জনাব এ বি সিদ্দিকের সাক্ষাত্কার
2023-12-03 17:30:59

আজকের বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন জনাব এ বি সিদ্দিক। তিনি বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোশিয়েসনের সভাপতি। বর্তমানে চীনের নানজিং শহরের নানজিং ইউনিভার্সিটির স্কুল অফ এনভারয়নমেন্টের একজন পিএইচডি গবেষক। পাশাপাশি সাইকোলজিতেও ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন। তিনি চীনা সরকারি শিক্ষাবৃত্তি নিয়ে বর্তমানে চীনে অবস্থান করছেন।

 

জনাব সিদ্দিক নিজেকে একজন সমাজকর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রয়েছে তার সরব উপস্থিতি। তরুণদের মানসিক সাপোর্ট দেওয়ার লক্ষ্যে তার প্রতিষ্ঠিত অনলাইন প্লাটফর্ম ‘একাউন্টেবিলিটি পার্টনার’ বেশ সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সাহিত্যেও তার ভালো দখল রয়েছে। এ পর্যন্ত তার ৬টি বই প্রকাশিত হয়েছে। প্রকাশের অপেক্ষায় রয়েছে আরও বেশকিছু বই।

 

একজন গবেষক হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকিতে জনাব সিদ্দিকের বেশ কিছু গবেষণানিবন্ধ প্রকাশিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সেও তিনি নিয়মিত অংশগ্রহণ করেন।