ডিসেম্বর ২: পাঁচ শতাধিক দেশি-বিদেশি ব্যবসাপ্রতিষ্ঠান ও সংস্থা বেইজিংয়ে অনুষ্ঠিত প্রথম সরবরাহ চেইন মেলায় অংশগ্রহণ করেছে। এক হাজারেরও বেশি সরকারি কর্মকর্তা, শিল্প ও বাণিজ্য মহলের ব্যক্তি এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা এবারের মেলায় অংশগ্রহণ করেন। বিদেশি অংশগ্রহণকারীরা বিশ্বের সরবরাহ চেইনে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। আজকের অনুষ্ঠানে আমি এ বিষয়টি তুলে ধরবো।
প্রথম চীন আন্তর্জাতিক সরবরাহ চেইন মেলা হলো সরবরাহ চেইনকে প্রতিপাদ্য হিসাবে নিয়ে আয়োজিত বিশ্বের প্রথম জাতীয় মেলা। এটি বিশ্বের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে। ব্রিটেন-চীন ব্যবসা উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান জন ম্যাকলিন সাংবাদিকদের জানান, বর্তমানে চীন ঘনিষ্ঠভাবে বিশ্বের সরবরাহ চেইন ব্যবস্থায় অন্তর্ভূক্ত রয়েছে এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালা মনে করেন, বর্তমানে কিছু কিছু দেশ ‘রাষ্ট্রীয় নিরাপত্তা’ ভাবনা ও ভূ-রাজনৈতিক প্রভাবে ধীরে ধীরে নিজের দেশের সরবরাহ চেইন বিকাশের পথে যাত্রা করছে। এটি অনেক অসুবিধা নিয়ে আসবে। যেমন এটি সরবরাহের ঘনত্বও বাড়াবে এবং আমাদের ক্ষমতা কমাবে।
বুদ্ধিমান যানবাহন চেইনের প্রদর্শনী হলো এবারের মেলার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের খনি জায়ান্ট রিও টিন্টো গোষ্ঠীর সিইও আলফ ব্যারিওস মনে করেন, চীনের শিল্প ও সরবরাহ চেইনের ভিত্তি স্থিতিশীল। এর সহনশীলতা এবং এ ক্ষেত্রের স্বচ্ছতা চীনে বিনিয়োগের ব্যাপারে আন্তঃদেশীয় প্রতিষ্ঠানগুলোর আস্থা বাড়িয়েছে। তিনি বলেন, চীন কেবল আমাদের বৃহত্তম বাজার নয়; দেশটি ক্রমবর্ধমানভাবে আমাদের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সহযোগিতা, প্রতিভা ও প্রযুক্তির গুরুত্বপূর্ণ উত্সও হয়ে উঠছে।
টেসলা ইনকর্পোরেশনের ভাইস-প্রেসিডেন্ট সং কাং সাংবাদিকদের জানান, টেসলা বিভিন্ন সরবরাহ ব্যবসায়ীদের সঙ্গে অভিন্ন কল্যাণের সম্পর্ক গড়ে তুলেছে। দু’পক্ষ এখন একটি ঘনিষ্ঠ সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের অবিচ্ছেদ্য গোষ্ঠী। স্থানীয়ভাবে টেসলার কাঁচামালের যোগান নেওয়ার হার ৯৫ শতাংশ ছাড়িয়ে গেছে। গত চার বছরে টেসলা চীনে নিজের সরবরাহ চেইন গড়ে তুলেছে। কোম্পানির লক্ষ্য চীন থেকেই ১০০ শতাংশ কাঁচামালের যোগান নেওয়া।
একশ ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের একটি প্রধান ব্যবসায়িক অংশীদার হিসাবে চীন টানা ১৪ বছর ধরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক। চীন সংস্কার ও উন্মুক্তকরণ বজায় রেখে বিশ্বের জন্য বাজার, সহযোগিতা, ব্যবস্থা ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করেছে। চীন বিশ্বের শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীলতায় অবদান রেখেছে।
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের ট্রেড ফেসিলিটেশন বিভাগের প্রধান পল হ্যানসেন বলেন, বর্তমান চীন হলো বিশ্বের অধিকাংশ দেশ ও অঞ্চলের সরবরাহকারী দেশ। স্থিতিশীল ও মসৃণ সরবরাহ চেইন চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীন বিশ্বের সরবরাহ চেইনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীন একটি হাবও, যা অন্যান্য দেশকে একত্রে সংযুক্ত করে। (ছাই/রহমান)