‘পিকিং ম্যান: মানবতার শেষ রহস্য’ শীর্ষক প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো হলো ইউনিস্কোর সদরদপ্তরে
2023-12-21 17:03:11

ডিসেম্বর ২১: চায়না মিডিয়া গ্রুপ, ফ্রান্সের জাতীয় টেলিভিশন গ্রুপ এবং ফ্রান্স ১০.৭ প্রোডাকশন কোম্পানি’র যৌথ উদ্যোগে নির্মিত ‘পিকিং ম্যান: মানবতার শেষ রহস্য’ শীর্ষক প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো গতকাল (বুধবার) সন্ধ্যায় ইউনিস্কোর সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে।

চীনের কেন্দ্রীয় উপপ্রচারমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং ভিডিওর মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ইউনেস্কোর উপমহাপরিচালক ছু সিং এবং এ প্রামাণ্যচিত্রের ফরাসি প্রযোজনা সংস্থা এলভিএমএইচ গ্রুপের বোর্ড-সদস্য অ্যান্টোইন আর্নল্ট, পরিচালক জ্যাক মালাটেরেসহ বেশ কজন অতিথি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দু’দেশের সংস্কৃতি ও প্রযুক্তি মহলের ৭০০জনেরও বেশি অতিথি এতে অংশ নেন।

শেন হাই সিয়োং তার বক্তব্যে বলেন, ‘পিকিং ম্যান: মানবতার শেষ রহস্য’ প্রামাণ্যচিত্রে মানবজাতির ২০ লাখ বছরের বিবর্তনের ইতিহাস প্রদর্শিত হয়েছে। এতে পূর্ব এ ভূমিতে একটির পর একটি বিস্ময়কর গল্প বর্ণনা করা হয়েছে। এ প্রামাণ্যচিত্রে যে থিম প্রদর্শিত হয়েছে, তাতে দেখা যায়, মানবজাতি অতীত থেকে এ পর্যন্ত অভিন্ন কল্যাণের কমিউনিটি, সত্যতার প্রতিটি অগ্রগতি মানুষের মধ্যকার তথ্য ও জ্ঞানের প্রেরণা, আদান-প্রদান ও একে অপর থেকে অভিজ্ঞতা নেয়।”

তিনি বলেন, “চায়না মিডিয়া গ্রুপ বরাবরই চীন ও বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক শিল্পকর্ম প্রচার করে আসছে। আমরা বিশ্বাস করি, বিশ্বের বৈচিত্র্যময় সাংস্কৃতিক উন্নয়ন রক্ষা ও বেগবান করা হলো মানবজাতির সভ্যতার বৈচিত্র্য ও প্রাণশক্তি বজায় রাখার চাবিকাঠি। ২০২৪ সাল হবে চীন-ফ্রান্স কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০ বছর বার্ষিকী। প্যারিস অলিম্পিক গেমসও দেশটিতে অনুষ্ঠিত হবে। চায়না মিডিয়া গ্রুপ ফ্রান্সের সংস্কৃতি, ক্রীড়া ও সাংবাদিকতা মহলের ব্যক্তিদের সঙ্গে যৌথভাবে ‘বেইজিং থেকে প্যারিস: চীন-ফ্রান্স অলিম্পিকের যাত্রা’সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। আমরা সকলের সাথে অব্যাহতভাবে সহযোগিতা চালিয়ে মানবজাতির অভিন্ন কল্যাণের কমিউনিটি গঠনের প্রত্যাশা করি।”

ইউনেস্কর উপমহাপরিচালক ছু সিং বলেন, “আজ সন্ধ্যায় আমরা ৮ লাখ বছরের এক যাত্রা উপভোগ করছি। ‘পিকিং ম্যান: মানবতার শেষ রহস্য’ শীর্ষক প্রামাণ্যচিত্র বিশ্ববাসীদের কাছে প্রমাণ করে যে, আমাদের মানবজাতির উত্পত্তি বিচ্ছিন্ন নয়, বরং একে অপরের সঙ্গে যুক্ত ও নির্ভরশীল। ইউনেস্কো যে ‘পিকিং ম্যান: মানবতার শেষ রহস্য’ শীর্ষক প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শোর আয়োজন করেছে, সেটা চৌখৌথিয়ান ধ্বংসাবশেষসহ নানা বিশ্ব ঐতিহ্য প্রচারের প্রচেষ্টা।”

প্রামাণ্যচিত্রের পরিচালক জ্যাক মালাটেরে সিএমজিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, “চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে এবারের সহযোগিতা খুব আনন্দময় ও সফল হয়েছে। এটি দু’দেশের সংশ্লিষ্ট দলগুলোর আন্তরিক সহযোগিতার সুফল। ২০২৪ সাল হবে ফ্রান্স-চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। এটি দু’দেশের সাংস্কৃতিক আদান-প্রদান ও দ্বিপাক্ষিক মৈত্রী জোরদারের ভালো সুযোগ সৃষ্টি করবে। আমাদের উচিত এ সুযোগ কাজে লাগিয়ে চলচ্চিত্র ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রের সহযোগিতা, আদান-প্রদান ও ভাগাভাগি জোরদার করা।”

চীন ও ফ্রান্সের সর্বশেষ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পদ্ধতিতে এশিয়ার হোমো ইরেক্টাস ‘পিকিং ম্যান’র প্রাগৈতিহাসিক গল্প প্রদর্শিত হয়েছে ‘পিকিং ম্যান: মানবতার শেষ রহস্য’ শীর্ষক প্রামাণ্যচিত্রে। এটিই প্রথম ডকুমেন্টারি ফিল্ম যাতে পূর্ব এশিয়ার প্রাচীন মানুষের বিবর্তনের ঐতিহাসিক কাহিনী বিবৃত হয়েছে। এ চলচ্চিত্রটি আগামী ২০২৪ সালে চায়না মিডিয়া গ্রুপের চ্যানেল এবং ফরাসি ন্যাশনাল টেলিভিশন – এই দুই চ্যানেলে প্রচারিত হবে। (রুবি/রহমান)