হুয়াইট
2023-12-06 13:58:21

হুয়াইট ১৯৯৪ সালের ১৯ জুন চীনের তাইওয়ান প্রদেশের সিনজু শহরে জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের একজন গায়িকা, গীতিকার ও চিকিত্সক। 

২০১৯ সালের ২৮ জুন তিনি তাঁর প্রথম একক গান ‘কাজজো’ প্রকাশ করেন এবং আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন। একই বছরের ৩ সেপ্টেম্বর তিনি দ্বিতীয় একক গান ‘ঘুমাতে পারছি না’ প্রকাশ করেন। এক মাস পর তিনি তাঁর তৃতীয় গান ‘সান্তে’ প্রকাশ করেন এবং ৩ ডিসেম্বর তিনি ‘বেবি কেকস’ নামে অন্য একটি গান প্রকাশ করেন।


২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ওইল মো’র সঙ্গে গাওয়া হুয়াইটের ‘লেডি ফার্স্ট’ গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এরপর থাও ইছুনের সঙ্গে তাঁর গান ‘Seh Ah Seh’ প্রকাশিত হয় ১৫ মে । ৩১ জুলাই তিনি নিজের প্রথম একক অ্যালবাম ‘A Bedroom of One's Own’ প্রকাশ করেন। এতে অন্তর্ভূক্ত করা হয় ‘Lady first’ এবং ‘You Say Goodbye Easily’ সহ মোট ১১টি গান। অ্যালবামটি প্রথম ‘প্লে মিউজিক অ্যাওয়ার্ডসে’ বার্ষিক স্বাধীন অ্যালবাম পুরষ্কার জেতে। তাহলে বন্ধুরা, এখন আমি অ্যালবামের ‘You Say Goodbye Easily’ শীর্ষক গানটি আপনাদেরকে শোনাবো। কেমন? সঙ্গে সঙ্গে শোনাবো থাও ইছুনের সঙ্গে যৌথভাবে সৃষ্ট গান ‘Seh Ah Seh’। 

২০২০ সালের ৯ নভেম্বর সুইট জনের সঙ্গে গাওয়া হুয়াইটের গান ‘তোমার জন্য যা রেখেছি তা আমি কখনই রিমিক্স করিনি’ প্রকাশিত হয়। ২০২১ সালের ২১ আগস্ট ‘A Bedroom of One's Own’ অ্যালবামটি দিয়ে তিনি ৩২তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা নতুন শিল্পী পুরষ্কার জেতেন। ১০ নভেম্বর তিনি প্রথমবারের মতো তাইপেই এরিনায় সঙ্গীত পরিবেশন করেন। ৭ ডিসেম্বর উ ওয়েনফাংয়ের সঙ্গে দ্বৈত্ব গান ‘নৈতিক ক্ষতিপূরণ’ প্রকাশ করেন তিনি। গানটি উ ওয়েনফাংয়ের অ্যালবামে রাখা হয়। আচ্ছা বন্ধুরা, এখন আমি ‘তোমার জন্য যা রেখেছি তা আমি কখনই রিমিক্স করিনি’ এবং ‘নৈতিক ক্ষতিপূরণ’ দু’টো গান আপনাদেরকে শোনাচ্ছি। 

গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। অনুষ্ঠানের শেষ দিকে আমি আপনাদেরকে হুয়াইটের আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘Finally’। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে।  (প্রেমা/রহমান)