‘কিছু নেই’
2023-12-18 09:58:25

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন রক কন্ঠশিল্পী ছুই চিয়ান’র কন্ঠে ‘নকল সন্ন্যাসী’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘কিছু নেই’ শীর্ষক গান শোনাবো। গানের কথা এমন: ‘আমি অনেক বার জানতে চেয়েছি, তুমি কখন আমাকে নিয়ে যাবে। কিন্তু তুমি সবসময় হাসো যে, আমার কিছু নেই। আমি তোমাকে আমার স্বপ্ন দেবো, মুক্তি দেবো। কিন্তু তুমি মাত্র হাসো যে, আমার কিছু নেই। তুমি কখন আমার সঙ্গে যাবে? নিচে রাস্তা বয়ে গেছে, পাশে নদীতে পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু তুমি সবসময় হাসো যে, আমার কিছু নেই। কেন তুমি হাসা বন্ধ করো না। আমি কি আজীবন তোমার চোখে কিছুই নেই। তোমাকে জানাবো যে, আমি তোমার জন্য দীর্ঘ দিন অপেক্ষা করেছি। আমি তোমার হাত ধরে যাবো। তুমি এক্ষুণই আমার সঙ্গে চলো। এখন তোমার হাত কাঁপছে, তুমি কান্নাকাটি করছো। তুমি কি আমাকে জানাচ্ছো যে, তুমি আমাকে ভালোবাসো, তবুও আমার কিছু নেই।

আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনা রক সংগীতের জনক ছুই চিয়ানের কন্ঠে গান ‘কিছু নেই’। এখন আমি আপনাদেরকে একজন নারী কণ্ঠশিল্পীর গান শোনাতে চাই। গানের শিরোনাম হল ‘কেউ জানে না’। গেয়েছেন থিয়ান ফু চেন। তিনি ১৯৮৩ সালের ৩০ মার্চ চীনের তাইওয়ানের সিনচু জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। তিনি হলেন ব্যান্ড এসএইসই’র একজন সদস্য। তিনি ২০০০ সালে তাইওয়ানের একটি সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান পান। প্রতিযোগিতার পর তিনি অন্য দু’জনের সঙ্গে এসএইসই ব্যান্ড প্রতিষ্ঠা করেন। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী থিয়ান ফু চেন’র কন্ঠে ‘কেউ জানে না’ শীর্ষক গান। ২০০৫ সাল থেকে তিনি টিভি সিরিজে কাজ শুরু করেন। ২০১০ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি এ অ্যালবাম দিয়ে তাইওয়ানের একটি সংগীত প্রতিযোগিতায় চারটি পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ঝুলন্ত সূর্য’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী থিয়ান ফু চেন’র কন্ঠে ‘ঝুলন্ত সূর্য’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘কিছুটা ভাগ্যবান’ শীর্ষক গান শোনাবো। গানটির কথা এমন: ‘আমি শুনেছি, বৃষ্টি তৃণভূমিতে পড়ছে। আমি শুনেছি, দূরে ক্লাস শেষের ঘণ্টা বাজছে। কিন্তু আমি তোমার কণ্ঠ শুনিনি। আন্তরিকভাবে আমার নাম ধরে ডাকো। আসলে, তোমাকে ভালোবাসার সময় আমি অনুভূতিহীন হয়ে যাই। বিচ্ছিন্ন হবার পর আমি বুঝেছি, তোমার সঙ্গের সেই সময় অবিস্মরণীয়। কেন তখন আমি জানিনি যে, তোমার সঙ্গে কাটানো সময় হল আমার আজীবনের সবচেয়ে সুন্দর সময়? হয়ত তখন আমি মাত্র জানি হাসি ও কান্না, আমি উল্কা তাড়া করা নিয়ে ব্যস্ত। মানুষ অবশ্য সহজেই ভুলে যায়। কে বাতাসে ও বৃষ্টিতে একই স্থানে অপেক্ষা করছে। যে মানুষ আমার সঙ্গে বিশ্বের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে, যে মানুষ আমার সঙ্গে বৃষ্টিতে ভিজেছে, তা সবই তুমি। তোমার হৃদয় পরিষ্কার। তোমার সঙ্গে পরিচিত হওয়া সত্যিই ভাগ্যের। কিন্তু এখন আমি তোমার জন্য কান্নার অধিকার হারিয়ে ফেলেছি। যে আকাশে তুমি নিজের ভাগ্যের সঙ্গে পরিচিত হয়েছো, তা আমি দেখতে পারি না। সে কতো ভাগ্যবান। যুব সময় হল একটি কঠিন ও চ্যালেঞ্জে ভরপুর ভ্রমণ। তোমার ভালোবাসায় আমি নিজে পরিণত হয়েছি।

আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন নারী কন্ঠশিল্পী থিয়ান ফু চেন’র কন্ঠে ‘কিছুটা ভাগ্যবান’ নামের একটি গান। খুবই চমত্কার একটি গান, তাইনা? আশা করি, সবাই গানটি পছন্দ করেছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সব গ্রহণযোগ্য’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০২০ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।  

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)