মালয়েশিয়ায় প্রযুক্তিকর্মী গড়ে তুলতে সাহায্য করছে ইসিআরএল প্রকল্প
2023-12-04 10:00:51

ছয় শ’ কিলোমিটারেরও বেশি দীর্ঘ ইস্ট কোস্ট রেল লিঙ্ক (ইসিআরএল) মালয়েশিয়ার একটি রেল লাইন, যেটি চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) নির্মাণ করছে। এটি দেশটির পূর্ব ও পশ্চিম উপকূলকে সংযুক্তকারী ‘স্থল সেতু’ বলে গণ্য হচ্ছে। নির্মাণকাজ শেষ হবার পর এ রেল লাইন দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন বেগবান করার পাশাপাশি স্পষ্টভাবে রেল লাইন বরাবর অঞ্চলের আন্তঃযোগাযোগ মান উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।

গুনাসিল্যান্ড দেশটির নেগারি পেরাক রাজ্যের অধিবাসী। ২০১৩ সাল থেকে তিনি সিসিসিসি’র সঙ্গে যুক্ত। ইসিআরএলে যোগ দেওয়ার আগে তিনি অন্য দু’টি প্রকল্পে কাজ করে ঝালাই কাজে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন। এ অভিজ্ঞতা ইসিআরএল প্রকল্পে কাজের জন্য তাকে উপযুক্ত করেছে।

তিনি বলেন, ইসিআরএল প্রকল্পে অংশ নেওয়ায় পর আমি প্রথমবারের মতো নিশ্চল ফ্ল্যাশ ঝালাইয়ের সঙ্গে পরিচিত হই। আমার জন্য এটি ছিল একটি নতুন চ্যালেঞ্জ, যা আমাকে ঝালাইয়ে দক্ষতা উন্নয়নের সুযোগ করে দেয়।

রেল ওয়েল্ডিং ওয়ার্কশপে গুনাসিল্যান্ডের মতো অনেক স্থানীয় কর্মী বা তৃতীয় দেশের কর্মী কাজ করেন। প্রকল্প এগিয়ে যাবার প্রক্রিয়ায় তারা দক্ষতা রপ্ত করছেন এবং নিজেদের উন্নতি করছেন।

বর্তমানে প্রকল্পটির নির্মাণ কাজের প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছে। গত অক্টোবর পর্যন্ত প্রকল্পটি মালয়েশিয়া ও প্রতিবেশি দেশের নাগরিকদের জন্য ১৮ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে। এ প্রকল্পে কাজ করা স্থানীয় কর্মীর সংখ্যা ৬ হাজার ৫শ’। এছাড়া প্রকল্প বাস্তবায়নকারীদের ১ হাজার ৯শ’র বেশি স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা আছে। প্রকল্পটির মাধ্যমে মালয়েশিয়ার প্রায় ১ হাজার ১শ’ প্রযুক্তিকর্মী প্রশিক্ষণ পেয়েছেন।

নিজের হাতে ঝালাই হওয়া একেকটি লম্বা ইস্পাত রেলে যুক্ত হয়ে দেশটির পূর্ব ও পশ্চিম উপকূলীয় অঞ্চলকে সংযুক্ত করছে – একথা ভাবলে গুনাসিল্যান্ড গর্বিত বোধ করেন। তিনি বলেন, “সিসিসিসি আমাকে অনেক বড় হবার সুযোগ দিয়েছে এবং আমি নিজের হাতে আরও ভালো কাজ করতে পারি। আমি এ সুযোগকে কাজে লাগিয়ে দক্ষতা রপ্ত করে নিজেকে আরও উন্নত করতে চাই।”

সম্প্রতি মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী অ্যান্টনি লোক সিউ ফুক বলেন, প্রকল্প সম্পন্ন হবার পর এটি দেশটির পূর্ব ও পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ শহরগুলোকে সংযুক্ত করে, মালায়া পূর্ব ও পশ্চিম দিকে রেলওয়ে ট্রাক গঠন করবে। এছাড়া এ রেল লাইন এর পার্শ্ববর্তী এলাকার অধিবাসীদের প্রাত্যহিক জীবন সহজ করবে এবং দেশটির পূর্ব ও পশ্চিম উপকূলীয় অঞ্চলের সুষম উন্নয়ন বেগবান করবে।

মন্ত্রী বলেন, প্রকল্পটি শুধু রেলপথ ক্ষেত্রের সহযোগিতাকেই বাড়ায়নি, বরং স্থানীয় শিল্প উন্নয়ন এবং মেধাশক্তি প্রশিক্ষণকে শক্তিশালী করছে। তিনি আশা করেন, ভবিষ্যতে প্রকল্পটিতে আরও বেশি বিনিয়োগ আসবে, রেলপথ বরাবর অঞ্চলে আরও বেশি শিল্পাঞ্চল নির্মিত হবে এবং উচ্চ মূল্য সংযোজন শিল্প গড়ে উঠবে। এছাড়া এটি রেলখাতে আরও বেশি স্থানীয় মেধা লালন করে, আরও বেশি রেল প্রকল্পের উন্নয়ন চাহিদা পূরণ করবে। (প্রেমা/রহমান)