‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৪৬
2023-11-29 17:28:36

                             

‘তারুণ্যের অগযাত্রা’ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী।  দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে। এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়। চীন ও বাংলাদেশের তরুণদের অফুরান সম্ভাবনার কথা তুলে ধরবো এই অনুষ্ঠানে। তরুণদের সৃজনশীলতার গল্পগাঁথা নিয়েই সাজানো হয়েছে আমাদের তারুণ্যের অগ্রযাত্রা।       

১.  তরুণদের প্রতি দেশ ও জাতি সম্পর্কে আরও জ্ঞান অর্জনের আহ্বান

 

দেশপ্রেম শানিত করতে চীন ও চীনা জাতির ইতিহাস সম্পর্কে আরও বেশি জানার জন্য যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং সুয়েসিয়াং। 

 

সম্প্রতি হংকং ও ম্যাকাওয়ের দেড়শ’ যুব প্রতিনিধি বেইজিংয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান উপপ্রধানমন্ত্রী। একটি বিনিময় কর্মসূচির আওতায় মূল ভূখণ্ড সফরে আসে যুবকদের ওই প্রতিনিধিদল। 

 

উপপ্রধানমন্ত্রী বলেন, হংকং ও ম্যাকাওয়ের যুবকদের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন-স্বার্থ রক্ষা করা উচিত এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির বাস্তবায়নে অবদান রাখা উচিত।

 

এসময় তিনি আরও বলেন, যতক্ষণ হংকং ও ম্যাকাওয়ের তরুণরা উন্নয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করবে, ততক্ষণ হংকং ও ম্যাকাওয়ের ভালো উন্নয়ন হবে এবং পুরো চীনের জন্যও এ সূত্র প্রযোজ্য। 

তিং সক্রিয়ভাবে দেশের উন্নয়নে নিজেদেরকে সম্পৃক্ত করতে এবং দৃঢ় প্রচেষ্টার মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণে যুবকদের উৎসাহিত করেন।

 

সভায় যোগদানকারী যুবকরা সফরকালে তাদের সঞ্চিত অভিজ্ঞতা তুলে ধরেন এবং জাতীয় উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নেওয়ার এবং চীনের জাতীয় পুনর্জাগরণে অবদান রাখার অঙ্গীকার করেন।

বিনিময় কর্মসূচির আওতায় এই বছর হংকং ও ম্যাকাও থেকে ১ লাখ ৬৫ হাজার তরুণ মূল ভূখণ্ড সফর করেন।

 

প্রতিবেদক : শিহাবুর রহমান

সম্পাদক : রওজায়ে জাবিদা ঐশী

 

২. ‘বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করা আমার স্বপ্ন’

 

চীনের আজকের এই অগ্রযাত্রার পেছনে, চীনের এই বিশাল জনগোষ্ঠীর স্বনির্ভরশীল হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করেন বাংলাদেশি তরুণ  তাজবীউল ইসলাম ইসকেম। 

 

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। তিনি বর্তমানে একটি প্রযুক্তিভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। সম্প্রতি কাজের অংশ হিসেবেই তিনি চীনের সাংহাই সফর করেছেন।

 

 

 

তাজবীউল ইসলাম ইসকেমকে আমরা তারুণ্যের অগ্রযাত্রার এই পর্বে আমন্ত্রণ জানিয়েছি। চীন থেকে তার অভিজ্ঞতা, দুই দেশের প্রযুক্তিতখাত এবং বাংলাদেশের নানা বিষয় নিয়ে কথা হয় ইসকেমের সঙ্গে। 

  

একটি দেশকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কী করা উচিৎ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিটা মানুষকে কর্মমুখী তথ্য প্রযুক্তির শিক্ষা প্রদান করতে হবে এবং যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কর্মের ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের বুঝতে হবে এটি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ।’ 

  

তার বিসিএস জার্নি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিসিএস নিয়ে স্বপ্ন দেখা উচিৎ। কিন্তু কখনোই জীবনের একমাত্র গোল ধরে নেয়া উচিৎ না। স্বপ্ন দেখাই যেতে পারে তবে সফল না হলে হতাশ হওয়ার কিছু নেই। বিসিএস ছাড়াও আরও ১০টি সম্ভাবনা আছে যা প্রকাশ করা উচিৎ।’    

   

সাক্ষাৎকারগ্রহণ : রওজায়ে জাবিদা ঐশী 

 

আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।

 

পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী   

অডিও সম্পাদনা: রফিক বিপুল ও রওজায়ে জাবিদা ঐশী   

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী