লিয়াং চু ফোরাম: সভ্যতা বিনিময়ের মূল সুর
2023-12-06 14:01:51

“বেল্ট অ্যান্ড রোড” উত্থাপনের দশম বার্ষিকী উপলক্ষ্যে গত ৩ ডিসেম্বর ‘বিশ্ব সভ্যতা প্রস্তাব বাস্তবায়ন, সভ্যতার বিনিময় জোরদার’ শিরোনামে প্রথম লিয়াং চু ফোরাম চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ফোরামের সাফল্য কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠান। বিনিময় ও পরস্পরের কাছ থেকে শেখার মাধ্যমে সভ্যতা আরও বৈচিত্র্যময় ও সমৃদ্ধ হতে পারে। দেশ-বিদেশের ৩ শতাধিক অতিথি এ ফোরামে অংশ নেন এবং সভ্যতা বিনিময় মূল সুর বাজান।

লিয়াং চু মানে সুন্দর দ্বীপ। এটি হাং চৌ শহরের ইউয়ু হাং অঞ্চলে অবস্থিত। ২০১৯ সালে এটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। গত সেপ্টেম্বর মাসে আমি যখন হাং চৌ এশিয়ান গেমস কাভার করতে যাই, তখন লিয়াং চুতে গিয়েছিলাম। ৪৩০০ থেকে ৫৩০০ বছর প্রাচীন এ সভ্যতা পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে পরিচিত এবং আমাদের প্রাচীন চীনা সভ্যতার প্রমাণ।

পাশাপাশি, লিয়াং চু ফোরাম “বেল্ট আ্যান্ড রোড” উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সভ্যতার বিনিময় জোরদার করতে চীনা সরকারের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। ১৮ অক্টোবর, বেইজিংয়ে অনুষ্ঠিত “বেল্ট আ্যান্ড রোড” আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং লিয়াং চু ফোরাম আয়োজনের কথা ঘোষণা করেন।

দেশের সাথে দেশের সম্পর্ক মানুষের বিনিময়ের ওপর নির্ভর করে, আর মানুষের সাথে মানুষের সম্পর্ক মনের বিনিময়ের ওপর নির্ভর করে। সভ্যতার বিনিময় “বেল্ট আ্যান্ড রোড”-এর একটি গুরুত্বপূর্ণ অংশও বটে। এবারের ফোরামে সিল্ক রোড পর্যটন শহর ইউনিয়ন গঠনের কথা ঘোষণা করা হয়। এটি সিল্ক রোড আন্তর্জাতিক থিয়েটার, সাংস্কৃতিক উত্সব, যাদুঘর ও চিত্রশালার পর “বেল্ট আ্যান্ড রোড” প্রস্তাবের আওতায় প্রতিষ্ঠিত আরেকটি সভ্যতা বিনিময়ের প্ল্যাটফর্ম। ফোরামে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নিজ নিজ অভিজ্ঞতা শেয়ার করেন। তারা বলেন, বর্তমানে সিল্ক রোড একটি সহযোগিতা ও জয়-জয় ধারণার প্রতীক। সভ্যতার বিনিময় ও সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ও করবে নানান সংস্থাগুলো।

গেল ১০ বছরে, চীন “বেল্ট আ্যান্ড রোড” উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সংস্কৃতি, শিক্ষাসহ নানান ক্ষেত্রে সহযোগিতা করে আসছে এবং মানুষে মানুষে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সমঝোতা বাড়ছে। প্রেসিডেন্ট সি চিন পিং তার অভিনন্দনবার্তায় বলেন, পরস্পরকে সম্মান করা এবং সহাবস্থান করা মানবসভ্যতা বিকাশের সঠিক পথ। লিয়াং চু ফোরামের মাধ্যমে “বেল্ট আ্যান্ড রোড” উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সভ্যতার বিনিময় জোরদার  হবে এবং বিশ্ব সভ্যতা প্রস্তাব বাস্তবাযন হবে। সমান, সংলাপ, পরস্পরের কাছ থেকে শেখা, এবং সহনশীলতা সভ্যতার চেতনা সৃষ্টি করবে। নানান দেশের মানুষ বন্ধুর মতো, পরিবারের মতো পরস্পরকে জানতে পারবে—এমন প্রত্যাশা প্রকাশ করেন চীনা প্রেসিডেন্ট।

সহনশীলতা চীনা সভ্যতার একটি বৈশিষ্ট্য, আর লিয়াং চু ফোরাম চীনের সাংস্কৃতিক উন্নয়নের প্রমাণ। কেবল সহনশীল ও উন্মুক্ত সভ্যতা বজায় রাখলে মানবসভ্যতা উন্নত ও সমৃদ্ধ হতে পারে। বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় হলে মানবসভ্যতা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। (শিশির/আলিম/রুবি)