চীনা প্রেসিডেন্টের কুয়াংসি পরিদর্শন
2023-12-18 15:01:56

ডিসেম্বর ১৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গত সপ্তাহান্তে ভিয়েতনাম সফর শেষ করে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল পরিদর্শন করেন। এ সময় তিনি একটি প্রতিষ্ঠান ও একটি আবাসিক এলাকা ঘুরে দেখেন।

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র অষ্টাদশ জাতীয় প্রতিনিধি সম্মেলনের পর, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং তিন বার কুয়াংসি পরিদর্শন করেন। তার প্রতিটি পরিদর্শন ছিল তাত্পর্যপূর্ণ। ২০১৭ সালে তার কুয়াংসি পরিদর্শনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল সিপিসি’র ১৯তম জাতীয় কংগ্রেসের জন্য তৃণমূল কর্মী ও জনগণের পরামর্শ ও প্রত্যাশা সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া। চীনের ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা’ বাস্তবায়নের প্রথম বছর এবং সিপিসি’র প্রতিষ্ঠার শতবার্ষিকীতে, ২০২১ সালে সি চিন পিং আবার কুয়াংসি পরিদর্শন করেন। এবার তার উদ্দেশ্য ছিল অর্থনীতির উচ্চমানের উন্নয়ন ও গ্রাম পুনরুজ্জীবনের অবস্থা সরেজমিন দেখা। আর, এবারের পরিদর্শন কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মসম্মেলন আয়োজনের পর সি চিন পিংয়ের প্রথম দেশের কোনো অঞ্চল পরিদর্শন।

গত বৃহস্পতিবার সি চিন পিং চীন-আসিয়ান তথ্যবন্দর কোম্পানি পরিদর্শন করেন। তার এবারের ফোকাস ছিল চীন-আসিয়ান আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এবং তথ্যপ্রযুক্তির নির্মাণ ও ব্যবহার। চীন বরাবরই আসিয়ানকে কূটনীতিতে অগ্রাধিকার দিয়ে এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের  গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে বিবেচনা করে আসছে। কুয়াংসি হলো আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে চীনের যোগাযোগ ও সহযোগিতার সীমান্ত ও গুরুত্বপূর্ণ জানালা। পেইপু উপসাগর ১১টি দেশকে সংযুক্ত করেছে। এটি আসিয়ানমুখী উন্মুক্তকরণে কুয়াংসির বিশেষ সুবিধা প্রকাশ করে। ২০১৫ সালে চীন ও আসিয়ান যৌথভাবে চীন-আসিয়ান তথ্যবন্দরের নির্মাণকাজ শুরু করে। এর লক্ষ্য হলো, কুয়াংসির সাথে একটি চীন-আসিয়ান তথ্য ও যোগাযোগকেন্দ্র গঠন করা এবং যৌথভাবে চীন-আসিয়ান ‘ডিজিটাল রেশমপথ’ গড়ে তোলা।

সদ্যসমাপ্ত কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মসম্মেলনে ‘উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণ এগিয়ে নেওয়াকে’ আগামী বছরের অর্থনৈতিক নয়টি গুরুত্বপূর্ণ কাজের একটি হিসেবে চিহ্নিত করা হয়। সম্মেলনে বৈদেশিক বাণিজ্যের নতুন চালিকাশক্তি সৃষ্টি ত্বরান্বিত করা, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগের ভিত্তি জোরদার করা, পরিষেবা বাণিজ্যের মান বাড়ানো, ডিজিটাল বাণিজ্য ও অন্তঃদেশীয় ই-কমার্স উন্নয়নের দিক-নির্দেশনা দেওয়া হয়।

একই দিন সি চিন পিং কুয়াংসি’র রাজধানী নাননিং শহরের লিয়াংছিং ডিস্ট্রিক্টের ফানলং আবাসিক এলাকা পরিদর্শন করেন। আবাসিক এলাকাটি ২০১৭ সালের জুন মাসে নির্মিত হয়। আবাসিক এলাকাটি চীনের কুয়াংসি অবাধ পরীক্ষামূলক এলাকার নাননিং শাখা এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত এবং আয়তন ৫.৮ বর্গকিলোমিটার। এর জনসংখ্যা ৬৮ হাজার ২০০। আবাসিক এলাকাতে বহু জাতির মানুষের বাস। এখানে হান, চুয়াং, ইয়াও ও ইয়াওলাও জাতির বাসিন্দারা বসবাস করেন।  সি চিন পিং আবাসিক এলাকায় শহরের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেন। এই আবাসিক এলাকাকে কুয়াংসির জাতীয় ঐক্য ও অগ্রগতির দৃষ্টান্তমূলক অঞ্চল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

কুয়াংসি হলো চীনের বৃহত্তম জাতিগত সংখ্যালঘু স্বায়ত্তশাসিত অঞ্চল এবং জাতীয় ঐক্য ও অগ্রগতির জন্য একটি জাতীয় দৃষ্টান্তমূলক অঞ্চল। অঞ্চলটিতে চুয়াং, হান, ইয়াও, মিয়াও, তং, ইয়াওলাও, মাওনান, হুই, চিং, ই, শুয়েই ও ছিলাও—এই ১২টি জাতির বাস। এর মধ্যে চুয়াং জাতির বাসিন্দারা অঞ্চলের স্থায়ী জনসংখ্যার ৩১.৪ শতাংশ। জাতিগত ঐক্যের চেতনা এই অঞ্চলে বারবার সি চিন পিংকে টেনে আনে।ৱ

জাতিগত ঐক্য হলো চীনের বিভিন্ন জাতির জনগণের লাইফলাইন। সি চিন পিংয়ের জাতিগত কাজকে শক্তিশালী ও উন্নত করার বিষয়ে গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা বাস্তবায়ন এবং ভালোভাবে নতুন যুগে সিপিসি’র জাতিগত কাজ জোরদার করলে অবশ্যই আরও উচ্চ অবস্থানে আরও বেশি প্রচেষ্টা করতে হবে। মুক্তা, সিএমজি, বেইজিং থেকে।

 (ছাই/আলিম)