‘প্রথম অশ্রু’
2023-11-30 10:00:04


আজকের অনুষ্ঠানে চীনের একজন গায়ক ও প্রযোজক সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম চেং ই মিং। তিনি তার গান গাওয়ার উচ্চ দক্ষতা ও শক্তিশালী কণ্ঠের জন্য পরিচিত। তার অনেক জনপ্রিয় গান ও ক্লাসিক পারফরমেন্স আছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন চেং ই মিংয়ের একটি সুন্দর গান ‘প্রথম অশ্রু’।গান ১

 

চেং ই মিং ১৯৮২ সালে চীনের হুনান প্রদেশের ছাং ত্য শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা ও মা স্থানীয় হান অপেরা অভিনেতা। তাদের প্রভাবে তিনি ছোট থেকেই সংগীত খুব পছন্দ করেন। গান গাওয়া পছন্দ করলেও তিনি প্রথমে গায়ক হওয়ার কথা ভাবেননি। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর চেং ই মিং পুলিশের কাজ নেন। কাজের বাইরে তিনি নিজে গান রচনা করেন এবং তার গাওয়া গান ইন্টারনেটে শেয়ার করেন। অপ্রত্যাশিতভাবে তার গানগুলো অনেকের পছন্দ হয়। ২০০২ সালে তার রচিত গান ‘তোমাকে আবার ভালোবাসবো’ ইন্টারনেটে পোস্ট করার পর ১ কোটিরও বেশি ভিউ হয়। এরপর তিনি গায়ক হওয়ার সিদ্ধান্ত নেন। বন্ধুরা, এখন চেং ই মিংয়ের জনপ্রিয় গান ‘তোমাকে আবার ভালোবাসবো’ শুনুন।গান ২

 

২০০৫ সালে চেং ই মিং একটি সংগীত কোম্পানিতে যোগ দেন এবং তার প্রথম অ্যালবাম ‘জুলাই’ প্রকাশ করেন। অ্যালবামের ১০টি গান তার নিজের রচিত শহস্রাধিক গানের মধ্য থেকে বেছে নেওয়া হয়। এতে ব্যালাড, ইলেকট্রনিক, পপসহ অনেক ধরনের সংগীতশৈলীর গান রয়েছে, যা দর্শকদের সমৃদ্ধ গান শোনার আনন্দ দিয়েছে। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের একটি সুন্দর গান ‘জুলাই’।গান ৩

 

ইন্টারনেটে চেং ই মিংয়ের গান অনেক জনপ্রিয় হলেও ২০০৬ সাল থেকে তিনি নিজে কম গান প্রকাশ করেন। তবে অন্যান্য গায়কের জন্য গান রচনা করেন এবং সংগীত প্রযোজকের কাজ শুরু করেন। বন্ধুরা, এবার আমরা শুনবো চেং ই মিং চীনের হংকংয়ের বিখ্যাত গায়ক চাং কুও রং স্মরণে রচিত একটি গান ‘গরম আতশবাজি’। চাং কুও রংয়ের একটি জনপ্রিয় গানে নিজেকে আতশবাজির সঙ্গে তুলনা করা হয়। এই গানে তিনি তা উদ্ধৃতি করে এই অসাধারণ গায়কের প্রতি শ্রদ্ধা জানান, যা অনেকের একই অনুভূতি সৃষ্টি করেছে। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৪

 

২০০৯ সালে চেং ই মিং চীনের একটি জনপ্রিয় টিভি সংগীত অনুষ্ঠান ‘জোরে গাও’-তে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তার চমত্কার পারফরমেন্স অনেকের পছন্দ হয়েছে ও বিচারকদের প্রশংসা পেয়েছে এবং অবশেষে সেখানে তিনি চ্যাম্পিয়ন হন। অনুষ্ঠানে তার রচিত গান ‘৪৪০০’ও বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং বার্ষিক সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কার পায়। বন্ধুরা, এখন চেং ই মিংয়ের সুন্দর গান ‘৪৪০০’ শুনুন।গান ৫

 

২০১২ সালে চেং ই মিং নিজের সংগীত স্টুডিও প্রতিষ্ঠা করেন। প্রযোজকের কাজ করার পাশাপাশি তিনি অনেক সংগীত অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং অনেক চমত্কার পারফরমেন্স করেছেন। তার কিছু পারফরমেন্স ‘পাঠ্যপুস্তক’ হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, এখন শুনুন চেং ই মিংয়ের অনুষ্ঠান ‘সবচেয়ে শক্তিশালী কণ্ঠে’ গাওয়া একটি ব্যাপক জনপ্রিয় গান ‘রাত রাত’।গান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে লিন ইয়ো চিয়ার আরেকটি সুন্দর গান ‘শেং ক্য’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।