‘সত্য প্রেমের শত্রু নেই’
2023-11-28 17:27:25

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই রু ইয়ুনের  সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

সুই রু ইয়ুন, ১৯৭৪ সালে চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের সঙ্গীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী ও গীতিকার। পাশাপাশি, তিনি একজন লেখক ও আভিনেত্রী।

১৯৯৫ সালে সুই রু ইয়ুনের প্রথম অ্যালবাম ‘অন্যকে খুশি করা’ প্রকাশিত হয়। একই বছর তাঁর অ্যালবাম ‘যদি মেঘ জানে’ প্রকাশের পর এশিয়ায় ২২ লাখ কপি বিক্রি করা হয়। আর তিনি এই অ্যালবাম নিয়ে চীনা ভাষার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পীর মনোনয়ন পান।

১৯৯৭ সালে সুই রু ইয়ুনের অ্যালবাম ‘সুই রু ইয়ুনের শ্রেষ্ঠ ১৩টি গান’ বাজারে আসে। ১৯৯৮ সালে তাঁর পঞ্চম অ্যালবাম ‘আমি এখনো তোমাকে এত ভালোবাসি’ মুক্তি পায়। ২০০২ সালে তাঁর অ্যালবাম ‘মেঘ চলে গেছে’ প্রকাশিত হয়।  ২০১০ সালে তাঁর বই ‘তুলনা’ প্রকাশিত হয়।

বন্ধুরা, এখন শুনুন সুই রু ইয়ুনের কণ্ঠে ‘আমি এখনো তোমাকে ভালোবাসি’ গানটি। গানের কথাগুলো এমন: আমি তোমাকে জড়িয়ে ধরে তোমার হাত শক্ত করে ধরে আছি। বৃষ্টিতে তোমার চুল ও তোমার হাতা ভিজে যায়। আমার হাতে ছাতাটা এমনভাবে ধরলাম যেন আমার কাছে ছিল না। বিচ্ছেদের মুহূর্তে, তুমি এত ঠান্ডা যে তুমি কাঁপছো। যদি বলতে তুমি আমাকে ভালোবাসো, আমি চাই না তুমি যাও। আমি ভেবেছিলাম আমি ভুলে গেছি যে, আমি তোমাকে একবার ভালবাসতাম। যতক্ষণ না তোমাকে দেখে আমার চোখে জল এসে গেল।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন সুই রু ইয়ুনের গান ‘সত্য প্রেমের শত্রু নেই’। গানের কথায় বলা হয়, গতকাল রাতে আমি নিজেকে স্বপ্নে দেখেছি, ডানা বাড়িয়ে এবং সামনের দিকে উড়ে যাই। প্রতিটি জায়গায় তুমি কখনও হাজির হয়েছো, ঘুরে বেড়ায়। আহ, আমি গতকাল রাতে নিজেকে স্বপ্নে দেখেছি। বরফের নীল সাগর জুড়ে তোমাকে খুঁজতে খুঁজতে আমি ঘুম থেকে উঠতে চাই, কিন্তু পারছি না। মনের ব্যথা সুস্পষ্ট। যদি তুমি ভালোবাসো, তুমি চিহ্ন রেখে যাবে।

আচ্ছা, শুনুন এই সুন্দর প্রেমের গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে আপনাদের শোনাচ্ছি সু রু ইয়ুনের গান ‘হারিয়েছি’। গানের কথাগুলো এমন: স্মৃতি আমাদের সম্পর্কে সবচেয়ে সুন্দর জিনিস। এটি আমাকে হাসাতে এবং তোমাকে মিস করার সবচেয়ে সহজ উপায়। স্মৃতি এমন একটি জিনিস যা তোমার বৃদ্ধ না হওয়া পর্যন্ত তোমার সাথে থাকবে। তুমি আমাকে যে স্যুভেনির দিয়েছিলে সেগুলো পরিণত করো না। এখন আমাদের প্রত্যেকের অনেক কিছু করার আছে। কাজ ও জীবনকে আলাদা করার কোনো উপায় নেই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো সুই রু ইয়ুনের আরেকটি গান, গানের নাম ‘পুরুষ ও নারী’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই রু ইয়ুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)