রোববারের আলাপন-নেপালে আন্তর্জাতিক মাউন্টেইন ক্রস-কান্ট্রি কম্পিটিশন
2023-12-10 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ...


বন্ধুরা, সম্প্রতি ৫ দিনব্যাপী ২৫তম চীনের উচ্চ-প্রযুক্তি মেলা চীনের শেনচেন শহরে অনুষ্ঠিত হয়েছে। এবারের মেলার মূল প্রতিপাদ্য ছিল: ‘উদ্ভাবনের প্রাণশক্তি বৃদ্ধি করা, উন্নয়নের গুণগত মান বাড়ানো’। মেলাতে মোট ৬৮১টি নতুন পণ্য প্রদর্শন করা হয়। ১৯ নভেম্বর পর্যন্ত, মেলাতে ৩৭২৭.৯ কোটি ইউয়ানের ব্যবসা হয়েছে। 


বন্ধুরা, চীন উচ্চ-প্রযুক্তি মেলায় প্রযুক্তি ও উদ্ভাবন খাতে চীনের উন্নয়ন প্রতিফলিত হয়েছে। মেলাটি ছিল অনেক শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নের সাক্ষী। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানগুলো মধ্যে সহযোগিতা ও বাজার সম্প্রসারণের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্লাটফর্ম হিসেবে কাজ করে আসছে। 


মেলাতে অংশ নেওয়া একটি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ছাও ইং বলেন, চীন উচ্চ-প্রযুক্তি মেলায় প্রথম অংশগ্রহণের সময় আমাদের ছিল প্রথম প্রজন্মের পণ্য। এখন আমাদের প্রতিবছরের বিক্রি ৩০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। এ ছাড়া, মেলা আমাদের জন্য নতুন গ্রাহক পাওয়ার প্লাটফর্ম হয়ে উঠেছে।

এ মেলা চীনা প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতিফলন ছাড়াও, আন্তর্জাতিক প্রযুক্তির আদানপ্রদান ও সহযোগিতা গভীরতর করতে কাজ করে আসছে। মেলায় মোট ১০৫টি দেশ ও অঞ্চলের ৪০০০টি শিল্পপ্রতিঠান অংশগ্রহণ করেছে। মেলাস্থলের মোট আয়তন ছিল ৫০০ হাজার বর্গমিটার, যা একটি নতুন রেকর্ড। 


ডেনমার্কের একটি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ম্যাথু মার্টিন বলেন, এবারের মেলা অসাধারণ। এর আকার অনেক বড় এবং এতে অনেক নতুন পণ্য ও প্রযুক্তির প্রদর্শনী হয়েছে। এ কয়েকদিন আমরা বেশ ব্যস্ত ছিলাম, বিশ্বের অনেক অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠান ও বন্ধুদের সাথে আমাদের সাথে পরিচয় হয়েছে। পরবর্তী মেলায় আমরা অংশগ্রহণ করার পরিকল্পনা করছি। 


পর্তুগালের শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি রিতা মাঘালহেইস বলেন, এবারই প্রথম পর্তুগালের কোনো শিল্পপ্রতিষ্ঠান চীন উচ্চ-প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করে। চীনের প্রযুক্তি ও উদ্ভাবনের দক্ষতা আমরা দেখেছি। চীনের উন্মুক্তকরণ নীতির কারণে, আমরা এই পারস্পরিক শিক্ষা, আদানপ্রদান ও সহযোগিতার প্লাটফর্ম পেয়েছি। 


মেলাতে অংশগ্রহণকারী আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা চীনের নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের দক্ষতার ইতিবাচক মূল্যায়ন করেছেন। পাশাপাশি, দেশের অব্যাহত উন্নত ব্যবসার পরিবেশ ও সম্পূর্ণ শিল্প চেইনের প্রেক্ষাপটে, বিভিন্ন দেশ ও অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলো চীনা বাজার নিয়ে তাদের আশাবাদ ও আস্থা প্রকাশ করেছে। 


জার্মান শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি আমিন সিগাত বলেন, ১৯৯৯ সালের প্রথম চীন উচ্চ-প্রযুক্তি মেলা থেকে শুরু করে, প্রতিটি মেলায় অংশগ্রহণ করে আসছি। চীনা বাজারের সম্ভাবনা অনেক বেশি। 


সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুসারে, এবারের মেলায়, ক্রস বর্ডার লেনদেনের পরিমাণ ছিল ২৬৬ কোটি ইউয়ান। ব্রাজিল, রাশিয়া, সার্বিয়া, ইরান, পাকিস্তান, জার্মানি, ব্রিটেনসহ অনেক দেশের শিল্পপ্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। বিগত ২৫ বছরে, এই মেলা বিভিন্ন দেশের মধ্যে সুযোগ ভাগাভাগির গুরুত্বপূর্ণ প্লাটফর্মে পরিণত হয়েছে। বিশ্বের প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী খাতে চীনের অবদান অব্যাহত থাকবে বলে বিশ্বাস করেন মেলায় অংশগ্রহণকারী বিদেশীরা। 


ভাই, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর চীন অত্যন্ত গুরুত্ব দেয়। এ ব্যাপারে আপনার ধারণা কী?

তৌহিদ:

সংগীত

বন্ধুরা, স্থানীয় সময় ২৫ নভেম্বর, নেপালের পোখারায় আয়োজিত হয়, আন্তর্জাতিক মাউন্টেইন ক্রস-কান্ট্রি কম্পিটিশান। নেপালে চীনা দূতাবাস, নেপাল পর্যটন কমিটি, ও পোখারার স্থানীয় সরকারের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা আয়োজিত হয়। এতে চীন ও নেপালসহ একাধিক দেশ ও অঞ্চলের প্রায় ৬০০ জন অংশগ্রহণ করেন। 


এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল: ‘অভিন্ন সমৃদ্ধির জন্য দৌড়’। প্রতিযোগিতা থেকে অর্জিত অর্থ নেপালের পশ্চিমাঞ্চলের ভূমিকম্পদুর্গত এলাকায় পাঠানো হবে।


পোখারা হচ্ছে নেপালের বিখ্যাত পযর্টনকেন্দ্র। গত জুন মাসে এখানে প্রথমবারের মতো চীন-নেপাল ড্রাগন নৌকা মৈত্রী প্রতিযোগিতার আয়োজন করা হয়। 


নেপালের গান্দাকি প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, টানা দু’বার এ প্রদেশে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হলো, যা নেপাল ও চীনের জনগণের সম্পর্ককে আরও মজবুত করবে।


তৌহিদ ভাই, খেলাধুলা সহযোগিতা দু’দেশ ও অঞ্চলের জনগণের বন্ধুত্ব জোরদারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখাতে আপনার ধারণা কি?

তৌহিদ:...


এ খাতে চীন ও বাংলাদেশের সহযোগিতার অবস্থা কিছু বলুন।

তৌহিদ:...


আমরা আবার এবারের প্রতিযোগিতায় ফিরে যাই। এবারের প্রতিযোগিতা ছিল মাউন্টেইন ক্রস-কান্ট্রি কম্পিটিশন। এ ধরনের প্রতিযোগিতা আপনি পছন্দ করেন, তাইনা? আপনি চীনে এধরনের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন?

তৌহিদ:..


এ ধরনের প্রতিযোগিতার উন্নয়নে চীন অনেক গুরুত্ব দেয়। এ বিষয়ে আপনি কি মনে করেন?

তৌহিদ:.

(আকাশ/তৌহিদ)