এমজে১১৬
2023-11-29 10:46:37

এমজে১১৬ চীনের তাইওয়ানের একটি হিপ-হপ সঙ্গীত দল। ছেন ইরোং, চৌ ওয়েনচিয়ে এবং লিন মুইউয়ান – এই তিন জনকে নিয়ে গঠিত এ সঙ্গীতদল।

২০০৪ সালে এমজে১১৬ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালে তারা একটি র‌্যাপ ট্রাইআউটে দ্বিতীয় স্থান অর্জন করেন। একই বছর সঙ্গীতদল ‘MJ.Stand.Up’ নামে তার প্রথম ইপি প্রকাশ করে। ২০০৮ সালে তারা প্রথম অ্যালবাম ‘How We Roll’ প্রকাশ করেন।

 

শুনছিলেন এমজে১১৬-এর গান ‘Back To The Street’। গানটি তাদের প্রথম অ্যালবাম ‘How We Roll’ থেকে নেওয়া। অ্যালবামটিতে মোট ১১টি গান রয়েছে। অ্যালবাম প্রকাশটির করার সঙ্গে সঙ্গে তারা জাং জেনইউয়ে ও ফান ইছেনসহ অন্য কয়েকজন কণ্ঠশিল্পীর সাথে একটি আদিবাসী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। এখন আমি আপনাদেরকে এমজে১১৬-এর প্রথম অ্যালবামে অন্তর্ভূক্ত অন্য একটি গান শোনাতে চাই। গানের নাম ‘বাসায় থাকি’। 

 

২০১৪ সালের ফেব্রুয়ারিতে সঙ্গীতদল জান জেনইউয়ে এবং MC HotDog এমসি হটডগের সঙ্গে যৌথভাবে একটি গান প্রকাশ করে। গানের শিরোনাম ‘Super Duper Fly’। গানটি ২০১৪ সুচি শীতকালীন অলিম্পিক গেমসের চীনের অলিম্পিক কমিটির বিশেষ থিম সং। একই বছরের ১ আগস্টে সঙ্গীতদলটি তার দ্বিতীয় অ্যালবাম ‘Fresh Game’ প্রকাশ করে। অ্যালবামে মোট ১৯টি গান অন্তর্ভুক্ত করা হয়। অক্টোবর মাসে তারা এমসি হটডগের সঙ্গে কুয়াংচৌ কেন্দ্রীয় রেলস্টেশনে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। এ অ্যালবামটি দিয়ে ওই বছরই তারা ২৫তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা গ্রুপ পুরষ্কারে ফাইনালিস্ট হন। আচ্ছা বন্ধুরা, এখন আমি আপনাদেরকে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘Fresh Game’ থেকে দু’টো গান শোনাচ্ছি, কেমন? গানের শিরোনাম ‘Super Cool’ (সুপার কুল) এবং ‘Man In The Mirror’ (ম্যান ইন দ্য মিরর)। ‘ম্যান ইন দ্য মিরর’ নারী কণ্ঠশিল্পী ওয়ে রুশ্যুয়ানের সঙ্গে এ সঙ্গীতদলের গাওয়া একটি গান। 

 

২০১৫ সালের ৯ এপ্রিল এমজে১১৬ একক র‍্যাপ গান ‘প্রকাশ’ বের করে। জুলাই মাসে তারা জান জেনইউয়ে ও এমসি হটডগের সঙ্গে G.U.T.S (জি. ইউ. টি. এস) নামক র‍্যাপ গ্রুপ গঠন করেন। একই বছর ‘জি. ইউ. টি. এস’ বিশ্ব ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। ২০১৬ সালের ২৮ জানুয়ারিতে ‘জি. ইউ. টি. এস’ ‘স্বর্গ থেকে সৈন্য’ নামক প্রথম ইপি প্রকাশ করে। এতে মোট ৭টি গান অন্তর্ভূক্ত করা হয়। বন্ধুরা, সুযোগ পেলে আমি পরে ‘জি. ইউ. টি. এস’-এর গান আপনাদেরকে শোনাবো। কিন্তু আজকের অনুষ্ঠানে আমি এমজে১১৬-র গান শোনাই, কেমন? এখন শোনাবো ‘২০৩০’ শীর্ষক তাদের আরেকটি গান। 

 

২০১৮ সালের ৭ জুন এমজে১১৬ নতুন অ্যালবাম ‘হাঁটা ও লাফানো’ প্রকাশ করে। এই অ্যালবামের জন্য তারা ৩০তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা ভোকাল গ্রুপ পুরস্কারের জন্য মনোনিত হন। এখন আমি অ্যালবামের শিরোনাম গানটি আপনাদের শোনাতে চাই। 

 

গানগুলো কেমন লেগেছে আপনাদের? আশা করি, ভালো লেগেছে। প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদেরকে সঙ্গীতদলটির আরেকটি গান শোনাতে চাই। গানের শিরোনাম ‘You never know’। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।

 

(প্রেমা/রহমান)