‘দ্য লাইফ জার্নি’
2023-12-20 14:24:25

‘দ্য লাইফ জার্নি’ চীনের মূল-ভূখণ্ডের একটি রক ব্যান্ড। প্রধান গায়ক খোং ইছান, বেইস বাদক হুয়াং জিচুনকীবোর্ডিস্ট ওয়ে ওয়ে এবং ড্রামার স্যুই বিয়াও - এ চারজনকে নিয়ে গঠিত ব্যান্ডটি। ‘দ্য লাইফ জার্নি’ ১৯৯৯ সালের ১ অক্টোবর কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউচৌ শহরে প্রতিষ্ঠিত হয়। এর আগের নাম ছিল ছায়া ব্যান্ড। ২০০০ সালের ফেব্রুয়ারি তারা ব্যান্ডটির প্রথম গান ‘Don't worry,I love u shadows’ সৃষ্টি করে এবং ২০০৩ সালের আগস্টে ব্যান্ডটি প্রথম বিশেষ শ্যাডো পার্টি আয়োজন করে। ২০০৫ সালের মার্চ মাসে তারা বেইজিংয়ে ‘The Story of Sun and I’ নামক গান রেকর্ড করে। তারপর মর্ডান স্কাই’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখে।

২০০৮ সালের মে মাসে ‘দ্য লাইফ জার্নি’ তাদের প্রথম অ্যালবাম ‘Life Journey’ প্রকাশ করে। জুন মাসে বেইজিংয়ে তারা ‘আমাদের একটি ঘর ভবিষ্যতে আছে’ শিরোনামে প্রথম অ্যালবাম-প্রকাশ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। এতে তারা অ্যালবামে অন্তর্ভূক্ত সব কটি গান পরিবেশন করেন। আগস্টে ব্যান্ডটি সারা দেশে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান আয়োজন শুরু করে। ২০০৯ সালের এপ্রিল ‘দ্য লাইফ জার্নি’ ব্যান্ডটি ইপি অ্যালবাম ‘তোমার খাওয়ার জন্য অপেক্ষা করি’ প্রকাশ করে। পরে নবম সঙ্গীত চার্ট বার্ষিক অনুষ্ঠানে সেরা নতুন রক শিল্পী পুরষ্কার জেতেন। 

 

২০১১ সালের ২৮ জুন ব্যান্ড ‘দ্য লাইফ জার্নি’ তাদের দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করে। অ্যালবামের নাম ‘Wonderful Day’। আসলে নতুন অ্যালবাম প্রকাশ করার আগে ২০১০ সালের মার্চ মাসে ব্যান্ডটি পর পর ‘শিয়াও নান’ ও ‘Marry’ দু’টো একক গান প্রকাশ করে। এর মধ্যে ‘Marry’ নামক গানটিকে দ্বিতীয় অ্যালবামে অন্তর্ভূক্ত করা হয়। ২০১১ সালের ৬ অক্টোবর ব্যান্ডটি দ্বিতীয় গোল্ড সাউন্ড ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে সেরা বিদেশি সঙ্গীত পুরস্কার তালিকায় প্রবেশ করে। 

 

২০১২ সালের আগস্ট মাসে সঙ্গীত দলটি একক গান ‘বেইজিংয়ের গ্রীষ্মের রাত’ প্রকাশ করে। ২০১৩ সালের ১৪ এপ্রিল ১৩তম টপ চাইনিজ মিউজিক অ্যাওয়ার্ডসে ব্যান্ডটি ‘সেরা রক ব্যান্ড’ পুরষ্কার জেতে। পাশাপাশি তাদের ‘বেইজিংয়ের গ্রীষ্মের রাত’ গানটি ‘সেরা রক গান’ হিসাবে পুরষ্কার জেতে। একই বছরের ২৭ ডিসেম্বর ব্যান্ডটি নতুন অ্যালবাম ‘তাই গান গাওয়া বন্ধ করে দিলাম’ প্রকাশ করে। ‘বেইজিংয়ের গ্রীষ্মের রাত’ গানটিও নতুন অ্যালবামে রাখা হয়। তাহলে বন্ধুরা, এখন অবশ্যই আমি ‘তাই গান গাওয়া বন্ধ করে দিলাম’ অ্যালবামের শিরোনাম গান আপনাদেরকে শোনাবো। সঙ্গে সঙ্গে শোনাবো ‘বেইজিংযের গ্রীষ্মের রাত’ গানটি। 

‘সবসময় সেখানে থাকবে’ হলো ২০১৭ সালের ৬ জুলাই ‘দ্য লাইফ জার্নি’ ব্যান্ড-প্রকাশিত একটি অ্যালবাম। এতে মোট ৮টি গান অন্তর্ভূক্ত করা হয়। ব্যান্ডটি নিজেই অ্যালবামের প্রযোজক। প্রধান গায়ক খোং ইছান মনে করেন, যদিও সদস্যদের প্রত্যেকের বয়স প্রায় ৩০ বছর, বিভিন্ন ধরনের সমস্যা তাদের সঙ্গে সঙ্গে আসে। তবুও দৃঢ়তা, স্বপ্ন ও একে অপরকে গভীর ভালোবাসা মানুষ সঙ্গে থাকার কারণে সবাই ‘সবসময় সেখানে থাকবে’। তারা বিশ্বাস করেন, সমস্যা সমাধান করা যাবে। এ অ্যালবামের মধ্য দিয়ে ব্যান্ডটি ভালোবাসা ও প্রত্যাশা প্রকাশ করতে চায়। সুতরাং তারা উপহার হিসাবে শ্রোতাদের অ্যালবামটি দিতে চায়। 


(প্রেমা/রহমান)