‘ইতোমধ্যে ভালোবেসেছি’
2023-11-29 19:30:21

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং ছিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চাং ছিয়ান, ১৯৭৪ সালের ১৮ ফেব্রুয়ারি চীনের জিয়াংসু প্রদেশের ছাংচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী, অভিনেত্রী ও উপস্থাপিকা। ১৯৯৩ সালে তিনি চীনের যুব কণ্ঠশিল্পীর টিভি প্রতিযোগিতায় অংশ নিয়ে শাংহাই শাখা প্রতিযোগিতার শ্রেষ্ঠ পুরস্কার জিতে নেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতমহলে যোগ দেন।

১৯৯৫ সালে চাং ছিয়ান চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি’র আয়োজিত দেশব্যাপী কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার জিতে নেন। সেই বছর চাং ছিয়ানের একক গান ‘ছোটবেলার গল্প’ এবং ‘একাকী ঘুড়ি’ প্রকাশিত হয়। তখন থেকে তিনি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।

 

বন্ধুরা, এখন শুনুন চাং ছিয়ানের কণ্ঠে ‘ঠিক তোমাকে ভালোবাসি’। গানের কথাগুলো এমন: ভালোবাসার সুখের দেশে তুমি আমার একমাত্র। আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি যখন হেরে যাবে তখনই তুমি লালন করা শিখতে পারবে।  কিন্তু আমি তোমাকে লালন করি। আঘাত যত বেদনাদায়ক, ভালবাসা তত গভীর। প্রতিবার আমরা কাছে যাই। তুমি আমাকে আমার বিভ্রান্তি কাটিয়ে দাও, সব দুশ্চিন্তা ভুলে যায়। আমি তোমাকে আমার বাহুতে শক্ত করে ধরে রাখি। তুমি আমার হাতে ধরো। ভালোবাসার বিশুদ্ধ পৃথিবীতে তুমি আমার একমাত্র, কখনই সন্দেহ করবে না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চাং ছিয়ানের গান ‘ইতোমধ্যে ভালোবেসেছি’। গানের কথায় বলা হয়, আরে, তোমার কাছ থেকে ওই মহিলা এখন অনেক রাত হয়ে গেছে, কফি কি এখনও গরম? আমাদের অতীতের কথা ভাবছ। সন্ধ্যা পর্যন্ত হাঁটলাম। এখন অপরিচিত, আমার কথা কখনো ভাবিনি। এই দ্রবীভূত আত্মা। অনিচ্ছাকৃতভাবে তোমার হৃদয় ভেঙে গেছে। যদি আমাদের এখনও সম্ভাবনা থাকে। ছুটবো তোমায় নষ্ট করার পথে। আমরা একে অপরকে ভালবাসি, তাহলে আমাদের ভয় কিসের?

সারাজীবন তোমাকে ভালোবাসি। বৃষ্টির পরে রংধনু আঁকবো।

আচ্ছা, শুনুন এই গানটি।

বন্ধুরা, এখন শুনুন চাং ছিয়ানের গান ‘এমন একটি গান আছে কি?’। গানের কথাগুলো এমন: অনেক দিন ধরে দেখা নেই, তুমি কি এখন ভালো আছো। তুমি একবার বলেছিল তুমি একা থাকতে চাও না। আমরা সবাই এই শহরে বাস করি। কিন্তু আমাদের আর দেখা হলো না কেন? কিন্তু আমি কেবল অপরিচিতদের কাঁধে ঘষতাম। এমন গান আছে কি? তোমাকে আলতো করে অনুসরণ করতে দেবে এবং একসাথে অতীতে আমাদের স্মৃতিগুলো নীরব থাকবে না। এমন গান আছে কি? মনে রাখবে আমায় মনে মনে। আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো চাং ছিয়ানের আরেকটি গান, গানের নাম ‘পথ অনেক দূর’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং ছিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)