‘একাকী সাহসী মানুষ’
2023-12-18 09:50:26

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী ছেন ই স্যুন’র কন্ঠে ‘একাকী সাহসী মানুষ’ শীর্ষক গান। ১৯৯৫ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। ১৯৯৬ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৭ সালে তিনি প্রথম বারের মতো চলচ্চিত্রে কাজ করেন। তিনি সংগীত ও চলচ্চিত্র ক্ষেত্রে অনেক মর্যাদা ও পুরস্কার লাভ করেছেন। তার অনেক গান চীনে এমনকি দক্ষিণ-পূর্ব এশিয়ায়ও ভীষণ জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘দশ বছর’ শীর্ষক গান শোনাবো, আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী ছেন ই স্যুন’র কন্ঠে ‘দশ বছর’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘তোমার সঙ্গে দীর্ঘ বছর কাটাবো’ শীর্ষক গান শোনাবো। গানটির কথা এমন: ‘আমি নীরবতায় থাকি। আমি তোমার বিশ্ব হতে পারি না, কিন্তু তোমার কাঁধ হতে চাই। আত্মসমর্পণের আগে আমি তোমার সঙ্গে থাকতে চাই। তুমি ভবিষ্যতের চিন্তা করার আগে আমি তোমার সঙ্গে থাকতে চাই। তোমাকে সাহসে পরিণত করা পর্যন্ত তোমার সঙ্গে থাকতে চাই। বার বার হারিয়ে গেছো, কিন্তু আমি তোমাকে ত্যাগ করিনি। তোমার সঙ্গে থাকতে চাই গল্প শেষ হওয়া পর্যন্ত। আমরা শান্তি উপভোগ করি। আমরা শান্তিতে মত বিনিময় করি। আমাদের ভালো লাগে, একাকীত্ব লাগে না।

আচ্ছা, আমরা এখন গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন শুনছিলেন ছেন ই স্যুন’র কন্ঠে ‘তোমার সঙ্গে দীর্ঘ বছর কাটাবো’ গানটি। এখন আমি আপনাদেরকে একটি চীনা রক সংগীত শোনাতে চাই। গানের শিরোনাম ‘নতুন লং মার্চে রক অ্যান্ড রোল’। গেয়েছেন ছুই চিয়ান। তিনি ১৯৬১ সালের ২ অগাস্ট বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী, সংগীতজ্ঞ, সংগীত প্রযোজক, গিটারবাদক, চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার। তার সংগীতের শৈলী খুব সমৃদ্ধ। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন শুনছিলেন ছুই চিয়ান’র কন্ঠে ‘নতুন লং মার্চে রক অ্যান্ড রোল’ গান। ছুই চিয়ানের বাবা একজন পেশাদার যন্ত্রবাদক, মা একজন নৃত্যশিল্পী। তিনি ছোটবেলা থেকে ভেঁপু বাজানো শেখেন। ১৯৭৯ সালে হাইস্কুল পাশ করার পর তিনি ভেঁপুবাদক হিসেবে বেইজিং সিম্ফনি অর্কেস্ট্রায় কাজ শুরু করেন। তখন চীনে রক, পপ ও জ্যাজ সংগীত ছিলো না। তিনি নিজের কাজ ছাড়া কোনো কোনো রেস্তোরাঁয় ইউরোপ, যুক্তরাষ্ট্র ও জাপানের সংগীত বাজাতেন। এখন শোনাবো ছুই চিয়ান’র কন্ঠে ‘ফুলের মেয়ে’ শীর্ষক গান।  আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন শুনছিলেন ছুই চিয়ান’র কন্ঠে ‘ফুলের মেয়ে’ গান।  ১৯৮১ সাল থেকে তিনি গিটার বাজানো শেখেন। ১৯৮৩ সালে তিনি নিজের প্রথম গান রচনা করেন। গানের শিরোনাম ‘আমি আমার গিটারকে ভালোবাসি’। ১৯৮৪ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি চীনের রক সংগীতের জনক বলে পরিচিত। এখন আমরা একসঙ্গে শুনবো তাঁর কন্ঠে ‘কিছু নেই’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)