তোমার কথা ভাবি
2023-11-27 09:41:03

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন গুও দিন’র কন্ঠে ‘তোমার কথা ভাবি’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘গ্রহের গল্প’ শীর্ষক গান শোনাবো। গানটির কথা প্রায় এরকম, ‘তোমার চোখ আমাকে আকর্ষণ করে। আকাশগঙ্গা দেখা যায়। সময় কেটে গেছে। আকাশগঙ্গা আমাকে আকর্ষণ করে। এ মুহূর্তের দৃশ্য, এ সবচেয়ে ঘনিষ্ঠ দূরত্ব, তোমার চামড়ার জমিনের দিকে যাই। তোমার বাঁকা বাহুর দিকে যাই। আমি তোমার জন্য একটি স্বপ্ন তৈরি করি, তোমার রূপার রঙের আকাশগঙ্গা দেখি। আমি ঋতু বুঝতে পারি না। আর কত সময় গেলে তোমার হৃদয়ে প্রবেশ করতে পারবো। আর কত সময় গেলে তোমার কাছে যেতে পারবো। যদিও তোমার কাছাকাছি থাকি, তবে তোমার হৃদয়ে যেতে পারি না। সীমানাহীন আকাশে কিভাবে তোমার সাথে দেখা হবে। আমি কিভাবে খুঁজবো তোমায়? কত সুখ... তোমার সঙ্গে দেখা হবো। আমি তোমার সঙ্গে উড়ে যেতে চাই। যদিও তুমি আমাকে পছন্দ করো না, তবুও তোমাকে সুরক্ষা করবো’। আচ্ছা, বন্ধুরা, আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন গুও দিন’র কন্ঠে ‘গ্রহের গল্প’ শীর্ষক গান। এখন আমি আপনাদের আরেকটি চমত্কার গান শোনাবো। গানের শিরোনাম ‘গোপন’। গেয়েছেন লান ইয়ৌ শি। তিনি বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালে সংগীত মহলে প্রবেশ করেন। ২০০৯ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি অনেক বিখ্যাত টেলিভিশন সিরিজের থিম সংগীত গেয়েছেন। তিনি সুর সৃষ্টিতে বেশি আগ্রহী। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লান ইয়ৌ শি’র কন্ঠে ‘গোপন’ শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘শুনেছি, শুনেছি’ শীর্ষক গান। গানটির কথা এমন, ‘বন্ধুর কাছ থেকে আমি শুনেছি, সম্প্রতি তোমার অবস্থা ভালো’। আমি ভেবেছি, আমার মনে হয়, আমার আশা ভেঙ্গে যাওয়ার পর তোমার দুঃখ লাগবে। সেদিন তুমি আমাকে ত্যাগ করার পর আমি কিছু করি নি। আসলে তুমি আমাকে ভালোবাসো না। শোনো,শোনো, আমার মন; বলো, বলো, তোমার মন। শুনেছি, শুনেছি, আমি সবসময় অন্য মানুষের কাছ থেকে শুনেছি। শুনেছি, শুনেছি, তোমার হাতে অন্য হাত রাখা। আমার দুঃখ হয়, কিন্তু আমি বলতে চাই না’। তাহলে আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লান ইয়ৌ শি’র কন্ঠে ‘শুনেছি, শুনেছি’ শীর্ষক গান। এখন আপনাদের আরেকটি ভালোবাসার গান শোনাবো। শিরোনাম ‘সম্প্রতি’। গেয়েছেন লি শেং চিয়ে। তিনি ১৯৭৩ সালের ২১ ফেব্রুয়ারি চীনের তাইওয়ানের কাওস্যিয়ং শহরে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে তিনি স্থানীয় একটি সংগীত প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করে সংগীত মহলে প্রবেশ করেন। ১৯৯৯ সালে তিনি তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। চলুন, আমরা গানটি শুনবো

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লি শেং চিয়ে’র কন্ঠে ‘সম্প্রতি’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘হাত ত্যাগ করা’ শীর্ষক গান। গানটির কথা এমন, ‘আমি নিজকে বন্দী করেছি। যখন রাতে জানালা খুলে অন্ধকার আকাশে কিছু চিন্তা করি, তখন আমার মনে আগের স্মৃতি প্রদর্শিত হয়। আবার আমাদের ভালোবাসা চিন্তা করি। আমি টেলিভিশন চালু করেছি, অন্য মানুষের কথা শুনি। তাদের গল্পের সঙ্গে আমাদের কিছু মিল আছে। যে ভালোবাসা তুমি চাও, তা আমি কখনও শিখতে পারি না। আমি তোমাকে ভবিষ্যত্ দিতে পারি না, তাই তোমাকে মুক্তি দেই। তোমাকে দেওয়া আমার সর্বশেষ ভালোবাসা হলো তোমার হাত ত্যাগ করা। আমি রেডিওতে অন্য মানুষের ব্যর্থতার কথা শুনি, কিন্তু মনে হয় নিজের দুঃখ। তোমার ভরসা যেন এখনো আছে, আমি সহজে তোমাকে ত্যাগ করতে পারি না’। আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.163.com. এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, চাই চিয়ান। (ছাই/আলিম)