‘ছোট ছোট’
2023-12-13 15:29:52

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী রুং জু আর  সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

রুং জু আর, ১৯৮০ সালের ১৬ জুন চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের সংগীত মহলের একজন বিখ্যাত নারী কণ্ঠশিল্পী।

১৯৯৫ সালে ১৫ বছর বয়সী রুং জু আর সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে পা রাখেন। ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর রুং জু আর-এর প্রথম অ্যালবাম ‘জয়’ প্রকাশিত হয়। ২০০০ সালের ২৫ এপ্রিল, তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘হারিয়ে যাবে না’ বাজারে আসে। তারপর ৫ সেপ্টেম্বর তাঁর অ্যালবাম ‘কে আমাকে ভালোবাসবে?’ রিলিজ হয়।

 

১৯৯৯ সালের ১৯ নভেম্বর রুং   জু আর-এর প্রথম কনসার্ট হংকংয়ে আয়োজন করা হয়। ২০০১ সালের ২৫ থেকে ২৭ অক্টোবর তিনি হংকংয়ে ‘এইচটুও রুং জু আর’ কনসার্ট আয়োজন করেন। ২০০২ সালের মে মাসে রুং জু আর ‘সামথিং অ্যাবাউট ইউ’ নামের অ্যালবাম প্রকাশ করেন। অক্টোবর মাসে তাঁর দ্বিতীয় ম্যান্ডারিন ভাষার অ্যালবাম ‘একজনের প্রেমের গান’ রিলিজ হয়।

বন্ধুরা, এখন শুনুন রুং জু আর-এর কণ্ঠে ‘ছোট ছোট’। গানের কথায় বলা হয়, একটি ছোট প্রতিশ্রুতি এখনও স্থির নয়। ছোট্ট চোখের জল এখনো ধরে আছে শিশুসুলভ ঠোঁট বিচ্ছেদের কথা বলছে। এখন থেকে আমার হৃদয়ে একজন মানুষ বাস করে। আমরা ছোট দেখাতাম, সেই বছর তুমি একটি ছোট বেঞ্চ সরাও। আমি অপেরার জন্য মুগ্ধ এবং সব পথ অনুসরণ করি। আমি সেই গল্পের মানুষটিকে খুঁজছি। তুমি একটি অপরিহার্য অংশ।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন রুং জু আর-এর গান ‘এটা কি প্রেম?’। গানের কথায় বলা হয়, তুমি কি নিশ্চিত এই প্রেম? তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? অস্তগামী সূর্যে হাতে হাত রেখে হাঁটা। শুধু আমরা দুজনকে রোমান্টিক হিসাবে বিবেচনা করি এবং দূরত্বের দিকে তাকাই। আমি ভেবেছিলাম প্রেম রোদ, যখন আমি ফিরে তাকাই, কিন্তু সূর্যাস্ত যখন তারার আলোতে পরিণত হয়েছিল তখন আমার চোখ অশ্রুতে ভিজে গিয়েছিল। প্রেম যখন দিক পরিবর্তন করে, তুমি  আগের মতোই থাকো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন রুং জু আর-এর আরেকটি প্রতিনিধিত্বকারী গান, গানের নাম ‘কিভাবে যাওয়া যায়’। গানের কথাগুলো এমন: যদিও শহর জমজমাট, খুব বেশি ভালোবাসা নেই। তবে ধরার মতো একটি হাত আছে, এটা পেতে আমাকে আমার জীবনের ঝুঁকি নিতে হবে। কিভাবে যাবো? খুব গরম। কিভাবে যাব? পাশে অনেক রাস্তা আছে। কিভাবে সাহায্য খুঁজবে?

আচ্ছা, শুনুন গানটি।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুং জু আর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)