আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টরেল গবেষক আবিদ শাওন। তিনি বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টারে ওভারসিজ প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন । ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি চীনের সিনচিয়াং বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে লেখাপড়া করেন। এখানে তিনি তিন বছর ধরেই কেন্দ্রীয় সরকারের বৃত্তি পেয়েছেন। বর্তমানে তিনি চীনের হ্য নান প্রদেশের চেংচৌ বিশ্ববিদ্যালয়ে পিএইডি করছেন। তিনি ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত হ্য নান প্রেসিডেন্ট বৃত্তি পেয়েছেন। তা ছাড়া, চীনসহ অনেক দেশে ৫ বছরের কর্ম-অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি আন্তর্জাতিক জার্নালে নিজের কয়েকটি প্রবন্ধও প্রকাশ করেছেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে ।