‘তুচ্ছ ব্যাপার’
2023-12-11 11:20:27

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী চাং স্যুয়ে ইয়ৌ’র কন্ঠে ‘ধীরে ধীরে’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আমি তোমার সঙ্গে থাকতে চাই’ শীর্ষক গান শোনাবো। গানটিতে বলা হয়েছে: একলা আলোয় বিভ্রান্ত চোখে কে এখানে থাকবে? ভালোবাসা কী? কেন ভালোবাসি? আমি তোমার সঙ্গে থাকতে চাই। কখনো তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হতে চাই না। আমি আরেকবার তোমাকে আলিঙ্গন করতে চাই। কিন্তু আমরা আগের অবস্থানে ফিরে যেতে পারি না। গতকাল যেন হাজার কিলোমিটার দূরে।

আচ্ছা, বন্ধুরা, আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং স্যুয়ে ইয়ৌ’র কন্ঠে ‘আমি তোমার সঙ্গে থাকতে চাই’ শীর্ষক গান। এখন আপনাদেরকে শোনাবো ‘তুচ্ছ ব্যাপার’ নামের একটি গান। গেয়েছেন উ সি ইয়াও। তিনি চিয়াংসু প্রদেশের ছাংশু শহরে জন্মগ্রহণ করেন। তিনি থিয়ানচিন সংগীত একাডেমি থেকে স্নাতক হন। ২০০৭ সালে তিনি বেইজিংয়ে চীনের জাতীয় বেতারের সংগীত চ্যানেলে কাজ শুরু করেন। ২০০৮ সালে তিনি একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন, নাম ‘এপ্রিল অ্যান্ড বক্স’। ২০০৯ সালে তিনি গানের অ্যালবাম প্রকাশ করেন। ২০০৯ সালে তিনি তাইওয়ানে একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। এ ছাড়াও তিনি অনেক টেলিভিশন শো-তে অংশ নেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন উ সি ইয়াও’র কন্ঠে ‘তুচ্ছ ব্যাপার’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘শান্ত শান্ত’ শীর্ষক গান। গানটির কথা প্রায় এমন: ‘আস্তে আস্তে তোমার স্লিভস ধরি। আমি কিছু বলি না। সময় গোপনে কেটে গেছে। তোমার বুকে মাথা রেখে ভরসা পাই। আমাকে ভালোবাসবে বলে তোমার অপেক্ষা করছি। তোমার আঙ্গুল আকাশের দিকে ইশারা করো, মুখ আমার চেহারায় ফিরিয়ে এনে আমাকে চুম্বন করো। এটি হলো আমাদের সাধারণ দৃশ্য। তুমি আমার হাত ধরো। হাসি শান্তির চেয়ে কার্যকর। আমি তোমাকে বুঝি। আমি সবকিছু বুঝি।

 

আচ্ছা, আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন উ সি ইয়াও’র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদের আমার একজন প্রিয় কন্ঠশিল্পী স্যু জি ছিয়ানের একটি গান শোনাবো। গানের শিরোনাম ‘অভিনেতা’। স্যু জি ছিয়ান ১৯৮৩ সালের ১৭ জুলাই শাংহাইতে জন্মগ্রহণ করেন। তিনি একজন গায়ক, সংগীত প্রযোজক, অভিনেতা ও ব্যবসায়ী। ২০০৫ সালে তিনি হোটেল প্রশাসনবিষয়ক ইনস্টিটিউট ‘গ্লিওন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন’ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যু জি ছিয়ানের কন্ঠে ‘অভিনেতা’ শীর্ষক গান।

তিনি ২০০৫ সালে একটি টেলিভিশন সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। ২০০৬ সালে তিনি নিজের একটি অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালে তিনি শাংহাইয়ে একটি ‘হটপট রেস্তোরাঁ’ চালু করেন। এরপর তিনি পোশাক ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালে তিনি চীনের সবচেয়ে জনপ্রিয় গায়কের পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘দুর্ঘটনা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.163.com. এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)