‘এই জীবনে’
2023-12-06 15:41:23

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই রু ইয়ুনের  সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ছেন সিয়াও ছুন, তার আসল নাম ছেন সিয়াও জিন। ১৯৬৭ সালের ৮ জুলাই চীনের কুয়াংতুং প্রদেশের হুইচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিখ্যাত গায়ক এবং অভিনেতা।

১৯৮০ সালে ১৩ বছর বয়সী ছেন সিয়াও ছুন মাধ্যমিক স্কুলের প্রথম বর্ষেই লেখাপড়া বন্ধ করে বাবার সঙ্গে হংকংয়ে যান। পুষ্টির অভাবের কারণে তাকে দেখতে আসল বয়সের চেয়ে ছোট মনে হয়। তখন ছেন সিয়াও ছুন চাকরি খুঁজে পান না, তাই শুধুই বাবার সঙ্গে কিছু অস্থায়ী কাজ করেন।

১৯৮৫ সালে ছেন সিয়াও ছুন টিভিবি’র নৃত্যশিল্পীর প্রশিক্ষণ ক্লাস থেকে স্নাতক হয়ে সঙ্গীত ব্যান্ড ‘পাও সিয়াও জি’-তে যোগ দেন। এর সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন বিখ্যাত কন্ঠশিল্পীর সঙ্গে সহযোগিতা করতে শুরু করেন।

বন্ধুরা, এখন শুনুন ছেন সিয়াও ছুনের গান ‘এই জীবনে’। গানের কথাগুলো এমন: আমি তোমাদের দুজনের সুখী প্রেমের সম্পর্ক কামনা করতে চাই না। এটা কি এতোটাই অদ্ভুত? এমনকি, যদি একটি পুরানো প্রেমিক ভালো বন্ধু হওয়ার ভান করে, কে আমার মিষ্টি কথার পরোয়া করে? আমি তোমাকে আশীর্বাদ করতে ইচ্ছুক, যেমন আমি তোমাকে যেতে দিতে ইচ্ছুক। তবুও ক্ষমা করতে ইচ্ছুক, আমার নিজের জন্য দুঃখ হয়। এখনও স্বার্থপরতা আছে যা তোমাকে আমার যত্ন নিতে পারে। আমার বাকি জীবন, আমি এতো মহান যে নিজেকে হীন মনে হয়, তবুও আমি একজন সাধারণ মানুষ।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এবারে শুনুন ছেন সিয়াও ছুনের গান ‘তুমি এতো নিষ্ঠুর!’। গানের কথাগুলো এমন: তুমি অনেক নিষ্ঠুর,  ব্রেকআপ উপহারের জন্য তোমাকে ধন্যবাদ, তোমাকে হ্যালো না বলাতে এতো বিব্রত কেন? আমাকে রক্ষা করার জন্য তোমাকে ধন্যবাদ।  একটি কথা না বলে আমার সাথে নাচ। আসলে, বিদায় বলা খুব ভীতিকর ব্যাপার না।  আমরা সবাই যদি ঠান্ডা রক্তের প্রাণী হয়ে যাই, আমি অবশেষে জানি তুমি খুব নিষ্ঠুর। তোমাকে ছেড়ে যাওয়া এতোটা নিষ্ঠুর ব্যাপার না, আমি কাঁদতেও পারি না।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এবারে শুনুন ছেন সিয়াও ছুনের গান ‘পাগল’। গানের কথায় বলা হয়েছে: আমি চিন্তিত যে আমার প্রেমে পড়ার নগদ অর্থ থাকবে না। আমি উদ্বিগ্ন যে ভবিষ্যতের কথা বলা ভাগ্য বলা নয়। আমি চিন্তিত এটা মানসিক রোগ। কিন্তু আমি তাদের মতোই, তাই আমার পাগল হওয়াটাই স্বাভাবিক। আমি একটি ভালো উদাহরণ স্থাপন করেছি এবং তারা সবাই আমাকে উত্সাহিত করেছিল। আমি পাগল ও সুস্থ এবং সমগ্র বিশ্ব এর প্রশংসা করে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন সিয়াও ছুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)