চীনের সঙ্গে ডিজিটাল বাণিজ্য সহযোগিতা গভীরতর করার প্রত্যাশা বিদেশিদের
2023-12-04 09:58:28

গত ২৩ থেকে ২৭ নভেম্বর দ্বিতীয় বিশ্ব ডিজিটাল বাণিজ্যমেলা জেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে অনুষ্ঠিত হয়েছে। বেশ কয়েকজন বিদেশি অংশগ্রহণকারী বলছেন, মেলাটি ছিল ডিজিটাল বাণিজ্য উন্নয়ন শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এবং বিশ্ব ডিজিটাল অর্থনৈতিক সহযোগিতা বেগবান করার আন্তর্জাতিক ‘পাবলিক পণ্য’। চীনের সঙ্গে ডিজিটাল বাণিজ্য ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করার মধ্য দিয়ে ডিজিটাল বাণিজ্য উন্নয়নের সুফল ভাগাভাগি করার প্রত্যাশা করেন তারা।

এ মেলার প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল ট্রেড, গ্লোবাল এক্সেস’। মেলায় ৮শ’র বেশি ডিজিটাল বাণিজ্য-প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এদের মধ্যে ছিল ‘ফরচুন গ্লোবাল ৫শ’ কোম্পানির ৫০টিরও বেশি এবং বিশ্ব ও চীনের ডিজিটাল বাণিজ্যের শীর্ষ ১শ’ প্রতিষ্ঠানের ৫০টিরও বেশি । এছাড়া শতাধিক ‘নতুন ডিজিটাল পণ্য’ প্রথমবারের মতো প্রদর্শিত হয়।

এবারের মেলায় প্রকাশিত ‘চীনের ডিজিটাল বাণিজ্য উন্নয়ন প্রতিবেদন ২০২২’-এ দেখা গেছে, বর্তমানে ডিজিটাল বাণিজ্য উত্সাহব্যঞ্জকভাবে প্রসারিত হচ্ছে এবং ধাপে ধাপে এটি রিকম্বিনেশন ফ্যাক্টর রিসোর্স, অর্থনৈতিক কাঠামো রিমডেলিং এবং প্রতিদ্বন্দ্বিতামূলক কাঠামো পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হচ্ছে। একই সঙ্গে ডিজিটাল বাণিজ্য বিশ্ব শিল্প চেইন ও সরবরাহ চেইনের দ্রুত ইন্টিগ্রেশন বেগবান করে এবং ব্যাপকভাবে বাণিজ্যিক মূল্য হ্রাস করে, বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারের জন্য নতুন চালিকাশক্তি যোগাচ্ছে।

চীনে নিযুক্ত কিরগিজস্তানের প্রতিনিধি জানান, বর্তমান বিশ্ব অর্থনীতিতে ডিজিটাল বাণিজ্যের ভুমিকা গুরুত্বপূর্ণ। এ খাতের সম্ভাবনা অভূতপূর্ব এবং এ খাতে অব্যাহতভাবে উন্নয়ন ও সম্প্রসারণ হবে। এক্ষেত্রে চীনের প্রাধান্য সুস্পষ্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা, ই-কমার্স, অর্থবিজ্ঞান ও প্রযুক্তি, ক্লাউড-কম্পিউটিং এবং ইন্টারনেট অব থিংসসহ বিভিন্ন নতুন প্রযুক্তি চীনে উত্সাহব্যঞ্জকভাবে উন্নত হচ্ছে। ডিজিটাল বাণিজ্যমেলায় চীনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট নতুন পণ্য মানুষের মনের ওপর গুরুত্বপূর্ণ ছাপ ফেলেছে।

বেসরকারি আন্তর্জাতিক আইন বিষয়ক হেগ সম্মেলনের উপ-মহাসচিব বলেন, বিশ্ব ডিজিটাল হলে তা বাণিজ্য কার্যকারিতা ও উত্পাদনক্ষমতা বাড়াতে সহায়ক হবে এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধি, তথ্য ও শিক্ষা অর্জন উন্নীত করার পাশাপাশি পরিবেশের স্থায়িত্ব বাড়ানোর অনুকূল হবে। চীন-উত্থাপিত ‘ডিজিটাল সিল্ক রোড’ নির্মাণ, ডিজিটাল অবকাঠামো নির্মাণ, প্রযুক্তি স্থানান্তর এবং ডিজিটাল সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়ার উদ্যোগ বিশ্বে ডিজিটাল আন্তঃযোগাযোগ জোরদার করার অনুকূল হবে।

রাশিয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম ওজোনের অধীন ওজোন বিশ্ব কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান গুসামভ জানান, তার দেশের ই-কমার্স বাজার স্পষ্টভাবে বড় হচ্ছে। রাশিয়া চীনের আন্তঃসীমান্ত ই-কমার্সের সবচেয়ে মূল্যবান বিদেশি বাজারগুলোর অন্যতম বাজারে পরিণত হয়েছে।

এবারের ডিজিটাল বাণিজ্যমেলার একটি প্রধান অতিথি দেশ দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন মন্ত্রী স্টেলা এনদাবেনি-আব্রাহামস বলেন, মাঝারি, ছোট ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান হলো দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি এবং ই-কমার্স উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী। তিনি বলেন, সরকার অব্যাহতভাবে তাদের চীনা অংশীদারদের সঙ্গে পরস্পরের জন্য কল্যাণকার সম্পর্ক প্রতিষ্ঠাকে সমর্থন দিতে থাকবে, যাতে ই-কমার্স ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও চীনের মধ্যে অধিকতর সহযোগিতার জন্য আরও ভালো পরিবেশ সৃষ্টি করা যায়।

এছাড়া ফিনল্যান্ডের ডিজিটাল প্রযুক্তি ও পরিষেবা খাতের ১৮টি কোম্পানি মেলায় অংশ নেয়। দেশটি দু’দেশের কোম্পানিগুলোর মধ্যে নতুন যোগাযোগ প্রতিষ্ঠা এবং নতুন ব্যবসার সুযোগ সৃষ্টির প্রত্যাশা করে। ডিজিটাল অর্থনীতি সবুজ অর্থনৈতিক রূপান্তরের অবিচ্ছেদ্য অংশ। ডিজিটাল বাণিজ্য সহযোগিতা গভীরতর করা গেলে তা মানবজাতির জন্য আরও সুন্দর ভবিষ্যত সৃষ্টি করবে। (প্রেমা/রহমান)