আকাশ ছুঁতে চাই ৪৮
2023-12-14 16:11:50

১. সুন্দর জীবনের জন্য নারীর শক্তি

২. বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পের নারীদের জন্য চীনের অনুদান

৩. পাঁচ বিশিষ্ট নারী পেলেন বেগম রোকেয়া পদক

 

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

 

সুন্দর জীবনের জন্য নারীর শক্তি

চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের ফলে বিশ্বের বিভিন্ন দেশের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। এর মাধ্যমে অবকাঠামো, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি সব দিকেই উন্নয়ন হচ্ছে, যোগাযোগও বাড়ছে। বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নও হচ্ছে। বেল্ট অ্যান্ড রোড সংশ্লিষ্ট দেশগুলোতে কিভাবে নারীদের উন্নয়ন হচ্ছে সে বিষয়ে একটি ফোরাম সম্প্রতি আয়োজিত হয়।চলুন জেনে নেই এই ফোরামের বিস্তারিত।

 

   

                                         

বেল্ট অ্যান্ড রোড। চীনের প্রস্তাবিত একটি উদ্যোগ যা দশবছর ধরে অনেক দেশে কাজ করছে এবং তাদের আর্থ সামাজিক পরিবর্তন নিয়ে এসেছে। অনেক দেশের নারী যার হয়তো নিজস্ব কোন পেশা ছিল না, তাদেরও কর্মসংস্থান হয়েছে বেল্ট অ্যান্ড রোড সংশ্লিষ্ট কোন প্রকল্পে। এমন গল্প রয়েছে অনেক দেশেই। এই জীবনের গল্পগুলো তুলে ধরা হয় একটি ফোরামে।

বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ সংশ্লিষ্ট দেশগুলোর নারীদের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে বাড়ছে দেশগুলোর নারীদের মধ্যে যোগাযোগ, বাড়ছে নারীর শক্তি।

সম্প্রতি দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানইয়া শহরে অনুষ্ঠিত হয় পঞ্চম বেল্ট অ্যান্ড রোড উইমেন’স ফোরাম।

ফোরামের প্রতিপাদ্য ছিল শি পাওয়ার: জয়েন্টলি বিল্ডিং অ্যান্ড শেয়ারিং এ বিউটিফুল লাইফ বা নারীর শক্তি: যৌথভাবে সুন্দর জীবন গড়ে তোলা ও ভাগ করে নেয়া। ফোরামে ৪০০ প্রতিনিধি অংশ নেন। এর মধ্যে কূটনৈতিক দূত এবং ব্যবসায়ীরাও ছিলেন।

ইভেন্টে যুব নারী, নারীদের মধ্যে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি, বিজ্ঞান প্রযুক্তি উদভাবন ও উন্নয়ন, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে জেন্ডার সমতা ও সাংস্কৃতিক বিনিময়সহ বেশ কয়েকটি বিষয়ে ফোরাম অনুষ্ঠিত হয়েছে।

বেল্ট অ্যান্ড রোডভুক্ত বিভিন্ন দেশের নারীদের অবস্থা এখানে তুলে ধরা হয়। চায়না পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের  প্রধান হ্য তান বলেন, চীন একটি আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে যা ১০০ টিরও বেশি আইন ও প্রবিধানসহ নারীদের অধিকার এবং স্বার্থ সম্পূর্ণরূপে রক্ষা করে। তিনি জানান, চীনা নারীদের শিক্ষার স্তরের পাশাপাশি দেশজুড়ে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে।

ফোরামে যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড নির্মাণে নারীদের অনন্য ভূমিকা তুলে ধরা হয়।চায়নিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কন্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট লি সিখুই বলেন, এই ফোরামে বেল্ট অ্যান্ড রোড নির্মাণে নারীদের যৌথ ও অনবদ্য ভূমিকা তুলে ধরা হয়েছে। এই ফোরামে দেশগুলোর নারীদের টেকসই উন্নয়নকে তুলে ধরা হয়। দেশগুলোর নারীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির একটি প্লাটফর্ম হিসেবে কাজ করছে এই ফোরাম।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: রহমান

 

 

বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পের নারীদের জন্য চীনের অনুদান

 

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরের যেসব নারী ও কিশোরী রয়েছেন তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ১৬ কোটি টাকার অনুদান দিয়েছে চীন। এই অনুদানের আওতায় এমন কিছু সামগ্রী তৈরি করা হয়েছে যা নির্মাণে কাজ করেছেন বাংলাদেশী ও রোহিঙ্গা নারীরা। ফলে এই নারীদের আয় রোজগারও বেড়েছে।

বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত নারী ও কিশোরী শরণার্থীদের জন্য আড়াই লাখেরও বেশি হাইজিন কিট উপহার দিয়েছে চীন।  রোহিঙ্গা নারীদের কাছে এসব কিট পৌঁছে দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইউএনএইচসিআর।

