‘কান’
2023-12-05 16:31:22

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী লি রুং হাও-এর  সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

লি রুং হাও, ১৯৮৫ সালের ১১ জুলাই চীনের আনহুই প্রদেশের বাংবু শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের সংগীত জগতের বিখ্যাত গায়ক, গীতিকার, গিটারিস্ট (Guitarist) এবং অভিনেতা।

লি রুং হাও নয় বছর বয়স থেকে চৌম্বকীয় টেপ শুনতে শুনতে গিটার বাজানো শিখেন। সংগীতের এই অনুরাগী মাধ্যমিক স্কুলের পর থেকে আর স্কুলে যাননি। এরপর বাবা মা’র পরামর্শ অনুযায়ী লি রুং হাও প্রতি সপ্তাহে ট্রেনে করে বাংবু শহর থেকে নানচিং শহরে গিয়ে ডাবল বাস (Double bass) শিখেন। তিনি টানা সাত বছর ধরে ডাবল বাস শিখেছেন। পরে তিনি নিজেও গিটার ক্লাস শুরু করেন এবং এসব ক্লাসে শতাধিক ছাত্রছাত্রী তার কাছ থেকে গিটার শিখেছে।

লি রুং হাও চীনের নানচিং শহরে একটি সংগীত ব্যান্ড দল গঠন করেন। এ ছাড়া, লি রুং হাও চিয়াংসু প্রদেশের পঞ্চম পপ সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। লি রুং হাও আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়া করতে চেয়েছিলেন। তিনি তিন বার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন এবং তিন বারই ব্যর্থ হন। লি রুং হাও একটি গুরুতর গাড়ি দুর্ঘটনায় পড়েন। এ কারণে তিনি হাসপাতালে এক বছর চিকিত্সাধীন ছিলেন। হাসপাতাল থেকে বের হওয়ার পর তিনি তাঁর মাকে নিয়ে বেইজিংয়ে আসেন। তিনি বেইজিংয়ে গান রচনা শুরু করেন।

বন্ধুরা, এখন শুনুন লি রুং হাও-এর কন্ঠে ‘কান’। গানের কথাগুলো এমন: কার পদচিহ্ন কাছে আর কার পদধূলি দূরে? আমি তোমার কথা শুনিনি এবং তোমাকে একাকীত্ব থেকে দূরে সরিয়ে দেইনি। সবসময় কান বন্ধ রাখি, যতক্ষণ না আমার হৃদয় শূন্য হয়ে যায়। সমস্ত ইন্দ্রিয় নিস্তেজ, খাবার আর চা নিয়ে ভাবছি না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার সেই প্রিয় পুরনো গান শুনতে থাকি।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এখন শুনুন লি রুং হাও-এর গান ‘সব একই’। গানের কথায় বলা হয়েছে: রাস্তার দুপাশে একা একা হেঁটেছি। দেখা যাচ্ছে আমরা এমন নই, এই জায়গাটিকে স্মরণ করার জন্য একটি ফটো তুলি। বিষয়বস্তু ছাড়া একটি হাসি। চুপচাপ শুনি তোমার কথা, সূর্যাস্তের তলে বেড়া। সহজ বিদায়ী উত্তর, যে দু'জন ঘুরে দাঁড়ালো তারা যেতে পারেনি। তারা সবাই আহত।

আচ্ছা, শুনুন এই গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো লি রুং হাও-এর গান ‘আদর্শ আছে’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি রুং হাও-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)