‘সাদা প্রেমিক’
2023-12-21 10:00:05

 

আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন গায়ক ও অভিনেতার  সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ইয়ৌ হোং মিং। তার প্রেমের গান চীনের বেশ জনপ্রিয়, তাই তার ‘প্রেমের গানের রাজার’ খ্যাতি আছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন ইয়ৌ হোং মিংয়ের একটি সুন্দর গান ‘সাদা প্রেমিক’।গান ১

 

ইয়ৌ হোং মিং ১৯৬৮ সালে তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। ছোট থেকে তিনি সংগীত খুব পছন্দ করতেন। মাধ্যমিক স্কুলের সময়ে তিনি নিজে গিটার বাজানো শিখেছেন। পরে বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। স্কুলে তার পারফর্মেন্স বেশ জনপ্রিয়, তার সহপাঠীরা ভাবতেন যে, তিনি গায়ক হবেন। তবে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর ইয়ৌ হোং মিং গায়ক হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলন না। তাই তিনি একটি বিজ্ঞাপন কোম্পানিতে যোগ দেন। তবে, সংগীত খুব পছন্দ করায় তিনি রাতে বারে পারফর্ম করেন। তার সংগীতজীবন বার থেকে শুরু হয়।গান ২

 

বারে গান গাওয়ার সময়ে ইয়ৌ হোং মিং অন্যান্য কয়েকজন মানুষের ঘনিষ্ঠ বন্ধু হন। তারপর সব বিখ্যাত গায়ক ও সংগীত প্রযোজক হয়েছেন। তাদের পারফরমেন্স এক সময় বেশ জনপ্রিয় হয়। এজন্য ইয়ৌ হোং মিংও পেশাদার গায়ক হওয়ার সুযোগ পেয়েছেন। ১৯৯৩ সালে তার প্রথম অ্যালবাম মুক্তি পায়। এর মধ্যে অনেক গান তার বন্ধু তার জন্য রচনা করেছেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামের একটি সুন্দর গান ‘তোমাকে জানানোর জন্য অপেক্ষা করতে পারি না’।গান ৩

 

১৯৯৪ সালে ইয়ৌ হোং মিং নতুন অ্যালবাম ‘একজনকে ভালোবেসেছি’ প্রকাশ করেন। এই অ্যালবাম দারুণ সাফল্য অর্জন করে। অ্যালবামের প্রধান গান ‘যে মানুষ আমাকে ভালোবাসে ও আমার ভালোবাসার মানুষ’ অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে, পরে গানটি সেই বছর তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় এবং ইয়ৌ হোং মিংয়ের প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। বন্ধুরা, এখন ইয়ৌ হোং মিংয়ের গান ‘যে মানুষ আমাকে ভালোবাসে ও আমার ভালোবাসার মানুষ’ শুনুন।গান ৪

 

‘একজনকে ভালোবেসেছি’ এই অ্যালবামের পর ইয়ৌ হোং মিং অনেক জনপ্রিয় হন। পরে প্রকাশিত অ্যালবাম কয়েকবার বিক্রির তালিকায় প্রথম স্থান দখল করে। বন্ধুরা, এখন আমরা শুনবো তাঁর ১৯৯৮ সালে প্রকাশিত একটি জনপ্রিয় ‘এক দিন যেন দশ হাজার বছর’ গানটি। এই গানে লেখা হয়, প্রিয় মানুষ কাছে না থাকলে একদিন যেন দশ হাজার বছর মনে হয়। তার কোমল কণ্ঠে সুন্দরভাবে প্রেমে পড়া মানুষের গভীর মিস করার অনুভূতি প্রকাশিত হয়। গানটি অনেকের একই অনুভূতি সৃষ্টি করে। এই গানের জন্য ইয়ৌ হোং মিং তাইওয়ানের গোল্ডেন সুর অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ সুরকার পুরস্কার পান। বন্ধুরা, এখন এই সুন্দর গান ‘এক দিন যেন দশ হাজার বছর’ শুনুন।গান ৫

 

বন্ধুরা, এবার আমরা শুনবো ইয়ৌ হোং মিংয়ের ‘সিয়া শা’। গানটি ২০০০ সালে মুক্তি পায়। যা একটি দুঃখময় প্রেমের গান। গানে তিনি প্রেমকে মরুভূমির সঙ্গে তুলনা করেন। মরুভূমি অনেক সুন্দর, বিপদও লুকিয়ে থাকে। তবে এর সৌন্দর্য সবসময় মানুষকে আকর্ষণ করে, কেউ আহতও হতে পারে। এটাই মরুভূমি ও প্রেমের মনোহরণ। গানটি মুক্তির পরপরই বেশ জনপ্রিয় হয় এবং তাইওয়ানের বার্ষিক সবচেয়ে জনপ্রিয় ও শ্রেষ্ঠ গানের পুরস্কার পায়। বন্ধুরা, এখন ইয়ৌ হোং মিংয়ের এই সুন্দর গান ‘সিয়া শা’ শুনুন।গান ৬

 

নিজে গান গাওয়ার পাশাপাশি ইয়ৌ হোং মিং অন্যান্য অনেক গায়ক গায়িকার জন্য গান রচনা করেছেন। এর মধ্যে অনেক গানও বেশ জনপ্রিয় হয়েছে। ২০১৪ সালে ইয়ৌ হোং মিংয়ের ভোকাল কর্ডে গুরুতর সমস্যা দেখা দেয়। এক বছর চিকিত্সা পর তা ভালো হয়। এরপর ইয়ৌ হোং মিং কম গান গাইতে থাকেন আর প্রযোজকের কাজ করতে শুরু করেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ইয়ৌ হোং মিংয়ের আরেকটি সুন্দর গান ‘কবির অশ্রু’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।