ওয়ে লিআন
2023-12-13 15:48:10

ওয়ে লিআন ১৯৮৭ সালের ৫ মার্চ চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের একজন গায়ক ও অভিনেতা। 

২০০৬ সালের শেষ নাগাদ ওয়ে লিআন সিটিএস তাইওয়ান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রথম ক্যাম্পাস সঙ্গীত প্রতিযোগিতায় যোগ দেন এবং “ইউ আর বিউটিফুল” গানটি গেয়ে চ্যাম্পিয়ন হন। ২০০৬ সাল থেকে তিনি স্ট্রিটভয়েস নামের ওয়েবসাইটে নিজের সৃষ্ট সঙ্গীত আপলোড করতে শুরু করেন। ২০০৯ সাল পর্যন্ত তিনি প্রায় ৭০টি গান আপলোড করেন। এর মধ্যে “ধীরে ধীরে অপেক্ষা” গানটি আপলোড হওয়ার প্রায় দু’বছরে টপ অন-ডিমান্ড তালিকার তৃতীয় স্থানে ছিল। ২০০৯ সালের শুরুর দিকে তিনি লিনফেয়ার রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং ১৩ মার্চে তিনি প্রথম ইপি “ধীরে ধীরে অপেক্ষা” প্রকাশ করেন।

 

২০১০ সালের ৪ জুন ওয়ে লিআন নিজের নামে অ্যালবাম প্রকাশ করেন। তিনি অ্যালবামে অন্তর্ভূক্ত ১০টি গান গাওয়ার পাশাপাশি অ্যালবামের প্রযোজকও হন। দশটি গানে বিভিন্ন ধরনের সঙ্গীত উপাদান অন্তর্ভূক্ত করা হয়। তিনি এটা দিয়ে নিজের ব্যক্তিত্বের বিভিন্ন দিক উপস্থাপন করেন, যাতে শ্রোতারা অ্যালবামের মধ্য দিয়ে তাঁকে উপলব্ধি করতে পারেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি এক মেয়েকে পছন্দ করতেন। কিন্তু মেয়েটি তাঁকে প্রত্যাখ্যান করেন। লাভলর্নের সন্ধ্যায় তিনি নিজের অনুভূতি দিয়ে গানটিতে লিখে অ্যালবামের প্রথম দফার প্রধান গান “আছে কিনা” সৃষ্টি করেন। 

২০১২ সালের ৩ আগস্ট ওয়ে লিআন তাঁর দ্বিতীয় অ্যালবাম “কেউ অপেক্ষা করছে” প্রকাশ করেন। এটি ১৩তম গ্লোবাল চাইনিজ মিউজিক অ্যাওয়ার্ডসে “সেরা অ্যালবাম” পুরস্কার জেতেন। ১০ নভেম্বর তিনি হংকংয়ে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। ২০১৩ সালের ২৫ এপ্রিল তিনি মিউজিক ভিডিওতে চীনা টপ তালিয়ায় যথাক্রমে হংকং ও তাইওয়ান অঞ্চলে বছরের সেরা পুরুষ গীতিকার, হংকং ও তাইওয়ান অঞ্চলে বছরের বেস্ট অরিজিনাল স্কোর অ্যাওয়ার্ড এবং হংকং ও তাইওয়ান অঞ্চলে বছরের গোল্ডেন মেলোডি পুরস্কার জেতেন। 

 

২০১৪ সালের ২৫ মার্চ ওয়ে লিআন তাঁর তৃতীয় অ্যালবাম “কিছু ভয় আছে” প্রকাশ করেন। ২০ সেপ্টেম্বর তিনি বেইজিংয়ে প্রথমবারের মতো একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। ২০১৫ সালের ২৭ জুন তিনি অ্যালবামে “নেকড়ে” নামক গান দিয়ে ২৬তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা সুরকারের পুরস্কার জেতেন। ১২ সেপ্টেম্বর তাইপেই-য়ে ওয়ে লিআন “ফ্রি দ্যা গার্ল” নামক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। 

২০১৬ সালের ১৬ আগস্ট ওয়ে লিআন নতুন অ্যালবাম “ইন্ট্রো” প্রকাশ করেন। এতে মোট ১৬টি গান রাখা হয় এবং তিনি নিজেই অ্যালবামের প্রযোজক। একই বছর ওই অ্যালবামের “বলো না তুমি কখনো ভালোবাসোনি” গানটি ১৬তম গ্লোবাল চাইনিজ মিউজিক অ্যাওয়ার্ডসে বছরের ২০টি গোল্ড সং পুরস্কার জিতে। এছাড়া ওয়ে লিআন “মেয়ে” নামক গানটিতে প্রথমবারের মতো ৮০ দশকের রিট্রো ইলেকট্রনিক নৃত্যসঙ্গীতের চেষ্টা চালান। এতে তিনি সেই সময়ের ক্লাসিকের দিকেও দৃষ্টি দেন। আচ্ছা বন্ধুরা, চলুন, এখন আমি আপনাদেরকে “মেয়ে” গানটি শোনাই। শুনুন তাহলে। (গান-৫)

২০২০ সালের ২৯ এপ্রিল ওয়ে লিআন “সাউন্ড অব মাই লাইফ” অ্যালবাম প্রকাশ করেন। ২০২১ সালে অ্যালবামটি দিয়ে তিনি ৩২তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা চীনা ভাষা অ্যালবাম পুরস্কার এবং সেরা চীনা ভাষা গায়ক পুরস্কার ফাইনালিস্টে নির্বাচিত হন। পরে তিনি “ভয়েস অফ চায়না” অনুষ্ঠানে যোগ দেন এবং এতে তাঁর নতুন সৃষ্ট গান “হঠাৎ” পরিবেশন করেন। 

 

(প্রেমা/রহমান)