‘গতকাল’
2023-12-14 10:00:09


আজকের অনুষ্ঠানে সিঙ্গাপুরে এক চীনা গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ছাই ছুন চিয়া। তার কণ্ঠ বেশ কোমল ও পরিষ্কার। কোনো মানুষ বলে, তার গান যেন শীতকালের উষ্ণ রোদ। তিনি এক সময় দক্ষিণ-পূর্ব এশিয়ায় ও চীনে বেশ জনপ্রিয় ছিলেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন ছাই ছুন চিয়ার একটি সুন্দর গান ‘গতকাল’।গান ১

 

ছাই ছুন চিয়া ১৯৭৮ সালে সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে তিনি একটি সংগীত প্রশিক্ষণ ক্লাসে অংশ নেন এবং ভালো ফলাফলের জন্য একটি সংগীত কোম্পানির আমন্ত্রণ পান। গান গাওয়া পছন্দ করলেও ছাই ছুন চিয়াং বিশ্ববিদ্যালয় পড়াশোনা সম্পূর্ণ করার পর সেই সংগীত কোম্পানিতে যোগ দেন। ২০০০ সালে ছাই ছুন চিয়াং তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবাম থেকে তার একটি সুন্দর গান ‘প্রিয় প্রেমিক’।গান ২

 

প্রথম অ্যালবাম প্রকাশ করার পর ছাই ছুন চিয়ার পরিষ্কার ও কোমল কণ্ঠ মানুষদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে কোম্পানির সঙ্গে চুক্তি সমস্যার কারণ ২০০৪ সাল পর্যন্ত তার দ্বিতীয় অ্যালবাম ‘সূর্যোদয়’ মুক্তি পেয়েছে। অ্যালবামের প্রধান গান ‘আমার সঙ্গে সূর্যোদয় দেখা’ জাপানের একটি জনপ্রিয় গানের চীনা সংস্করণ। গানের রোমান্টিক ও কোমল পরিবেশ চাই ছুন চিয়ার কণ্ঠের সঙ্গে খুব মিলে যায়। এই গান প্রকাশের পরপরই দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। অ্যালবামটি সিঙ্গাপুরের বার্ষিক সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামে পরিণত হয়েছে, ছাই ছুন চিয়াও অনেকের কাছে পরিচিতি হয়েছেন।

বন্ধুরা, এখন শুনুন ছাই ছুন চিয়ার জনপ্রিয় গান ‘আমার সঙ্গে সূর্যোদয় দেখা’।গান ৩

 

২০০৫ সালে ছাই ছুন চিয়া নতুন অ্যালবাম ‘একদিন আমি করবো’ প্রকাশ করেন। অ্যালবামের বেশিরভাগ গান টিভি নাটকের থিম সং। তার গাওয়া গান টিভি নাটকের জন্য অনেক আকর্ষণ কেড়েছে, আর সেসব টিভি নাটক প্রচারের সঙ্গে সঙে ছাই ছুন চিয়ার গানগুলো আরো জনপ্রিয় হয়েছে। বন্ধুরা এখন শুনুন ছাই ছুন চিয়ার পূর্ব এশিয়ায় খুবই জনপ্রিয় একটি টিভি নাটক ‘দুঃখিত, তোমাকে ভালোবাসি’-এর জন্য গাওয়া একই নামের থিম সোং। তার আবেগপূর্ণ ও পরিষ্কার কণ্ঠ সুন্দরভাবে প্রেমের দুঃখ ফুটিতে তুলেছে। এই গান চীনা সংগীত মহলে বেশ জনপ্রিয় এবং ছাই ছুন চিয়ার প্রতিনিধিত্বকারী একটি গান। বন্ধুরা, এখন গান ‘দুঃখিত, তোমাকে ভালোবাসি’ শুনুন।গান ৪

 

বন্ধুরা, এখন আমরা শুনবো ছাই ছুন চিয়ার সুন্দর গান ‘ই লিয়ান’ বা ‘মিস’। গানটি হল ক্লাসিক ফরাসি গান ‘আমার নাম ই লিয়ান’-এর চীনা সংস্করণ। চীনা ভাষায় ‘ই লিয়ানের’ ‘মিস করার’ অর্থ আছে। এই গানের কথা যেন একটি মিস করা কবিতা, এতে লেখা হয়: মিস হল তোমার হাসিমুখ, জ্যোৎস্না তার পাশে পড়ে। মিস হল অ্যান্টেনা, অতীতের আনন্দ ও স্মরণীয় স্মৃতি গ্রহণ করতে পারে। মিস যেন একটি দোল, যে কোনো জায়গায় আমি যাই অবশেষে তোমার পাশে ফিরে যাব। ভালোবাসা আমার মনে রয়েছে। এর কোনো সময়সীমা নেই। বন্ধুরা, এখন ছাই ছুন চিয়া’র সুন্দর গান ‘মিস’ শুনুন।গান ৫

 

২০০৮ সালে ছাই ছুন চিয়া চীনা সংগীত মহলে সবচেয়ে প্রভাবশালী সংগীত অ্যাওয়ার্ড গোল্ডেন সুর অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ গায়িকার মনোনীত হন। ২০০৯ সালে তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় চীনা গায়িকার পুরস্কার অর্জন করেন। ২০১১ সালে তিনি নিজের স্বাধীন সংগীত লেবেল প্রতিষ্ঠা করেন। ২০১২ সালে ছাই ছুন চিয়া সংগীত প্রযোজক হিসেবে নতুন অ্যালবাম ‘নতুন পৃথিবী’ প্রকাশ করেন। বন্ধুরা, এখন শুনুন অ্যালবাম ছাই ছুন চিয়া’র একটি সুন্দর গান ‘অন্ধকার’।গান ৬

 

২০১৮ সালের পর ছাই ছুন চিয়া বেশিরভাগ মঞ্চের পেছনের কাজ করেন এবং কম গান গান। তবে তার গানগুলো এখনও পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেশ জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ছাই ছুন চিয়ার আরেকটি সুন্দর গান ‘রোদ-ঝলমলে দিনের জন্য অপেক্ষা’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

 বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।