সম্প্রতি বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর নবনিযুক্ত প্রতিনিধি সুম্বুল রিজভীর সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইয়াও ওয়েন এ অনুদানের কথা ঘোষণা দেন।

স্বাস্থ্যবিধি উন্নয়নে চীনের ১৫ লাখ মার্কিন ডলারের এ উপহারকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

এই হাইজিন কিটগুলো সরবরাহ করতে ইউএনএইচসিআর ও চীন সরকার একসঙ্গে কাজ করবে। চীনের অনুদান নিশ্চিত করবে নারীদের জন্য  গোসলের ও কাপড় ধোয়ার সাবান এবং বালতিসহ কিছু সামগ্রী।

কক্সবাজারে শরণার্থী ও স্থানীয় বাংলাদেশীদের মধ্য থেকে দুইশর বেশি নারী এই হাইজিন কিটগুলোর বাকি জিনিসগুলো তৈরি করবেন। এর মাধ্যমে তারা তাদের দক্ষতাকে নিজ জনগোষ্ঠীর কাজে ব্যবহার করতে পারবেন এবং সীমিত পরিসরে জীবিকামূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের স্বনির্ভর করার একটি প্রয়াস পাবেন। ১২ থেকে ৫০ বছর বয়সী ৬০ হাজারেরও বেশি রোহিঙ্গা নারী ও কিশোরী চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সির মাধ্যমে ২০২৫ সাল পর্যন্ত এর সুফল পাবে।

এর মাধ্যমে বাংলাদেশী ও রোহিঙ্গা নারীদের আয় রোজগারও বৃদ্ধি পাবে।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন,  রোহিঙ্গা সঙ্কটের পর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকার রোহিঙ্গা জনগণের জন্য যে উদারতা দেখিয়েছেন এটি মানবতার অনন্য দৃষ্টান্ত। গুরুত্বপূর্ণ একটি দেশ হিসেবে চীন তার দায়িত্ব পালন করছে এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা দিচ্ছে। ভবিষ্যতে ইউএনএইচসিআর-এর আরও কর্মকাণ্ডে চীন  সম্পৃক্ত হবে বলে আশা প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত।

ইউএনএইচসিআর-এর রিপ্রেজেন্টেটিভ সুম্বুল রিজভী বলেন, শরণার্থী নারীরা  এ কিটের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। তাদের কাছে এটি অতি প্রয়োজনীয়, আর নিজ সমাজের নারীদের মাধ্যমে তৈরি এই সামগ্রীর গুণগত মান নিয়েও তারা সন্তুষ্ট।

প্রতিবেদন: শুভ আনোয়ার

সম্পাদনা: শান্তা মারিয়া

 

পাঁচ বিশিষ্ট নারী পেলেন বেগম রোকেয়া পদক

বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নামে প্রবর্তিত রোকেয়া পদক প্রদান করা হয়ে থাকে দেশের বিশিষ্ট নারীদের। এ বছর রোকেয়া পদক পেলেন পাঁচজন বিশিষ্ট নারী। নারীর উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় তাদের এ পদক দেয়া হয়।

 

নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, আর্থ সামাজিক উন্নয়ন, পল্লী উন্নয়ন ও নারী জাগরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর  বেগম রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী। পদক প্রাপ্ত সবাইকে আঠারো ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ নির্মিত একটি পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে।

৯ ডিসেম্বর ছিল মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিবস। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৩তম জন্ম ও ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদকপ্রাপ্তদের হাতে এ পদক ও সম্মাননা তুলে দেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস উদযাপন এবং বেগম রোকেয়া পদক ২০২৩ বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।

নারীর আর্থসামাজিক উন্নয়নে অবদানের জন্য নেত্রকোণার কামরুন্নেছা আশরাফ দিনা মরণোত্তর পদক পেয়েছেন । নারী শিক্ষায় অবদানের জন্য মরণোত্তর পদক পেয়েছেন বগুড়ার খালেদা একরাম।নারী অধিকারে অবদানের জন্য রংপুরের ডা. হালিদা হানুম আখতার, পল্লী উন্নয়নে অবদানের জন্য ঠাকুরগাঁওয়ের রনিতা বালা ও নারী জাগরণে উদ্বুদ্ধকরণে অবদানের জন্য লক্ষীপুরের নিশাত মজুমদারকে এ পদক দেয়া হয়েছে।

নারীর জাগরণে ও অগ্রযাত্রায় রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন ও কর্মের আদর্শকে অনুসরণ করে বাংলাদেশের নারীদের এগিয়ে চলার আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানে।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: রহমান

সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।

অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।

সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

কণ্ঠ:  শান্তা মারিয়া, শুভ আনোয়ার, রওজায়ে  জাবিদা ঐশী

অডিও সম্পাদনা: রফিক বিপুল