাপত্তার সঙ্গে কৃষি উত্পাদনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চাষের আওতাধীন জমির পরিমাণে স্থিতিশীলতা বজায় রাখতে হবে। প্রজাতি ও প্রযুক্তিও উন্নীত করতে হবে। এ সুবিধাজনক পণ্যকে শক্তিশালী ও বড় করতে হবে। দেশ আপনাদের সমর্থন করে। আপনারাও এ কাজ ভালো করে এগিয়ে নিয়ে যাবেন, যাতে সবার জন্য মিষ্টি সহজলভ্য করা যায়।”
কৃষি ও গ্রামের বৈশিষ্ট্যময় সম্পদ গ্রামীণ শিল্প উন্নয়নের নির্ণায়ক। তাই স্থানভেদে ভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে, যা কার্যকর ও ফলপ্রসূ হয়।
২২ ডিসেম্বর, ২০২৩
চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি থেকে ওয়াং তান হোং রুবি