সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।
(গান ১)
বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী স্যুয়ে চি ছিয়ান-এর কন্ঠে ‘অভিনেতা’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ঠিকই আছে’ শীর্ষক গান শোনাবো। গানটির কথা প্রায় এরকম: ‘যদি কোনো মানুষ তার চুল ধরে, আমার স্মৃতি দেয়ালে খোদাই হয়। যদি ভালোবাসা সংগ্রাম করতে পারে, তাহলে মুক্ত করার হাত নামিয়ে নিই। আয়নায় মানুষ মিথ্যা কথা বলে। ইচ্ছার বিরুদ্ধে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? কানা ও বোবা সেজে আমার সঙ্গে কথা বলো না। আমাদের ভালোবাসা এখানে শেষ হওয়া ঠিকই হয়েছে। বেশি নয়, কম নয়, আমি ভুলে যেতে পারবো। আমি নিজেকে দেখে রাখতে পারবো। আমাদের দূরত্ব এখানে ঠিকই আছে। আমরা আলিঙ্গন করতে পারি না, কিন্তু মুক্ত হতেও পারি না। গভীরভাবে ভালোবেসেছিলাম, আমার অভিযোগ করা উচিত নয়। ভেঙ্গে দেয়ার মূল কারণ কী? গল্প যদি সুন্দর হয় তাহলে ভেতরে সত্য কথা লুকায়। আমাদের ভালোবাসা এখানে ঠিকই আছে। আমরা ঝগড়া করবো না, আমরা পরস্পরকে আহত করবো না। আকাশে অন্ধকার, অন্ধকার ঠিকই আছে।
এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।
(গান ২)
বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যুয়ে চি ছিয়ান’র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আমার একজন প্রিয় কণ্ঠশিল্পী ছি ছিনের গান শোনাতে চাই। ছি ছিন ১৯৬০ সালের ১২ জুলাই চীনের তাইওয়ানের তাইচং শহরে জন্মগ্রহণ করেন। তার বড় বোন একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। ১৯৮১ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এরপর তিনি সেনাবাহিনীতে গান গাওয়া শুরু করেন। সেনাবাহিনী থেকে অবসর নিয়ে ১৯৮৫ সালে তিনি নিজের অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘রাত, রাত’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৩)
বন্ধুরা, আপনারা শুনছিলেন ছি ছিনের কন্ঠে ‘রাত, রাত’ শীর্ষক গান। ১৯৮৭ সালে তিনি নিজের লেখা গান ‘প্রায় শীতকালে’-র জন্য তাইওয়ানের একাদশ ১০টি শ্রেষ্ঠ গানের পুরস্কার লাভ করেন। জুনিয়র হাইস্কুলে পড়ার সময় নানান ঘটনার সাথে জড়িত থাকার কারণে তাকে যুব বন্দিশালায় আটক রাখা হয়। তাকে তিন বছর সেখানে আটক রাখা হয়। বাইরে ফিরে আসার পর আগের ভুল শোধরানোর প্রতিশ্রুতি দেন তিনি। ১৯৮০ সালে তিনি নিজের প্রথম গিটার কেনেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘হয়ত শীতকালে’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৪)
বন্ধুরা, আপনারা শুনছিলেন ছি ছিনের কন্ঠে ‘হয়ত শীতকালে’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তার ‘বাইরের বিশ্ব’ নামের একটি গান শোনাতে চাই। গানের কথা এরকম: ‘অনেক অনেক আগে, আমি তোমার, তুমিও আমার। অনেক অনেক আগে, তুমি আমাকে ত্যাগ করে অনেক দূরে চলে গেছো। বাইরের বিশ্ব অনেক বিস্ময়কর, বাইরের বিশ্বও অনেক অসহায়। যখন তুমি মনে করো বাইরের বিশ্ব খুবই বিস্ময়কর, তখন আমি আন্তরিকভাবে তোমাকে অভিনন্দন জানাই। যখন সূর্যাস্ত হয়, তখন আমি তোমার জন্য অপেক্ষা করি। যদিও আশা এখন বৃষ্টি হয়ে পড়ছে, তবুও আমি এখনো তোমার অপেক্ষা করছি। যখন তুমি মনে করো বাইরের বিশ্ব খুবই অসহায়, তখন আমি এখনো এখানে তোমার অপেক্ষা করি।
আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।
(গান ৫)
বন্ধুরা, শুনছিলেন ছি ছিনের কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে আমার আরেক জন প্রিয় কন্ঠশিল্পী ছেন ই স্যুনের কন্ঠে গান শোনাতে চাই। ছেন ই স্যুনের ইংরেজি নাম ইসন ছান। তিনি ১৯৭৪ সালের ২৭ জুলাই চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটেনের কিংস্টন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘একাকী সাহসী মানুষ’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৬)
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)